নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অবাক হয়ে গেলাম-তার প্রশ্ন শুনে,
কত আর বয়স ছিল তখন
আঠারো কিম্বা উনিশ;
“তোমাকে তো হিন্দুর মত লাগেনা”?
ভাবলাম
চেহারায় লেখা রয়
হিন্দু না সে মুসলিম!
তখন সবে যৌবন
আর বুঝলাম
সময়টা কেমন যেন অন্যরকম।
পরিচিত মানুষের সুন্দর...
আজ কবিতা আসবেনা,খাতায়
বলবেনা তার প্রেমের কথা
বলবেনা প্রকৃতির কথা।
আজ খাতায় ছড়িয়ে পড়ছে-আমার ভাইয়ের রক্ত
কলমের কালি ধারণ করছে
রক্ত লাল বর্ণ।
চাপাতির আকস্মিক উথ্থানে লোপ পাচ্ছে চিন্তা করার
ঐশ্বরিক ক্ষমতা।
গুপ্তহত্যার অচিন্তনীয় দাপটে মানুষ ভুলে যাচ্ছে
তার...
ওই স্থানে এক মৃতদেহ পড়ে আছে।
না,কোন পশুর মৃতদেহ নয়
কোন পাখিরও নয়।
যেমন ধর,ওই মৃতদেহটি
যদি হতো একটি কাকের
তবে অসংখ্য কাক কা কা শব্দে মুখরিত করতো চারপাশ।
ওই স্থানে এক মৃতদেহ পড়ে আছে।
জবাই করা...
এই সবুজ চত্বর
গ্রীষ্মের খরাতপ্ত তৃষ্ণার্ত মাটি
কিম্বা ফুটপাতের ঘেও কুকুর
না,কেউ রাজী নয়,হত্যাকাণ্ডের সাক্ষী হতে।
সবার চোখ খোলা
সবার কান খোলা
তবু কেউ রাজী নয়-দেখতে
তবু কেউ রাজী নয়-শুনতে।
অদ্ভুদ এক নির্লিপ্ততায় বন্দী হয়ে আছি
তুমি,আমি-আমরা...
রাতটি ছিল অমাবস্যার
নিকষ আঁধার।
আমি ছিলাম বেশ হাবা-গোবা
চোখে কম দেখতাম
কানে কম শুনতাম।
ঘাসবিহীন উঁচু ডিবি,তার পাশে ছিলাম বসে
নিকষ আঁধার।
তিনজন নিকটে আসে,গল্প করবে বলে।
“ওই দূরে
আপনার দৃষ্টি যায়”?-
প্রথমজন চেঁচিয়ে বলে।
“ওই স্থানে এতো অর্থ খরচ...
কিভাবে বদলে যায় গল্প-
জীবনের গল্প,
সময় তার নিষ্ঠুর হাতে
ভেঙ্গে ফেলে হৃদয়ে বসানো মূর্তি।
বিশ্বাস
আর অবিশ্বাস
পরস্পর পরস্পরকে তাড়া করে
পরস্পর পরস্পরকে প্রতারিত করে।
সংবাদপত্রের পাতায় খোদাই করা থাকে
সময়ের গল্প।
অর্থের দাপটে
আয়নায় বসানো ভাষ্কর্য
ভেঙ্গে যায় আচমকা।
চামচিকা উড়ে...
হায়
তারে বলি কেমনে
ভালবাসি।
আকাশ,সে তো খুব সহজে বলে
আজ তার মুখ ভারী
তাই মেঘ জমেছে তার সুনীল বুকে।
ও আকাশ
থেকোনা গো মুখ ভার করে।
আমার প্রেয়সী
তোমার নীল রঙে মোহিত হবে
আর সেই ক্ষণে
আমি বলতেই পারি
ভালবাসি।
হায়
তারে বলি...
তারা আলোচনায় আসতে চায়?
মনের মুক্ত আকাশে
তাদের প্রবেশ অধিকার নেই
আর সমাজ তাদের করেছে বঞ্চিত
তাই তাদের স্বপ্নে শুধুই পরকাল।
তারা আলোচনায় আসতে চায়?
জবাইকৃত পশুর মৃত্য যন্ত্রনার মাঝে
তারা খুঁজে নেয় বেহেস্তের রাস্তা।
শিউলী কিম্বা কাশফুল...
তারা একসাথে খেলো
গল্প হলো
বন্ধুত্ব বাড়লো।
উপাসনালয় সামনে।তারা বদলে যায়
এখন তারা মানুষ নয়
হয়ে যায়
হিন্দু
আর মুসলমান।
১২/০৪/২০১৬
ওই শেওড়া গাছের কাছে
নদীটা বাঁক নিয়েছে।
ঠা ঠা রোদ পড়েছে আজ।
এক দাঁড় কাক
চেয়ে আছে
আর এক শকুন চক্কর মারে
সুনীল আকাশে।
কোথা হতে উড়ে আসে
এক শ্বেত কবুতর।
সেও চেয়ে দেখে
যেদিকে চেয়ে আছে এক দাঁড়কাক -সেদিকে
আর...
তিনি অনেক কিছুই বললেন
-তার চিন্তাশক্তি "মুক্ত"
-তিনি স্বাধীনতার স্বপক্ষ
তার কাছে সকলেই সমান-মানুষ।
আমি বললাম-আর?
কোন দলের ক্রিকেট আপনার ভাললাগে?
যুক্তির পর যু্ক্তি উপস্থাপন করে
তিনি বললেন-পাকিস্থানের ।
গল্প,আলোচনা শেষ হলো
বিদায়ের প্রাক্কালে আমাকে হেসে বললেন
-গতকাল আপনার দল...
অন্ধকারে
জ্বলজ্বল করে চোখ
শ্বাপদ?
না,একদল মানুষ
লাঠি হাতে,পাহারায় রত
বিপক্ষের কেউ যেন ভোট চাইতে না আসে।
পরদিন-
স্বচ্ছ ভোটবাক্সে
সোনাফলে।
দেশ এগিয়ে চলে জিডিপির গতিতে।
07/04/2016
আমার আঙ্গুল যেন পিকাসোর তুলি
বিশাল বিছানায় আঁকে তোমার
অনিন্দ্য শরীর।
আমার আঙ্গুল যেন প্রাচীন শিল্পীর
হাতুড়ি,বাটাল,ছেনি
যা কিনা তৈরি করে ভেনাসের মূর্তি
পাথর খোদাই করে।
আমার আঙ্গুল
ঝংকার তোলে গিটারে
ঝংকার তোলে তোমার উত্তপ্ত শরীরে।
আমার আঙ্গুল ভ্রমণ করে...
©somewhere in net ltd.