নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য...

. আমার নাইবা হলো পারে যাওয়া...

সুরঞ্জনা

আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে--- তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে। ছায়ার মতন মিলায় ধরণী, কূল নাহি পায় আশার তরণী, মানস প্রতিমা ভাসিয়া বেরায় আকাশে। কিছু বাঁধা পড়িল না কেবলই বাসনা-বাঁধনে। কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর-সাধনে। আপনার মনে বসিয়া একেলা অনলশিখায় কী করিনু খেলা, দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে।।

সুরঞ্জনা › বিস্তারিত পোস্টঃ

ঈদের শুভেচ্ছা।

২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৪২





দেখতে দেখতে রোজা শেষ হয়ে এলো। কাল কিংবা পরশু সন্ধ্যায় বেজে উঠবে সেই গান, যেটা আমি সেই কোন ছোটবেলা থেকে শুনে আসছি। "ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ"। এ গান ছাড়া রোজার শেষে ঈদ যেন ভাবাই যায়না। সময় বদলে গিয়েছে, মানুষ বদলে গিয়েছে কিন্তু এই গানের আবেদন এখনও ঠিক তেমনি আছে, যেমন ছিলো আমাদের সেকালে।



সেকালের ঈদ নিয়ে অনেকেই লিখেছেন। সবই মুটামুটি এক রকম। সেই ভোরে ঘুম থেকে উঠে গোসল সেরে সাজুগুজু করে পাড়া বেড়ানো শুরু হতো। পাড়া থেকে সব সংগী যোগাড় করে নদীর চরে, বা অজানা অচেনা পথ ধরে হেটে যাওয়া। অপরিচিত বাড়ীর সামনে দাঁড়িয়ে তৃষ্ণা মেটানো। গোধুলী বেলায় ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসা। সেকালে সন্ধ্যার আগে ঘরে ফেরার অলিখিত আইন সব বাচ্চারাই মেনে চলতো। আর মা-বাবারাও নিশ্চিত জানতেন, তাঁদের বাচ্চারা যেখানেই থাকুক, নিরাপদে, সুস্থ অবস্থায় ঘরে ফিরে আসবে।



কিশোরী বেলায় রাত জেগে ছোট বোন আর পাড়ার ছোট ছোট মেয়েদের হাতে সুনিপুন ভাবে মেহেদীর নকশা ফুটিয়ে তোলা। ঘর-দোর গুছিয়ে রাখা, বাসন-প্লেট ধুয়ে-মুছে ঠিক করে রাখা। ফুলদানীর জন্য তাজা ফুল জোগাড় করা। রান্নাঘরে মাকে সাহায্য করা। ঈদের দিন ভাইয়ার পাঞ্জাবীর বোতাম লাগিয়ে দেয়া ও চুল আচড়িয়ে দেয়া ছাড়াও পুতুলের মতো সুন্দর ছোট বোনটাকে সাজানোর ব্যর্থ চেষ্টা করা। সে চুল বাধবেনা, ক্লিপ আটকাবেনা, আর আমি জোর করে ওর চুল বেধে, চুলে ক্লিপ আটকিয়ে দিতাম। বান্ধবীরা বাসায় এলে আড্ডা, হিহি হা হা হতো। না এলেও আমরা তিন ভাই-বোনই যথেষ্ট ছিলাম।তখনও মফস্বল শহরে টিভি থাকলেও সেটা দেখা যেতোনা।



