![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ মানুষদের দলে আমি। দেশ ও দশের কল্যাণে কাজ করতে ভাল লাগে।
বেশ কিছুদিন আগের কথা।অনেক সুখ আর শান্তিতে দিন চলে যেতে ছিল।একটু আধটু কষ্ট যে ছিল না তা নয়।
মোটের উপর ভালই চলছিল জীবনটা।সবার সাথে তাল মিলিয়ে চলা,বন্ধুদের সাথে একটু আড্ড,প্রিয় মানুষদের সাথে গল্প,
পড়া-লেখা আর শত ব্যস্ততার ফাঁকে একটু সময় পেলেই ফেইসবুকে চ্যাটিং আরো কত কি!!
হঠাৎ একটা আন-অথোরাইজ লিঙ্ক সামনে দেখতে পেলাম।অপরিচিত লিঙ্কটাতে ক্লিক করতেই সেটা হ্যাক করার চেষ্টা করলাম।
এতটুকু প্রোগ্রাম মাথায় কাজ করতেছিল না যে, ঐ লিঙ্কটাও আমার নিজের প্রোফাইল হ্যাক করতে পারবে।এতটুকু মিসটেক
অনেক বড় রকমের ক্ষতি করে ফেলেছিল।ঐ লিঙ্ক যে ছেড়েছিল সে আসলেই কোন হ্যাকার ছিল।হয়তো অন্য কারো প্রোফাইল
হ্যাক করার ইচ্ছা তার ছিল।কিন্তু, দুর্ভাগ্যক্রমে আমার নিজের প্রোফাইলটিই হ্যাক হয়ে গেল আমার অজান্তেই।হ্যাকার আমার
প্রোফাইল হ্যাক করেছিল ঠিকই কিন্তু আমাকে বুঝতে দেয় নি মোটেও।আর নয়তো আমাকে সময় দিয়েছিল প্রোফাইলের নিরাপত্তা
নিশ্চিত বা পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য।পূ্র্বের ভুলটি যেন লুপ প্রোগামের মত কাজ করতেছিল।অতঃপর
আমার প্রোফাইল শিফট+ডিলিট প্রেস করার মত পুরাই হ্যাকড।এখন আর কন্ট্রোল+জেড প্রেস করে কোন কাজ হয় না।
তাই মনে হয় সব সিগন্যালই ইরোর দেখায়।
নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করতে চাইলেও কাজ হয় না।কারণ-সেটা আদৌ সম্ভব নয়।তবে রিকোভারী করা সম্ভব।
আর তাও করতে পারেন শুধু মাত্র একজন মহান ইঞ্জিনিয়ার।
আর তিনি হলেন...মহান আল্লাহ।
তার সাহায্যের অপেক্ষাতেই আছি।আর রিকোভারী পাবো এমনটাই প্রত্যাশা।দুআ চাই....
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
সংগৃহীত পোস্ট
ব্যক্তিগত ডায়েরির পাতা থেকে
২০/০১/১৬
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬
নীলপরি বলেছেন: হয় বোধহয় এরকম ।