নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি, একজন সন্তান, একজন স্বামী, একজন পিতা। তারপর, একজন প্রজাতন্ত্রের কর্মচারি, একজন ভ্রমণকারী।

সুব্রত সরকার

আমি? কিছুই না। একটা স্বাধীন ভাবনার পরাধীন কেউ। আর একজন ভ্রমণকারী।

সুব্রত সরকার › বিস্তারিত পোস্টঃ

ভিটামিন টি সহ্য হলোনা...

০১ লা আগস্ট, ২০১৪ সকাল ৮:৩২

রাতে ভিটামিন টি পুরোটা সহ্য হবার আগেই ঘুমিয়ে পড়ছিলাম। ভেবেছিলাম রাতেই স্ট্যাটাস দিবো। কিন্তু ভিটামিনের অভাবে ঘুমায়া পড়ছিলাম। যা হোক, বাংলা চ্যানেলের এই দুঃসময়ে আমার বৌ এবং ঐ বয়স বা তদোর্ধ্ব নারীরা উৎসাহিত হলেন আবারো বাংলা চ্যানেল না দেখার। দুঃখিত, বাংলা চ্যানেল মানে কিন্তু বাংলাদেশি চ্যানেল। এই আকালের দিনে এত ঢাক ঢোল পিটাইয়া এনটিভি এয়ারটেলের স্পন্সরে এমন একটা আবাল কাহিনীর নাটক দেহাইবো ভাবি নাই। আগের একটা নাটক, সম্ভবত ইম্পসিবল ফাইভ এ যাও শেষ দিকে কিছুডা কাহিনীর ছোঁয়া পাইছিলাম, ভিটামিন টি তো পুরাই ফাউল।



দৃষ্টি আকর্ষণ করছি পরিচালক, প্রযোজক মহোদয়দের প্রতি। আমাদের দেশি নাটকে কিছুদিন আগেও তরুন সমাজের একটা অন্যরকম চাহিদা তৈরী হয়েছিলো। তরুন সমাজ বাংলা নাটকের একটা ঝোঁকে ছিলো। এই চাহিদা, এই ঝোঁকটাকে বাঁচিয়ে না রাখতে পারলে নিজের সর্বনাশটা নিজের চোখেই দেখতে হবে। বিদেশী চ্যানেলের সাথে প্রতিযোগীতায় আমাদের হার সুনিশ্চিত। তাই বেশি নয়, ভালো নাটক বানান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪২

ভিটামিন সি বলেছেন: ভিটামিন সি কে রাইখ্যা ভিটামিন টি দেখতে গেলে এমনই হইবেক। কেন, আমারে কি আফনাগোর চউক্ষে পড়ে না?

হালারা আমার নামডারে নকল কইরা হালাইছে। দেশে আর কিছু থাকল না নকল করনের বাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.