ঈদের চাঁদ দেখা গেলেই সাইরেন বেজে উঠতো। আর অমনি শুরু হতো আমার ব্যাস্ততা! আমি ঢুকতাম রান্না ঘরে। স্বামীর, শ্বশুর, দেবর, ননদ, ছেলে-মেয়ের পছন্দের রান্না খুশী হয়ে রান্নায় লেগে যেতাম। সঙ্গে সাহায্য করতো ননদেরা, পরে কাজের লোকেরা, মেয়ে। ঘর গোছানো, ইস্তী করা পর্দা, কুষন কাভার এসব লাগাতো কুম্ভকর্ন। অবশ্যই তাকে সাহায্য করতো তার বোনেরা। পরে এসব কাজ মেয়েই করতো। তারও পরে আমার দীর্ঘদিনের সাহায্য-কারিনী খুশীই সব করতো। শুধু কোর্মা, কালিয়া রান্নাটা আমি করতাম আর বাকি সব সেই সামাল দিতো। আর এখন? ঈদ এলেই আমার কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে।/:) মনে হয় ইস! যদি আমি নাই হয়ে যেতে পারতাম!!! একবার ঈদের দিন সকালের ফ্লাইটে ঢাকা গিয়ে পরদিন বিকালে এসেছিলাম। মেয়ে ছিলো তার ফুফুদের কাছে। অনেকবার ঈদের পরদিনই ঢাকায় গিয়েছি। নিরিবিলি সে ঢাকাকে অচেনা মনে হতো। ঈদের পরদিন দেশের বাইরেও গিয়েছি। সিলেট থেকে ঢাকা যেতে মনে হতো ভীনগ্রহে এসেছি। কোন জানজট নেই, কোলাহল নেই!!! এখন মাও নেই তাই ঈদে বা ঈদের পরদিন যাওয়াও নেই। যদিও ছোটবোনটা, ভাগ্নী, ভগ্নীপতী প্রতিবার ঈদ করার জন্য অনুরোধ করে। এখানে মেয়ে, নাতি, নাতনি ফেলে আমি কি তাই যেতে পারি? গতবার কুম্ভকর্ণকে বলেছিলাম, "চল ঈদের দিনটা পর্যটন মোটেলে গিয়ে কাটিয়ে আসি। এয়ার পোর্টের কাছে পাহাড়ের চুড়ায় বিশাল জায়গা নিয়ে পর্যটন মোটেল। জায়গায় জায়গায় বাধানো বসার ব্যাবস্থা আছে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য্যের ছড়াছড়ি। সেখানে গেলে কোথা দিয়ে দিনটা কেটে যাবে টেরই পাবোনা। নাহ!! এ প্রস্তাব গৃহিত হয়নি। পাগলের প্রলাপ ভেবে উড়িয়ে দিয়ে উনি ঘুমিয়েছেন।X(



দীর্ঘ একমাস সংযমের পর ঈদ আসছে রকমারী খাবার নিয়ে। সে খাবার দেখে রসনা সংযত করা অনেক মুশকিল হলেও নিজের শরীরের কথা আমাদের সবাইকে চিন্তা করতে হবে। একমাস রোজায় আমাদের শরীরের পর্যাপ্ত পানি পুরন হয়না। তাই শরীরের পানির ঘাটতি পুরনের কথা মাথায় রেখে আমাদের প্রচুর পরিমানে পানি ও তরল খাবার খেতে হবে। অতিরিক্ত তৈলাক্ত খাবার রান্না বা খাওয়া থেকে বিরত থাকবো। একবারে বেশী করে গপাগপ না খেয়ে অল্প অল্প করে বারবার খাবো। ঈদের দিন টমেটো, শশার সালাদের সঙ্গে সব্জির আইটেম দু একটা রাখলে মন্দ হয়না। খাবার পরে ডেজার্ট হিসেবে দই রাখতে পারি। দই পেটকে ঠান্ডা রাখে।

ঈদে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। সবার জন্য ঈদের অসংখ্য শুভেচ্ছা।

ঈদ মোবারক।

মন্তব্য ৪১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৪৭

হৃদছায়া বলেছেন: আপনার লেখায় ঈদের আমেজ পুরোটাই পেলাম। ঈদের শুভেচ্ছা।

২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:০৫

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ হৃদছায়া।
ঈদের শুভেচ্ছা।

২| ২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৪৮

কিরিটি রায় বলেছেন: ঈদে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। সবার জন্য ঈদের অসংখ্য শুভেচ্ছা।
ঈদ মোবারক। :)

২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:০৬

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ কিরিটি রায়।

ঈদ মোবারক!

৩| ২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:০১

শায়মা বলেছেন: ঈদ মুবারাক আপুনিমনি!!!!!!!!!!!


ঈদে কি কি রান্না করা যায় নতুনদের জন্য শিঘ্রী পোস্ট দাও।:)

২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:০৯

সুরঞ্জনা বলেছেন: সে কী??? B:-) এখনও রান্নার পোস্ট দাওনি? B:-)

আমি কী দিবো? সেকেলে মানুষের সেকেলে রান্না ফার্ষ্টফুড খাওয়া মুখে রুচবেনা।

ঈদে কি রান্না করলে পোস্ট দিও কিন্তু।
অনেক অনেক শুভেচ্ছা শামা বুলবুলি। :)
ঈদ মুবারক।

৪| ২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৩৬

হোদল রাজা বলেছেন:
আপনার পোস্টে ছোটবেলার ঈদের আমেজটা পেলাম! হটাৎ করেই যেন বড় হয়ে গেলাম। আর জীবন থেকে জমজমাট ঈদ টা পালায় গেলো!

