নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলো তার শরীর ঘষে,আমার চোখে
উজ্জলতা বৃদ্ধি পায়।
ভেজা গালে বাতাসের স্পর্শ।
কারা যেন হেঁটে যায়
আর মুহূর্তের ক্ষুদ্র অংশে
নয়নে নয়ন মেলে।
ছিল বুঝি খেলিবার ছল
-পত্রলিখা,পত্রলিখা খেলা!
আমায় বলেছিলে-আমি দিলাম
এবার তুমি দাও,আমাকে।
ভাঁজ খুলিবার কালে
বলেছিলে-না,এখানে নয়
আগে আমাকেও দাও
আমারি মতন পত্র একখানা,
জাননা বুঝি-এ হলো পত্রলিখা,পত্রলিখা
খেলা।
সে কতকাল আগের কথা
বুক পকেটে রেখেছিলাম ওই পত্রখানা
খেলিবার কালে,
পড়ে দেখা হয়নিকো...
কালো রাত। সে কেমন?
রাত-সে তো আঁধারের মাঝে লুকিয়ে রাখে
নিজেকে।
তবে?
রাস্তায়যান্ত্রিক দানবের ঘর ঘর
আর
অটোমেটিক রাইফেলের শব্দে
ঘুম ভাঙ্গে ঢাকা শহরের মানুষদের।
আচ্ছা, সেই রাতে ঢাকা কি আক্রান্ত হয়েছিল
কোন বহিঃশত্রুর দ্বারা?
কেন সাঁজোয়া যান রাস্তায়?
সেনাবাহিনী কেন...
বলা যায় গুণগত পরিবর্তন ঘটে চলেছিল
দেশের উন্নয়নে,রাজনীতিতে
তবে গণতন্ত্র দিগম্বর হয়ে বসেছিল একা।
নব্যধনীদের লুটপাটের উল্লাস নৃত্যে
বিধাতার ভূমিকা ছিল সঙের!
চেতনা আর স্বাধীনতার হাতে
কারা যেন ভিক্ষা দিয়েছিল
একটি আধুলী।
18/03/2016
রাজকোষের সঞ্চিত অর্থ
ছিল রাজকোষেই সঞ্চিত
কোন এক যাদুমন্ত্রে তা লোপাট হয়ে গেলো।
বিরল কেশ বৃদ্ধ অর্থমন্ত্রীর
‘রাবিশ’ শব্দটি
ভাগাড়ে নিক্ষিপ্ত হবে তাই
জনগণের ফিসফাস কথাবার্তা বাতাস লুফে নেয়।
বাংলাদেশে কোন বিরোধীদল নেই
তাই গণতন্ত্রের উলঙ্গ চেহারায়
লুটেরার দল...
পত্রিকার পাতার প্রতিটি অক্ষরে জমতে থাকে
সময়ের ভুলগুলো।
ভুলগুলো কেউ শুধরে নেয়না
কিম্বা জানেনা কিভাবে শোধরাবে।
তাই বাড়তে থাকে বিধাতার নীরব ক্ষোভ।
ওদিকে অর্থের মানদণ্ড
আর ক্ষমতার দম্ভ
রাজনীতির বাসর ঘরে
ছেড়ে দেয় সর্প।
আঁধার ঘরে সাপ
সারা ঘরে সাপ
-বাংলার...
আঁধারের স্তর
বয়স বাড়িয়ে দেয়
নিঃসঙ্গ রাতের।
নির্ঘুম একটি রাত ।
প্রিয়তমা,
আজ রাতে আমি ভাবছি তোমাকে।
আর তুমি?
-জানি,ভাবছো আমায় নিয়ে।
জানো
সেই রাতের স্মৃতি আজও সমুজ্জল
আমার মানসপটে-
যেন ধ্রুবতারা;সন্ধ্যার আকাশে-
তোমার কান্নাহাসি মাখানো ওই মুখ
প্রাপ্তির আনন্দে ঝলমল করছিল,
দেখেছিলাম তোমার...
