![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ মানুষদের দলে আমি। দেশ ও দশের কল্যাণে কাজ করতে ভাল লাগে।
------------
আসসালামু আলাইকুম...।
আমি ভেবেছিলাম এবার নারী দিবসে কিছু বলবো না।কিন্তু কিছু পোস্ট আমাকে বাধ্য করলো কিছু বলার জন্য।
আমরা সবাই ইতিহাস পড়ে কম-বেশি এতটুকু জানি যে কোন এক সময় নারীজাতি কে মানুষ ভাবা হতো না।
ব্যবহৃত টিস্যু পেপারের মূল্য ছিল নারীদের চেয়ে বেশি।অতঃপর ইসলাম নারী কে দিয়েছে সর্বোচ্চ মর্যাদা।
দিয়েছে শ্রেষ্ঠতম অধিকার।বানিয়েছে মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ।কিন্তু
আমার মনে হয় নারীরা জাতি হিসেবে কখনই চালাক ছিল না। আর তাই তো বোকার মত
যখনই ইসলামের দেয়া স্বর্ণ-সূত্র গুলো ছেড়েছে তখনই মার খেয়েছে আমাদের নারী জাতি,আমাদের মায়ের জাতি!
অন্য ধর্মে নারীদের স্থান আমার জানা নেই।তবে আমি যেহেতু ইসলাম ধর্ম চর্চা করি তাই আমার বক্তব্য ইসলাম কেন্দ্রিক।
আজ-কাল দৈনিক পত্রিকা গুলো খুললেই অন্যতম শিরোনাম থাকে ধর্ষণ কেন্দ্রিক।বিশ্ব বাজারের ফ্যাশনের মত আমাদের সোনার বাংলায়ও
দ্রুত ছড়িয়ে পড়ছে আলোচিত শিরোনামটি।কারণটা তো আগেই বলেছি।নারীরা নিজেরাই নিজেদের মূল্য কমিয়েছে।
নিজেকে সস্তা ভাবে উপস্থাপন করলে মানুষ তাকে সস্তাই বলবে।নারীদের জন্য আল্লাহ্ পবিত্র কুরআনে স্পেশাল ভাবে একটা সূরাই নাযিল করেছেন।
আবার সূরা আহযাব-এ বারন করেছেন সেই জাহেলিয়াতের যুগের নারীদের মত নিজেকে সস্তা না বানানোর জন্য।
সূরা নুরে উপদেশ দিয়েছেন নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাযত করার জন্য।সূরা মুমিনুলে বলেছেন যৌনাঙ্গ হেফাযত কারিগণ সফল!
নারী-পুরুষ উভয়ের জন্যই পর্দা করা ফরয।নারীদের জন্য পর্দার বিধানটা একটু বেশিই উপকারি।একজন পর্দানশীল নারীর প্রতি
সবাই স্বভাবতই একটু বেশি মর্যাদা প্রদর্শন করে থাকে।সব থেকে বড় কথা হল নারী জাতিকে পুরুষ জাতির জন্য লোভনীয় করে তৈরি করেছেন সৃষ্টিকর্তা।
আর লোভনীয় বস্তু যদি নিরাপদে সংরক্ষণ না করা হয় তবে শিকারির হাত থেকে বাঁচানো সম্ভব না।এক্ষেত্রে পুরুষের চেয়ে নারীকেই বেশি সচেতন হওয়া দরকার।
আমি বলছি না যে পুরুষের মাঝে পরিবর্তন আনতে হবে না।মোমবাতি শক্ত ঠিকই থাকে,কিন্তু আগুনের সংস্পর্শে মোমবাতি গলে যেতে বাধ্য!
তাই মোমবাতিকে যত্র-তত্র ফেলে রাখা গেলেও আগুন কে যত্র-তত্র না রেখে নিরাপদে সংরক্ষণ করাই বুদ্ধিমানের কাজ।
জন্ম-সূত্রে মৌচাক পেয়েছেন তাই বলে সহজেই বিলাতে হবে কেন?ঢেকে রাখুন দেখবেন আপনার মধুই সবাই পেতে চাইবে।আপনার মধু হবে বাজারের সেরা মধু।
নিজে নগ্নতাকে ফ্যাশন হিসেবে চর্চা করবেন আবার নিরাপদেও থাকতে চাইবেন সেটা তো সম্ভব না।শ্লীলতাহানীর পরিবেশ সংরক্ষণ করবেন আবার
শ্লীলতাও সংরক্ষণ করতে চাইবেন তা তো হতে পারে না।শালীনতা বজায় রাখুন দেখবেন শ্লীলতাও বজায় থাকবে।আর তা না হলে ওই জনৈক ব্যক্তির কথা শুনাতে হয়..."নগ্নতা যদি ফ্যাশন হয় তবে ধর্ষণ হল কাছে আসার গল্প!!
এতটুকু জেনে রাখুন,
পুরুষরা যদিও নগ্নতাকে উপভোগ করে,করতে চায়।তবুও জীবন সঙ্গী হিসেবে একটা ভার্জিন মেয়েই খুঁজে।যদিও প্রত্যেক নর-নারী তাদের যোগ্যতম
সঙ্গী পাবে।কারন-আপনি সারা জীবন ডজন ডজন ছেলের হাত ধরে ঘুরলেন,লিভ টুগেদার করলেন
আবার সময় মত একটা ইনোসেন্ট ছেলেও চাইলেন আর পাবেন সেটা মোটেই সম্ভব না।আল্লাহ প্রদত্ত নিয়ম আপনি অবহেলা করতে পারেন না,পারবেনও না।
কারন- সূরা নুরের ২৬ নং আয়াতে আল্লাহ্ বলেন...
"ব্যভিচারিণী নারীগণ ব্যভিচারী পুরুষের জন্য,ব্যভিচারী পুরুষগণ ব্যভিচারিণী নারীদের জন্য।আর
সচ্চরিত্রা নারীগণ সচ্চরিত্রবান পুরুষের জন্য,সচ্চরিত্রবান পুরুষগণ সচ্চরিত্রা নারীদের জন্য।"
মনে রাখবেন-
"একজন লজ্জাশীল/পর্দানশীল নারী
তার মা-বাবার জন্য গর্ব;
তার ভাইয়ের জন্য সম্মান;
তার স্বামীর জন্য সম্পদ;
তার সন্তানের জন্য আদর্শ মা।
---------------
Engr. S A Sumon
০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৫
সুমন আকরাম বলেছেন: ধন্যবাদ!! শুভ কামনা
২| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৪
সুমন আকরাম বলেছেন: এটা তো আল্লাহ্ বলেছেন ।
৩| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:২১
চাঁদগাজী বলেছেন:
ছোট মগজের ভাবনা
০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৮
সুমন আকরাম বলেছেন: খারাপ বলেন নি। তবে ছোটদেরও তো কিছু বলার থাকে আর কি!!
৪| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৭
আমিই মিসির আলী বলেছেন: ভালো লাগে নাই তেমন।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৩
সুমন আকরাম বলেছেন: ধন্যবাদ!!
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪২
বিজন রয় বলেছেন: "ব্যভিচারিণী নারীগণ ব্যভিচারী পুরুষের জন্য,ব্যভিচারী পুরুষগণ ব্যভিচারিণী নারীদের জন্য।আর
সচ্চরিত্রা নারীগণ সচ্চরিত্রবান পুরুষের জন্য,সচ্চরিত্রবান পুরুষগণ সচ্চরিত্রা নারীদের জন্য।
দারুন।
+++++