![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুলতানা রিজু।
অরন্য তুমি আছোত বেশ
ফুল পাখি পাতা নিয়ে তোমার আঁধার ভূবনে।
কখনো পারলেনা হৃদয়ের ভালবাসা নিতে।
কখনো দেখতে পেলেনা এমন পৃথিবী
যেখানে একখানি আকাশ থাকে একা
পৃথিবীর বুক জুড়ে ।
দেখেছো কি এমন রাত , জোছনাকে হারিয়ে
আঁধারের হাত ধরে সারারাত জেগে থাকে
ছায়াপথ ধরে।
দেখেছো কি এমন , ভালবাসা মরে যেতে !
রাতকে ভালবেসে ফুলেরা মরে যায়
সকালের বুকে।
দেখেছো কি কভু এমন হৃদয় --
যে হৃদয় অন্ধকারে ডুবে থাকে এক আকাশ
জোছনাকে ভেবে।
দেখেছো কি তুমি ! কেমন করে
আস্ত একটা সন্ধ্যা থাকে বিকেলের বুকে ,
কেমন করে একটা চাঁদের আলো ঢাকে রাতের আঁধার।
দেখেছো কি এমন পাখি , যার চোখে চোখ রেখে
হারিয়ে গেছি আমি ঠিকানা বিহীন এক
চোরাবালি ঝড়ে ।
অরন্য , যদি তুমি পার ---
এতকিছু থেমে যেতে পারে ক্ষণিক হেসে।
মুখর বাতাসে ওড়া সূর্য ওঠার বেলা তোমার
চোখের আগুনে পুড়ে, আমার চুলের ভাজে
একটুখানি বৃষ্টি এনে মেখো।
যদি হাতদুটি ধর একমুঠো স্বপ্নদেবো দু'হাত ভরে
তোমার চোখে রেখো।
সারাদিনের ক্লন্তিভার চোখেরকোনে রেখে ঝরনার মত
বয়ে যাবো নিরবধি তোমার বুকে।
তারিখ ----৩১/ ৩/২০১৯।
বরিশাল।
২| ৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: 27 শে ডিসেম্বর আপনার পোস্ট' 'শতবর্ষ পরে'তে আমার একটি কমেন্ট ছিল। দুর্ভাগ্যবশত সেই কমেন্টের প্রতিমন্তব্য আজও পেলাম না। আপনার গত পোস্টেও আমার একটি কমেন্ট ছিল । কিন্তু তারও প্রতি মন্তব্য দিলেন না।। তাহলে কি আপনি চান না যে আমরা পোস্টে কমেন্ট করি ? আমি আপনার বিগত বেশ কিছু পোস্ট দেখে এলাম ।একটি বা দুটি জায়গায় কেবল আপনি প্রতিউত্তর দিয়েছেন। আপনাকে এমন ভাবে কথা বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।
পাশাপাশি যদি ধরে নিই আপনার প্রতি মন্তব্য করতে সমস্যা হচ্ছে ।সে ক্ষেত্রে বলবো,
আমাদের কমেন্ট বক্সের ডান দিকে সবুজ বাটনে প্রেস করলে নতুন একটি স্পেস আসবে। তার মধ্যে উত্তর লিখে জমা করলে তবেই আমাদের নোটিফিকেশনে দেখাবে।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: চমৎকার।