ঈদ মোবারক আপুনী!

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১৪

সুরঞ্জনা বলেছেন: সত্যি! কেনো যে বড় হলাম। :( :(

ঈদের অনেক অনেক শুভেচ্ছা হোদল ভাইয়া।

৫| ২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৫০

লেডি বার্ড বলেছেন: সইত্য বলছেন "ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ" গান এইটা ছাড়া ঈদ যেনো ব্লগার ছাড়া সামু। :P B-) B-)

ঈদ মোবারক আপা।

২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১৬

সুরঞ্জনা বলেছেন: ঈদ মোবারক লেডী বার্ড।

৬| ২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২৮

জিসান শা ইকরাম বলেছেন:
ঈদের আমেজ এসে গেল। আমার সালামি রেখে দিবেন দিদি। ঈদের পরে যে কোন একদিন গিয়ে হাজির হবো :)

অগ্রীম ঈদ মুবারক :)

৩০ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:০০

সুরঞ্জনা বলেছেন: সালাম পেলে অবশ্যই সালামি দিবো। মুরুব্বীর দোয়ার চাইতে বড় সালামি আর কি হতে পারে তাইনা? ;)

৭| ২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩৩

জুন বলেছেন: ঈদ মুবারক।
তোমার লেখাটি পড়ে সেই ছোটোবেলার ঈদের ছবিটা চোখে ভেসে উঠলো সুরন্জনা।
জামার কাপড়ের টুকরোটা ও যেন কেউ না দেখে তার জন্য আম্মাকে রাতে সেলাই করতে বলতাম।
কি মজাই না হতো তখন ।

৩০ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:০৪

সুরঞ্জনা বলেছেন: ঈদ মোবারক জুন।
আমার ছোটবেলার কাপড় আম্মা সেলাই করতেন। নতুন নতুন ডিজাইন, প্যাটার্ন সব নিজের মন থেকে আবিস্কার করে আম্মা সেলাই করে দিতেন। সংসারের কাজের চাপে দিনে ফুরসত পেতেন না, তাই রাত্রে হাতে সেলাই করতেন। আর আমিও কাপড়ের সেই ছোট্ট টুকরোটি পর্যন্ত লুকিয়ে রাখতাম।

৮| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ১১:১১

রিয়েল ডেমোন বলেছেন: ঈদ মোবারক আপু :#)

৩০ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:০৬

সুরঞ্জনা বলেছেন: আনন্দময় হক ঈদের দিনটি।
ধন্যবাদ রিয়েল ডেমোন।

৯| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১২:০৭

সায়েম মুন বলেছেন: ঈদ মুবারাক আপু!

৩০ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:০৭

সুরঞ্জনা বলেছেন: ঈদের শুভেচ্ছা মুন।

১০| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১২:১৩

বড় বিলাই বলেছেন: প্রতিবারই চিন্তা করি ঈদে রসনা সংযত করব। এমনিতে পারি, কিন্তু ঈদের সময় কেন যেন জিহ্বাকে নিয়ন্ত্রণ করতেই পারি না। :P

ঈদ মুবারক আপু। আপনার জন্য একটা স্পেশাল গিফট আছে। ইয়াহু মেইলটা একবার চেক করে দেখবেন। ;)

৩০ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:০৯

সুরঞ্জনা বলেছেন: আমিও আগে পারতাম না। তাই ভুগতাম। বদ হজম আর চোঁয়া ঢেকুরের যন্ত্রনায় সব খাওয়া মাথায় উঠতো। বমি না করে শান্তি পেতাম না।
এখন তাই হিসেব করেই চলি। ;)

দেখছি দাঁড়াও।

১১| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:০৮

ত্রিনিত্রি বলেছেন: ঈদ মুবারাক আপু!!!! মজা পেলাম পড়ে যে কুম্ভকর্ণ ঘুমিয়েছেন। হাহাহা।

তবে আমার জন্য ঈদ ঈদই, অপেক্ষায় থাকি। কারন এসময়েই আরাম করে সিলেটে থাকি। বাকি সময় তো যন্ত্রণার ঢাকাতে ঘুরতে ঘুরতেই জীবন শেষ!!!

