নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বতঃস্ফূর্ত সুমিত

স্বতঃস্ফূর্ত সুমিত › বিস্তারিত পোস্টঃ

ডায়াবেটিস থেকে মানুষকে মুক্তি দেবে কৃত্রিম অগ্ন্যাশয়

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

পৃথিবীর অনেকেই টাইপ ওয়ান ডায়াবেটিস এ আক্রান্ত। প্য্যানক্রিয়াস থেকে বের হওয়া একটা হরমোন ইনসুলিন এর অভাবে এটা হয়। আর এটায় আক্রান্ত হলে প্রচলিত যে ট্রিটমেন্টটি দেয়া হয় তা হল ইনসুলিন ইনজেকশন। আর একবার ঠিক মত সেটা না দিলে হাইপারগ্লাইসেমিয়া হতে পারে।


তো ক্যালিফর্নিয়ার গবেষকরা মানুষের স্কিন সেলকে মোডিফাই করে ইনসুলিন প্রোডিউসিং বেটা সেল তৈরি করেছিল। ইঁদুরের দেহে এটাকে ট্রান্সপ্ল্যান্ট করে দেখা গিয়েছিল এটা সত্যি কাজ করে।

এবার আরেক ধাপ এগিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া স্কুল অব মেডিসিন এর গবেষকগণ একটা আর্টিফিশিয়াল প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় তৈরি করে ফেলেছে। কিন্তু এটা আমাদের শরীরের অগ্ন্যাশয় এর মত নয় যা ভেতরে অরগান ট্রান্সপ্ল্যান্ট এর মাধ্যমে বসাতে হবে। এটা একটা উইয়ারেবল টেকনোলজির এক্সটারনাম বেজড ডিভাইস। অর্থাৎ বাইরে থেকে লাগাতে হয়। শরীরের প্রয়োজন বুঝে এটা ইনসুলিন সরবরাহল করে শরীরের গ্লুকোজ লেভেল ঠিক রাখতে পারে। আর্টিফিশিয়াল এই প্যানক্রিয়াসটি মানুষকে সহজেই টাইপ ওয়ান ডায়াবেটিস থেকে মুক্তি দিতে সক্ষম।

এটা স্মার্টফোনের সাথে অয়ারলেসলি কানেক্ট করা থাকবে যাতে এডভান্সড কম্পিউটেশনাল সফটঅয়ার দ্বারা ব্লাড শ্যুগার লেভেল প্রতিনিয়ত মনিটর করা যায়। ডিভাইসটি দিয়ে স্লিপ প্যাটার্ন, মেটাবলিজম, স্ট্রেস লেভেল, নিউট্রিয়েন্ট লেভেল এগুলোও জানা যাবে। যুক্তরাষ্ট্রে টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত ২৪০ জন ব্যক্তিকে এটি ৬ মাস এর কোর্সে চিকিৎসাসেবা দেবে বলে ঠিক করা হয়েছে।



http://news.harvard.edu/gazette/story/2016/01/artificial-pancreas-system-aimed-at-type-1-diabetes-mellitus/

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

আহা রুবন বলেছেন: কত রঙ্গ জানো রে মানুষ!

২| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: যত মুসকিল তত আসান !!
আল্লাহ মহান।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮

আহমেদ জী এস বলেছেন: স্বতঃস্ফূর্ত সুমিত ,




ভালো একটা বিষয় শেয়ার করার জন্যে ধন্যবাদ ।
তবে এই ডিভাইসটি কি টাইপ ওয়ান ডায়াবেটিস থেকে মুক্তি দিতে সক্ষম? না কি টাইপ ওয়ান ডায়াবেটিসকে নিয়ন্ত্রনে রাখবে সেটা স্পষ্ট নয় লেখায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.