| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ মানুষদের দলে আমি। দেশ ও দশের কল্যাণে কাজ করতে ভাল লাগে।
১২/০২/১৬
বরাবর
এডমিন
সামহোয়্যার ইন...নেট লিমিটেড।
বিষয়ঃ আইডি পুনরুদ্ধার প্রসঙ্গে।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি বেশ কিছুদিন পূর্বে আপনার ব্লগের একজন নিয়মিত ব্লগার ছিলাম। ব্যক্তিগত সমস্যার কারণে এবং একাডেমীক চাপের কারণে কিছু দিন ব্লগে অনুপস্থিত ছিলাম।অতঃপর ১২/০২/১৬ তারিখে ব্লগে পূর্বের ন্যায় ফিরে এলাম।কিন্তু, দুঃখের বিষয় ব্লগে লগ-ইন করার চেষ্টা করে দেখি আমাকে ব্যান করা হয়েছে। আমি কারন জানতে চাই না। কিন্তু, এমন একটি সিস্টেম চাই যাতে আইডি ব্যান করা হলে পুনরুদ্ধার করা যায়।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন অবিলম্বে উক্ত সিস্টেম চালু করে আমার মত সবাই কে ব্লগিং করার সুযোগ দানে আপনার মর্জি হয়।
নিবেদক
না পাওয়া দলের সদস্য
সুমন

©somewhere in net ltd.