নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুকান্ত কুমার সাহা

I like to seek knowledge.

সুকান্ত কুমার সাহা › বিস্তারিত পোস্টঃ

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য “প্রভিডেন্ট ফান্ড”- হবে একটা শুভ উদ্যোগ !

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৯

বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীজীবীদের জন্য পেনশন চালু করা হচ্ছে বলে জানিয়েছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আব্দুল আল মুহিত। আমি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। পাশাপাশি দাবী জানাই সরকারের এই উদ্যোগ যেন শুধুমাত্র কথার ফুলঝুরির মধ্যে সীমাবদ্ধ না থেকে তা বাস্তবায়িত হয়। এটাও দাবী জানাই, এটা যেন আবার কোনরকমের রাজনৈতিক স্ট্যান্ডবাজী না হয়।



বর্তমানে বাংলাদেশে একটা বড় জনগোষ্ঠী বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকুরী করছে। যাদের মধ্যে যেমন আছে উচ্চ শিক্ষিত দক্ষ কর্মী বাহিনী তেমনি আছে অশিক্ষিত নারী-পুরুষ। যারা তাদের কাজের মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের অগ্রগতির সাথে সাথে প্রকান্তরে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ আমরা যে মধ্য আয়ের দেশ হওয়ার স্বপ্ন দেখছি, সেই স্বপনের প্রধান কারিগরই কিন্তু এই জনগোষ্ঠী।



বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকুরী করছেন তাদের জন্য অবসর কালীন পেনশনের ব্যবস্থা করা হলে এথেকে দেশের একটা বড় জনগোষ্ঠী উপকৃত হবে। কারণ বর্তমানে বাংলাদেশের অধিকাংশ বেসরকারকারী প্রতিষ্ঠানেই এই সুযোগ নেই। কিছু কিছু প্রতিষ্ঠানে থাকলেও তা যথাযথ ভাবে বাস্তবায়িত হয় না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, একজন কর্মীর চাকুরী যাওয়ার পরে বা ওই প্রতিষ্ঠান থেকে সে স্বেচ্ছায় চলে গেলে বা অবসর নিলে প্রতিষ্ঠানটি তার প্রাপ্য টাকা পরিশোধ করে না বা করলেও নানারকমের টালবাহানা করে টাকা আটকিয়ে রাখে।



এমনিতেই যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন তারা সব সময়ই একটা অনিশ্চয়তার মধ্যে থাকেন। এই অনিশ্চয়তার মধ্যে কিন্তু শুধুমাত্র একজন কর্মীই থাকেন না, থাকেন তার উপর নির্ভরশীল পরিবার পরিজন তথা স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা, মা সহ সকলে।



এই প্রসঙ্গে এটা উল্লেখ না করলেই নয় যে, বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকুরী করেন তাদের প্রায় সবসময়ই চাকুরী হারানো জনিত একটা ভীতির মধ্যে থাকতে হয়। তা প্রতিষ্ঠান যত ভালই হোক, একটা অনিশ্চয়তা সব সময়ই থাকে। যদিও আমি মনে করি এই ভীতি সবসময় একজন কর্মীকে তার কাজের প্রতি সৎ থাকতে বাধ্য করে পাশাপাশি একটা প্রতিযোগিতার মধ্যে সে নিজেকে আপগ্রেড করতে পারে বা বাধ্য হয়। প্রকান্তরে এটা একজন কর্মীকে দক্ষ করে তোলে এবং প্রতিষ্ঠান ও দেশ এগিয়ে যায়। তাই এই ঝুঁকি বিবেচনায় নিয়ে তাদের জন্য একটা আর্থিক নিরাপত্তা বলয় তৈরী করা আবশ্যক যা প্রকান্তরে দেশকেই লাভবান করবে এবং দেশের অর্থনীতিকে সুস্থ ও সবল রাখবে।



তাই আমি মনে করি, সব কিছু বিবেচনায় নিয়ে একটা ভাল আইন তৈরী করে তার যথাযথ প্রয়োগ করার ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড চালু আছে এমন প্রতিষ্ঠানের জন্য আয়করের ক্ষেত্রে একটা নির্দিষ্ট হারে ছাড়ের ব্যবস্থা করলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এটা বাস্তবায়ন করতে উৎসাহিত হবে।



০৭/০৪/২০১৪

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৭

সালমা শারমিন বলেছেন: ভাই, আমার প্রফিডেন্ট ফান্ড এর ব্যবস্থা আছে। পেনশন হলেতো সোনায়সোহাগা।

২| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০২

ঢাকাবাসী বলেছেন: মাল গর্ধভটা যখন বলেছে তখন সন্দেহ আছে! কোন অসৎ উদ্দেশ্য আছে নিশ্চিত।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৩

ভিটামিন সি বলেছেন: দাদা, লগইন করতে চাইছিলাম না। এই পোষ্ট দেখে লগইন করতে হলো। বেসরকারি প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড খুলবে.. আরো কত কি কলা দেখাবে আপনাদের। কিন্তু যারা প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা করে এখন অবসরে আছেন, তাদের টাকা পাচ্ছেন না কেন?
সহজ করে বলি, আমার বাবা হাইস্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক। রিটায়ার করেছেন ২০১২এর ডিসেম্বর এর ১৩ তারিখে। ২৪ বছর গ্রামের হাই স্কুলে শিক্ষকতা করেছেন। ছোট সময় শুনেছি সরকার বেতনের একটা অংশ কেটে রাখে, পরে রিটায়ারে গেলে একসাথে দিবে বলে। বড় হয়ে জানলাম সেটা প্রভিডেন্ট ফান্ড। এক বছর ৫ মাস চলছে আমার বাপজান প্রভিডেন্ট ফান্ডের একটা টাকাও পায়নি। যোগাযোগ করলে আগে বলত, সরকারের ফান্ডে এই খাতে যথেষ্ট পরিমান টাকা জমা নেই তাই দেয়া যাচ্ছে না। এখন বলে আপনার লিষ্ট নম্বর ১২৩৫. আগের সবার টা দেয়া শেষ হলে আপনি পাবেন। বাবার বয়স ৬২ চলছে; বাংলাদেশের মানুষের গড় আয়ু যতবছর তা অতিক্রম করে এখন বোনাস টাইম পাস করছে। হাই প্রেসার আছে। এখন যদি টুপ করে মরে যায় আর মরার আগে ওসিয়্যত করে যায়, "বাবা, আমার টাকা দিয়া আমার কাফনের কাপড় কিনো।" তখন আমি কি করব বলুন?? দাদা মালের এই ঘোষনায় খুশি হওয়ার কিছু নাই। মাল একটা তারছিড়া রাবিশ পাবলিক। এর কথার কোন মুল্য নাই।

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৮

সুকান্ত কুমার সাহা বলেছেন: সরকারি পেনশনের না পাওয়ার ভুক্তোভোগী আমার নিজ পারিবারেই আছে। তাই আমি এটার কষ্ট ফিল করি!
তারপরেও আশা করতে দোষ কি? আমি না পেলেও আমাদের ভবিশ্ষ্যত প্রজন্মের কেউ পেলে আমি খুশি হবো !!!
ধন্যবাদ !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.