নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতগুলি বসন্ত পার হয়েছে,হিসাব রেখেছো
কি তার? প্রথম যেদিন দেখা হলো আমাদের,তোমার
প্রশ্ন ছিল-বাড়ী ছেড়ে,পিতা-মাতাকে ছেড়ে,থাকতে
পারবেন আপনি আমার সাথে?তোমার প্রশ্ন শুনে সে
কি হাসি বাড়ির মেয়েদের-হবু জামাই বলে কি? এরপর
কত বসন্ত দু\'জনে পার...
অনিবার্য ছিল যুদ্ধ।
অনিবার্য ছিল মৃত্যু।
অনিবার্য ছিল হাহাকার-
স্বজন হারানোর তীব্র বেদনা;
একটি স্বাধীন আবাস ভূমির জন্যে যুদ্ধ
মাকে মা বলার অধিকার ছিনিয়ে আনার জন্যে ছিল যুদ্ধ-
মুক্তিযুদ্ধ।।
তারপর-
কতদিন
কতটা বছর কেটে গেলো
হারিয়ে গেলো কত পুরোনো স্মৃতি!
ইতিহাস,-সে...
সকালের মন ভাল করা রোদের মিষ্টতা
মিশে থাকে তোমার হাসিতে।
তোমার ছোঁয়ায়
সকাল হয়ে যায় সারাটা দিনের অমৃত সুধা
দুপুর সে তো দুপুর নয়
স্নানের শেষে রাজার বেশে
তোমার রাজসিক হেঁটে যাওয়া,
আর হাঁড়ি-খুন্তির উচ্ছাস ধ্বনি।
তোমার বিকেল...
তোমাকে আগে বহুবার দেখেছি
তোমাকে ভালবেসেছি বহু আগে
এ সকলই কেবল স্বপ্নে।
বীজের সুপ্ততা
যেন আমার না বলা ভালবাসা।
প্রিয়তমা,তোমার সরু কোমর
আমি জড়িয়েছি দু\'হাতে,নীলাভ জোছনাতে;
তোমার মদির কেশরাজিতে মিশে থাকে
বনানীর তীব্র বুনো ঘ্রাণ।
তোমার মিষ্টি চুম্বনে
আমি খুঁজে...
তোমাকে ভালবাসার কোন ক্ষণ জানা নেই।
কোন কারণ আমার জানা নেই।
তোমাকে ভালবাসতে হবে
এবং আমি জানি
আমি ভালবাসি।
ভালবাসার জন্য কোন উপলক্ষ্য?-না নেই।
বিশেষ কোন সময়?-তাও নেই।
তোমার কন্ঠ আমার প্রিয়
তোমার অতল দুই নয়ন আমার প্রিয়
তোমার...
এসো ছুঁড়ে মারি তোমার-আমার প্রেমের অব্যার্থ তীর
ওদের দুই নয়নে
যারা বলেছিল প্রেম করা অপরাধ
ভালবাসা অপরাধ
যারা বলেছিল প্রেম হলো
শুধুমাত্র শরীর বন্দনা।
ওরা মিথ্যেবাদী
ওরা ভেবেছিল পৃথিবী হতে হারিয়ে গিয়েছে রুপালী জ্যোৎস্না
নদীর বুকে রোদের খেলা
ভাবুক...
যান্ত্রিক দানব আর শত মানুষের ভীড়ে
আমি খুঁজে পেয়েছি আমার ভালবাসা
যাযাবর সময় শেষে তাই ফিরে আসি তোমার কাছে।
স্বদেশের উর্বর মাটিতে গড়া তোমার হৃদয়
আমি সেখানেই খুঁজে পাই
সুনীল আকাশ,সাগরের গভীরতা,আর
বন-বনানীর নিবিড়তা।
তোমার শরীর ছুঁয়ে...
ডেকেছিলাম তোমায়
দেখিয়েছিলাম স্বপ্ন- অজানা সুখের
যাপিত পৃথিবী ছেড়ে
ভালবাসা ছেড়ে
তুমি এসেছিলে,একছুটে
নীল জ্যোৎস্নার নিঃশব্দ রক্তপাতে
কেঁদেছে তোমার হারানো পৃথিবী
ভালবাসা- চির নতুনের
তুমি যেন সেই নিঃসঙ্গ হলুদ ফুল
যার বোঁটায় থরে থরে সাজানো কাঁটা।
সোনা রোদ বুঝি ভালবাসে তাকে
তাই ফুলের পাঁপড়িতে রোদের খেলা।
তুমি কেন কেড়ে নিলে আমার হৃদয়
তীক্ষ্ম তরবারিতে চিড়ে কেন বানালে পথ
ভালবাসার
তোমার- আমার
প্রেম
সে...
কোন কবিতা নয় আর
নয় কোন মেলা ওই অক্ষরের
হৃদয় চিড়ে বেদনার্ত রাতের
কষ্ট গাঁথা পড়ছে চুঁইয়ে
সুবিশাল বক্ষে বড্ড মমতা ছিল যে তার
তাই সয়ে নেয় সেই নিষ্ঠুর আঘাত
বাঙলার সোঁদাগন্ধ মাটি তাকে ভালবেসে
কাছে টেনে...
কোন বাঁধা ধরা নিয়ম নেই প্রেমে পড়ার।
আমি প্রেমে পড়েছি তোমার
আর এটিই নিয়ম।
তোমাকে ভালবাসি আমি- নিভৃতে।
কোন দেবালয়ে গিয়ে নয়
অথবা কোন প্রদর্শনী নেই- প্রেমে পড়ার।
তুমি জানো
আমি জানি
আমরা দু\'জন একে অপরকে ভালবাসি।
তোমার হাতে...
এই মহাবিশ্বের বিশালতায় প্রেম খুঁজে পেতে
আমি আমার হৃদয়কে গড়েছি
তিল তিল করে;
শীতে
গ্রীষ্মে
প্রকৃতির মমতায়,কঠোরতায় গড়েছি এই হৃদয়কে।
দিন আর রাতের চলার ছন্দে
নেচেছে এই হৃদয়
আশা নিরাশার দোলাচলে
তোমার ভালবাসা পাওয়ার আশায়।
সর্বগ্রাসী বন্যার মত তোমার ভালবাসা
গ্রাস...
প্রখর রোদটুকু সরিয়ে নাও
আমাদের পথ হতে।
ভালবাসার সুশীতল ছায়ায় এসো।
এসো
গল্প করি
স্পর্শ করি
আমি তোমাকে; তুমি আমাকে।
ওই পথে হেঁটে যাই
তুমি
আমি,
তোমার হাত আমার হাতে;
হেঁটে যাই
তবে স্বপ্নে।
আমরা দু\'জন চলেছি ভালবাসার পথ বেয়ে
©somewhere in net ltd.