নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বতঃস্ফূর্ত সুমিত

স্বতঃস্ফূর্ত সুমিত › বিস্তারিত পোস্টঃ

পাওয়া গেল প্যারালাল ইউনাভার্সের সাম্ভাব্য প্রমাণ, জোড়ালো হল মাল্টিভার্স থিওরি

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৪



এস্ট্রোনোমাররা আমাদের ইউনিভার্স এর সাথে অন্য একটি ইউনিভার্স এর সংঘর্ষের এভিডেন্স পেয়েছেন! হ্যা, এস্ট্রোনোমাররা বলছেন যে তারা কিছু সিগনাল পেয়েছেন যা সাজেস্ট করছে যে আমাদের মহাবিশের স্পেস-টাইম পুরোপুরি ভিন্ন একটি মহাবিশ্ব দ্বারা ডিস্টার্বড হচ্ছে। এই স্টাডিটি মাল্টিভার্স থিওরির একটি এভিডেন্স বলে ধরে নেয়া যেতে পারে বলে দাবী করছেন এস্ট্রোনোমাররা। মাল্টিভার্স থিওরি অনেকগুলো অলটারনেট মহাবিশ্বের অস্তিত্বের কথা বলে। California Institute of Technology এর সাইন্টিস্ট Dr Ranga-Ram Chary ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্লাংক স্পেস টেলিস্কোপ দ্বারা এসেম্বল করা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এর ডেটা নিয়ে স্টাডি করেছেন। বিগ ব্যাং এর কয়েক সেকেন্ড পরের এই পড়ে থাকা গ্লোতে তিনি কিছু স্পট খুঁজে পেয়েছেন যেখানে মাইক্রোওয়েভ লাইট তাদের যতটা উজ্জ্বল থাকা উচিৎ তার থেকেও বেশি উজ্জ্বল।


তার দাবী অনুসারে, এগুলো ১৩.৮ বিলিয়ন বছর আগে বিগ ব্যাং ঘটার কয়েক শত বছর পর আমাদের ইউনিভার্স এর সাথে অন্য ইউনিভার্স এর কন্টাক্টের ফলে তৈরি হওয়া সাইন। এটা দুটো বাবলের একে অপরের সাথে বাউন্সিং হবার মতই ঘটনা। মাল্টিভার্সের ভেতরে তৈরি হওয়া এই বাবল ইউনিভার্সগুলো বিগ ব্যাং এর পরে বৃদ্ধি পাবার ফলে একে অপরের এক্সটারনাল সারফেসে বাম্প করেছিল। ওপেন সোর্স সাইট arxiv.org এ এই রিসার্চপেপারটি ইশ্যু করা হয় আর এটা তিনি সাবমিট করেছেন Astrophysical Journal এ। Dr Chary জানিয়েছেন, অন্য ইউনিভার্সটি আমদের ইউনিভার্স থেকে ভিন্ন হতে পারে।


তার মতে, এর সেই মহাবিশ্বের ব্যারিয়ন ও ফোটনের অনুপাত আমাদের মহাবিশ্বের অনুপাতের চেয়ে ১০ গুণ বেশি হতে পারে, যার অর্থ এই যে সেই ইউনিভার্সের ফিজিক্স আমাদের ইউনিভার্স এর ফিজিক্স এর থেকে অনেকটাই ভিন্ন হতে পারে।


এই রিসার্চ পেপারটিতে Dr Chary বলেছেন, "আর্লি ইউনিভার্স এর আমাদের এই আজকের ইউনিভার্স এ পরিণত হতে যে প্যারামিটারগুলো দরকার সেগুলো সাজেস্ট করে যে আমাদের ইউনিভার্স একটি এটারনালি ইনফ্লেটিং সুপার রেজিওনের মাঝে একটি রেজিওন। আমাদের অবজারভেবল ইউনিভার্স এর বাইরেও এরকম অনেক ইউনিভার্স এক্সিস্ট করে যেগুলোর ফিজিকাল প্যারামিটারগুলো আমরা আমাদের ইউনিভার্স এর বেলায় যা মেজার করি তার চেয়ে ভিন্ন।"


এর ডিডাকশন তৈরির জন্য Dr Chary কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড মডেল ব্যবহার করেন এবং তা সম্পূর্ণ আকাশের প্লাং এর ইমেজগুলো থেকে সাবট্র্যাক্ট করেন। এরপর তিনি নক্ষত্র, গ্যাস, ডাস্ট এর সিগনালগুলো বাদ দেন। এরপর নয়েস ছাড়া আর কোন ইমেজ অবশিষ্ট থাকার কথা না। কিন্তু Dr Chary সেটার বদলে যেমনটা হবার কথা ছিল তার ৪,৫০০ গুণ বেশি উজ্জ্বল বিচ্ছিন্ন প্যাচ বা তালি লক্ষ্ করলেন। সেগুলো ইউনিভার্স এর ইভোল্যুশনের এর সময়ে (রিকম্বিনেশনের সময়ে) এসেছিল বলে বিশ্বাস করা হয় যখন প্রথম ইলেক্ট্রন ও প্রোটন একত্রিত হয়ে হাইড্রোজেন তৈরি করেছিল।


সূত্র: http://arxiv.org/abs/1510.00126

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.