![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ স্মরণে)
রুদ্র, তোমার লেখা অভিমানের খেয়া কবিতাটি পড়লাম
কবিতায় তুমি লিখেছ-
“এতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই
পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত
পারিজাহীন কঠিন পাথরে।
প্রাপ্য পাইনি করাল দুপুরে,
নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা-
এই খেলা আর কতোকাল আর কতটা জীবন!
কিছুটাতো চাই, হোক ভুল- হোক মিথ্যে প্রবোধ
অভিলাষী মন চন্দ্রে না-পাক জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।”
আহা কি অসাধারণ কাব্য
‘এতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই’
যতবার পড়ি ততবারই বৈশাখী মেঘের ডানায়
যেমন পালকের পাখি নীড়ে ফেরে
তেমনি ভাষাহীন নির্বাগ হই আমি।
তোমারি কবিতায় একগুচ্ছ রজনীগন্ধা হাতে
খাজা খান জাহান আলীর পূন্য ভূমি
তোমার জন্মস্থান, বাগেরহাটের মাটিতে পা রাখতেই-
ভোরের পাখি দোয়েল মিহি কণ্ঠে বলে উঠল- রুদ্র নেই,
মায়ার বাঁধন ছিন্ন করে রুদ্র পাড়ি জমিয়েছে ওপারে।
অষাঢ় হয়ে এলো দুটি পা, একি শুনছি আমি!
জানিনা কোন গাঢ় অভিমান বুকে নিয়ে
ঘর বেঁধেছ তারার দেশে রুদ্র, তুমি ভালো থেকো।
আমার এ খোলা চিঠি-
তোমার জন্মদিনে পাঠিয়ে দিলাম আকাশের ঠিয়াকানায়।
১১/১০/১৪
২| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:২১
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: আন্তরিক ধন্যবদ ভাই সৈকত জোহা
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
খায়রুল আহসান বলেছেন: প্রয়াত কবির প্রতি আপনার এ শ্রদ্ধাঞ্জলি ভাল লাগলো। তবে বেশ কয়েকটা বানান ভুল রয়েছে, আশাকরি শীঘ্রই সম্পাদনা করে নেবেন। সবচেয়ে বেসী দৃষ্টিকটু লাগছে অষাঢ় এবং নির্বাগ বানান দুটো।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪
খায়রুল আহসান বলেছেন: দুঃখিত, আমার নিজেরও একটা বানান ভুল হয়ে গেছে, 'বেসী' কথাটা বেশী হবে।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৭
সৈকত জোহা বলেছেন: ভালই লিখেছেন