অনেক অনেক শুভেচ্ছা।

৩০ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:১৪

সুরঞ্জনা বলেছেন: কুম্ভকর্ণ তাঁর নামের কৌ্লিণ্য বজায় রাখার জন্য ঘুমাবেনই তো। X(

তোমাদের বয়সে আমারও ঈদ মানেই খুশী আর খুশী।

এখন সত্যি ঈদের দিনটিতে মনে হয় আমার যদি একটি যাদুর চাদর থাকতো! তবে আমি অদৃশ্য হয়ে যেতাম।

ঈদের পরদিন যখন দেখা হবে তখন শুভেচ্ছাগুলো আচঁলে বাধবো। কেমন?

১২| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ২:৩৪

মুনসী১৬১২ বলেছেন: ঈদ মুবারক

৩০ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:১৫

সুরঞ্জনা বলেছেন: ঈদের শুভেচ্ছা মুনসী।

১৩| ৩০ শে আগস্ট, ২০১১ দুপুর ২:২৯

রেজোওয়ানা বলেছেন: অনেক ভাল লাগলো সুরাপু তোমার স্মৃতিচারণ। ঈদের শুভেচ্ছা রইলো! আর ঈদের পরে ঈদের খাবারদাবারের ছবি ব্লগ দিও কিন্তু :)

৩০ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:১৮

সুরঞ্জনা বলেছেন: ঈদের শুভেচ্ছা রেজুমনি।
এখন আর ভালো লাগেনারে!!! আমার মোবাইল থেকে ছবি পিসিতে নিতে পারিনা। এ জন্য কোন রেসিপিও দিতে পারিনা। ঈদে কী যে রাঁধি... চিন্তা করেই পাইনা! #:-S
তবে পেপে সিদ্ধ বসিয়েছি হালুয়া করবার জন্য।
তোমার পোস্টের অপেক্ষায় থাকবো কিন্তু।

১৪| ৩০ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৫৪

মোঃমোজাম হক বলেছেন: আজ আমাদের এখানে ঈদ।

ঈদের শুভেচ্ছা রইলো।

০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪০

সুরঞ্জনা বলেছেন: দেরীতে হলেও ঈদের শুভেচ্ছা।

১৫| ৩০ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:১১

আকাশটালাল বলেছেন: ঈদ মরাবক :) :) :)

মুহাহহাহাহাহাহাহাহ..................

০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪১

সুরঞ্জনা বলেছেন: মুহাহাহাহাহাহাহা কেনো?

১৬| ৩১ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৩৬

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন:


ঈদ মোবারক :#)

০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪৩

সুরঞ্জনা বলেছেন: ঈদের শুভেচ্ছা।

১৭| ৩১ শে আগস্ট, ২০১১ রাত ৮:৪৩

আমি রাইন বলেছেন: কেমন কাটলো আপনাদের ঈদ ??? ঈদ মোবারক আপু!!!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪৮

সুরঞ্জনা বলেছেন: ঈদ মোবারক। ঈদ তো গতানুগতিকই কেটেছে। তবে ঈদের পরদিন বেশ মজায় কাটলো।

১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৩৮

আরিয়ানা বলেছেন: এবারে তোমার ঈদ ভাল কেটেছে যেনে ভাল লাগলো দিদি। অনেক অনেক ঈদের শুভেচ্ছা আবারও :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫০

সুরঞ্জনা বলেছেন: তোমাকেও অনেক আদর, শুভেচ্ছা রাজকন্যা।

১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৪৮

মেহবুবা বলেছেন: ভয়ে ভয়ে আসছিলাম , যদি দেখি কোন নতুন পোষ্ট নেই । হতাশ যে করনি তাতেই ধন্যবাদ ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫১

সুরঞ্জনা বলেছেন: ঈদের শুভেচ্ছা। কেমন কাটালে ঈদের দিনটি?

২০| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৪৮

মেহবুবা বলেছেন: ভয়ে ভয়ে আসছিলাম , যদি দেখি কোন নতুন পোষ্ট নেই । হতাশ যে করনি তাতেই ধন্যবাদ ।

২১| ০১ লা জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫০

গানচিল বলেছেন: হ্যাপী নিউ ইয়ার সুরঞ্জনাদি।

১১ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৫

সুরঞ্জনা বলেছেন: নতুন বছর অনেক ভালো কাটুক গানচিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.