নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর মমিন

"গদ্যময় সহজ সরল মনের যত কথা, ছন্দ হয়ে যায় সব সুখ, দুঃখ- ব্যাথা ।" আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একজন ছাত্র, মাঝেমধ্যে ছবি আঁকি আর টুকটাক কবিতা লিখি মাত্র।

সুন্দর মমিন › বিস্তারিত পোস্টঃ

প্রস্থান দৃশ্য

০৬ ই জুন, ২০১৪ রাত ১০:৪৪

উৎসর্গ : সবচেয়ে প্রিয় মা'কে



তুমি চিরতরেই গেলে ! কিন্তু দিয়ে গেলে স্বাধীনতা,

জানিনা রাখতে পারবো কি না তোমায় দেয়া কথা।



পেয়েছি আনন্দহীন অবাধ এক নিরব স্বাধীনতা,

এই মুক্তিই প্রতিনিয়ত দেয় যে শুধুই ব্যাথা।



এটিই ধীরে ধীরে মোরে করে দিচ্ছে ক্ষয়,

ধোয়াঁশা ঘেরা জীবনটা

অস্তিত্বহীন মনে হয়।



অযথাই এ জীবনীশক্তি আমি করছি অপচয়,

কেন জগতে হলাম না যে অসার বস্তু-নিচয়!



কি যে ভাল হত কেও আর বিরক্ত হতনা,

অভাগাও একা একা নিভৃতে পড়ে থাকত না।



ধীর পদে পদক্ষেপ সব ব্যর্থতার নিদর্শন,

এ জীবনে মূল্যহীন আজ সফলতার দর্শন।



তারপরও প্রচেষ্টা চালিয়ে যাব আজীবন,

তোমায় দেয়া কথা স্মরণ রাখবো আমরণ।



সামনের চলার সকল পথ যখন বন্ধ হয়ে যাবে,

চেতনা বিলোপ ঘটে সবকিছু মাটিতেই হারাবে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.