পর্দা সরানোর পর
মাঝ বিকেল আর ফ্যাকাশে রোদ
ভেসে উঠে।
মোহাম্মদপুরের এই বাসার জানালায়
দাঁড়িয়ে যেটি নজরে পড়ে
সেটি হলো ইট পাথরের জমায়েত
আর কদাচিৎ সবুজ।
প্রাণহীন আকাশে ভাসমান চিল ঘুরছে,
মানুষের প্রাণস্পন্দন লুকিয়ে আছে
সার সার নিথর ভবনে।
পথ...
বর্ষণ মুখর একটি সন্ধ্যা আর মায়াবী জ্যোৎস্না
যত্নে রেখেছি আমি,তোমাকে দেবো বলে।
তুমি এসো।
না;তোমায় বলবোনা-
ভালবাসার হারানো কথা
কিম্বা বলবোনা-কেন এই দূরে সরে থাকা।
বলবোনা-পাশাপাশি থাকো তুমি
চিরটি দিনের জন্য।
অথবা আমার শুষ্ক...
ছিল শোষণ,ছিল বঞ্চনা
ছিল আগুন-বাঙালির হৃদয়ে
আর?-ছিল এক রুপকথার ফেরিওয়ালা
যে কিনা ফেরি করতো-স্বপ্ন;স্বাধীনতা।
আঙ্গুল উঁচিয়ে জলদ গম্ভীর স্বরে
হাঁক দিতো-স্বাধীনতা নেবে গো
স্বাধীনতা-
তোমার-আমার স্বাধীনতা-
সাত কোটি মানুষের স্বাধীনতা-
দুঃখিনী মাতার জন্য স্বাধীনতা।
তারপর?-আঁধারে,ঘুমঘোরে মরে পড়ে থাকলো নিরীহ...
অবুঝ বালক,তাই বুঝি আবদার
বাবা,ও বাবা,আমায় কিনে দাওনা-পতাকা
কী সুন্দর আমাদের পতাকা
-সবুজের মাঝে গাঢ় লাল,
আমায় দাওনা কিনে!
বাবা তার হাসে-বলে
কি করবিরে খোকা-পতাকা কিনে?
অবাক হয়ে ছেলে তার বলে-কেন? জানোনা?
মার্চ-আমাদের স্বাধীনতার মাস।
জানো বাবা,আমাদের স্যার...
যখন আমার ওষ্ঠ
নেমে যায়-স্পর্শ করে
তোমার কেশআবৃত পদ্মমধুবন
তখন শোনা যায় সাগরের জলোচ্ছাস।
বীর্যের উচ্ছাস শেষে
সৃষ্টিকর্তা দেখিয়ে যায় তার মহত্ব।
তুমি আছো,তাই আছে সৃষ্টিকর্তা
তাই আছে সৃষ্টি।
আমি জানি- তুমি উপভোগ করো
আমার পাগলপারা মাতাল অবস্থা-
তোমার খোলা শঙ্খসাদা স্তন দর্শনে।
তুমি যেন এক শিল্পী-প্রেমের পৃথিবীর
যে কিনা স্বেচ্ছাচারী আর অত্যাচারীও বটে
-চেপে ধরো তোমার খোলা স্তন আমার
মুখে
আর সেই সময় কামনার সর্বগ্রাসী...
তোমার উদোম বুকে রাখি মাথা
আর তুমি ফলবতী হও।
তুমি ধারণ করো ভবিষ্যৎ বীজ
লালন করো প্রজন্ম।
তোমার হৃদয়ে আমার জন্য রয়েছে
অকৃত্রিম ভালবাসা।
তুমি-বেঁচে থাকার প্রেরণা
তোমার রক্তিম ওষ্ঠে রক্ষিত আছে স্বর্গের সুধা।
২৬/০২/২০১৬
একটু বেশী রাতে-রাত নিশুতি হলে
অন্যেরা ঘুমে বিভোর
তখন জেগে উঠে মধ্যবিত্তের প্রেম!
জন্মনিরোধকের সঠিক অবস্থান
আর পুরুষটির হাতের অবাধ বিচরণ
এতটুকুই সম্বল-রাতের প্রেমের!
একই বিছানা-সন্তানের নড়াচড়া
ক্ষণিক সময় মাঝে
বয়ে আনে তাদের শরীরী আড়ষ্ঠতা।
তারপরও এগিয়ে চলে প্রেম-
দুই...
©somewhere in net ltd.