![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুটো অসাধারণ, ওয়েল প্রিজার্ভড কেভ লায়ন (গুহাবাসী সিংহ- একটি বিলুপ্ত প্রজাতির সিংহ) এর শাবককে ওয়ার্ল্ড মিডিয়ার সামনে প্রকাশ করা হয়েছে। এদেরকে সাইবেরিয়ার পারমাফ্রস্ট গুহায় সম্প্রতি আবিষ্কার করা হয়। এদের গায়ের লোম, সফট টিস্যু থেকে শুরু করে মোটামুটি সবই অক্ষত আছে। উইয়ান্ডিনা নদীর নাম অনুসারে এদের নামকরণ করা উইয়ান ও ডিনা। ধারণা করা হয় মৃত্যুর সময় এদের বয়স এক থেকে দুই সপ্তাহ ছিল। এদের মা এদেরকে একটি গর্তে লুকিয়ে রেখেছিল। গর্তটই একটি ল্যান্ডস্লাইড বা ভূমিধ্বসের ফলে সিলড হয়ে যায়। আর এর জন্য এদের মৃত্যু হয়।
যাই হোক, এই সিংহশাবকদের জন্য খুব দুঃখের খবর হলেও এটা গবেষকদের এক কালে ব্রিটিশ আইল থেকে পূর্ব রাশিয়ার এক্সট্রিম ইস্ট পর্যন্ত ঘুড়ে বেড়ানো সিংহদের এই প্রজাতিটির সম্পর্কে ভালভাবে জানার একটি সুযোগ করে দিয়েছে। ১০,০০০ বছর পূর্বে বিলুপ্তির পূর্ব পর্যন্ত এরা এই বিশাল এলাকা জুড়ে ঘুড়ে বেড়াত। পূর্বের স্পেসিমেনগুলো ডিএনএ এনালাইসিস থেকে দেখা যায় এই কেভ লায়নগুলো (Panthera spelaea) বর্তমান লায়নদের থেকে আলাদা এবং এদের অদৃশ্য হয়ে যাওয়া ছিল এক কথায় প্রজাতিটির সত্যিকারের বিলুপ্তি।
ধারণা করা হয় যে ভূমিধ্বসটি গুহাটিকে এয়ারটাইট সিল করে ফেলেছিল এবং এই বরফের পারমাফ্রস্ট এর সাথে এই এয়ারটাইট অবস্থা, দুইয়ের প্রভাব মিলে শাবকদুটোতে পচন ধরতে দেয় নি। স্পিসিজটির বিলুপ্তি সম্পর্কিত রহস্য উদঘাটন করার জন্য নেয়ারল্যান্ডের University of Groningen এ শাবকদুটো নিয়ে MRI স্ক্যান সহ আরও বিভিন্ন গবেষনা করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এরা ১২,০০০ বছর পুরোনো। তবে এটা নিয়ে আরও গবেষণা করা হবে।
ছবি থেকে দেখা যাচ্ছে শাবকদুটোর চোখ তখনও ফোটে নি। সাইবেরিয়ার সাইন্টিস্টগণ বলেছেন, মৃত্যুর সময় এই শাবকগুলোর বেবি টিথ বা দুধের দাঁতও ছিল না।
http://siberiantimes.com/science/casestudy/news/n0491-whiskers-still-bristling-after-more-than-10000-years-in-the-siberian-cold/
৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৭
স্বতঃস্ফূর্ত সুমিত বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ
২| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শেয়ার করার জন্যে শুভেচ্ছা রইল
৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৭
স্বতঃস্ফূর্ত সুমিত বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর পোস্ট
৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৮
স্বতঃস্ফূর্ত সুমিত বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২
কথাকথিকেথিকথন বলেছেন: অজানা কিছু উদ্ধার হলো । শেয়ারে ধন্যবাদ ।
৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৮
স্বতঃস্ফূর্ত সুমিত বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২
শাহাদাত হোসেন বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ
৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৮
স্বতঃস্ফূর্ত সুমিত বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
ফেরদৌসা রুহী বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ।
আমারো এসব অজানা বিষয়ের প্রতি খুব আগ্রহ।
৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৯
স্বতঃস্ফূর্ত সুমিত বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১১
শায়মা বলেছেন: ভিষন কষ্টের কিন্তু অবাক করা !
৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:১১
স্বতঃস্ফূর্ত সুমিত বলেছেন: হুম। জন্মের অনেক কম সময়ের মধ্যেই মারা গিয়েছিল বলে অঙ্ক কষ্টের। কিন্তু এভাবে মারা না গেলে আমরা এত দিন পর এদের কোন হদিশও পেতাম না... পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫৯
রক্তিম দিগন্ত বলেছেন: এই পোষ্টটা বেশি ভাল লাগলো।
কিন্তু MRI টেস্ট করে কি বয়স নির্ধারণ করা যায়? আমার জানামতে কার্বন টেস্টটাই বেশি প্রচলিত। মনে হয়।
তবে শাবকের গায়ের চামড়া এখনও অক্ষত আছে। নিঃসন্দেহে প্রাচীন আমলের নিদর্শন হিসেবে এটাকে সংরক্ষণ করা উচিৎ।
৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:১২
স্বতঃস্ফূর্ত সুমিত বলেছেন: ব্যাপারটা আমার কাছেও খটকা লেগেছিল। কোনভাবে মে বি করা যায়।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
অভ্রনীল হৃদয় বলেছেন: অনেক ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য। আমি বরাবরই এসব ব্যাপারে বেশ আগ্রহী। তাই এই বিষয়ে জানতে পেরে খুব ভালো লাগলো। ভালো থাকবেন সবসময়।