নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলের পাগ্লামি

সাধারণেই আমি অসাধারণ

কাহিনীবাজ

অগম যত গন্তব্য সবি আমার জানা

কাহিনীবাজ › বিস্তারিত পোস্টঃ

কিছু কথা! কিছু ছবি!

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১২

ছোট বেলায় গ্রামে যাবার জন্য পাগল ছিলাম এর অপরূপ দৃশ্য গুলা দেখার জন্য। ইট পাথরের চিহ্ন মাত্র নেই কোথাও। চারিদিকে সবুজ। ধানক্ষেত এর ছোট চারাগুলা সবুজ, ধানক্ষেত থেকে একটু দূরের ওই গাছগুলা সবুজ। পুকুরের পানি সবুজ, সেই পানির কচুরিপানাও সবুজ। সবুজ যাতে একঘেয়ে না হয়ে যায় সে জন্য কচুরিপানার মধ্যে আকাশি-বেগুনী ফুল, হলুদ “খের এর আটি”, ঝকঝকে নীল আকাশ।:) সব সময় ইচ্ছে হত এইগুলো যদি ধরে নিয়ে যেতে পারতাম। তখন ছিল ফিল্ম ক্যামেরার যুগ। আমাদের নিজেদের ছিল ইয়াশিকার ক্যামেরা। আব্বু/ভাইয়া প্রতিটা ফ্যামেলি শট নিত মেপে মেপে, ফটোগ্রাফি এর ‘ফ’ এর ব্যাপার স্যাপার ছিলনা। সেবার মামার বিয়েতে ক্যামেরাটা আমার হাতে ছিল কিছু সময়ের জন্য। বাস! আমি চুরি করে ২/৩টা কচুরিপানার শট নিয়ে নিলাম। আফসোস এর ব্যাপার হচ্ছে সেই ছবিগুলো দেখার সৌভাগ্য আমার হয়নি। নেগেটিভ গুলাই বা কোথায় তাও জানি না। হয়তো হারায় গেছে। পরে এসব ব্যাপারগুলো ভুলে যাই। :((



২০০৮ সালে SSC এক্সাম এর পর আমি আমার প্রথম মোবাইলটা পাই। নোকিয়া ৩১১০সি। ১.৩ মেগা ক্যাম। আমার খুশি দেখে কে? তো কিছু ভাল লাগলেই ওটা দিয়ে ছবি তুলতাম।



নোকিয়া ৩১১০ এর তোলা একটা ছবি।



একবার এক ম্যাড ট্রিপ এ বন্ধু রায়হান এর নোকিয়া এক্স২ এর ৫মেগা এর ক্যামেরার ছবি দেখে আমার মাথায় আসলো এমন একটা যদি থাকতো। তার বেশ কিছুদিন পর রায়হান মোবাইলটা সেল করে দিবে। যেহেতু নতুন কেনার সামর্থ্য আমার মত ছাত্রের নাই সো আমি ভাব্লাম এই সুযোগ। জমানো টাকা দিয়ে কিনে ফেললাম ওর মোবাইলটা। ওটা দিয়ে চলল ছবি তোলা। :)



রাঙ্গামাটির কাপ্তাই লেক। ক্যামঃ Nokia X2



এভাবে অনেকদিন চললো। মোবাইল ও আরেকটা পেলাম। নোকিয়া সি৩. সেটা দিয়েও টুকটাক তুলতাম। সাথে দোস্তের ক্যামেরা দিয়েও তুলতাম মাঝে মাঝে।



ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় । ক্যামঃ Nokia C3





হাতিরঝিল। ক্যামঃ Nokia C3



আগের মোবাইল ছবিব্লগ গুলোর লিঙ্ক ১



আগের মোবাইল ছবিব্লগ গুলোর লিঙ্ক ২



এরপর একদিন সুযোগ আসে, একটা ক্যামেরা কিনার। সেটাও 2nd Hand :P । যার কাছ থেকে কিনি তিনি জানতেন আমার ছবি তুলার ঝোঁক আছে। তাই তিনি আমাকেই অনেক কমে অফার করেন ক্যামেরাটা। আমিও কিনে নেই নিজের প্রথম কোন উপার্জন এর টাকা দিয়ে। আরো অনেক কাহিনী আছে। তাতে আপাতত গেলাম না। আমার ক্যামেরা CANON POWERSHOT SX30 IS.



সেমি ডিএসএলআর। এরপর থেকে ক্লিক করেই চলছি। ফটোগ্রাফার হয়ার কোন সাধ নাই। ছবি তোলাটা শখ। তুলতে ভাল্লাগে। কিছু মেমরি ধরে রাখতে পারা সে এক অন্যরকম আনন্দ। বকর বকর অনেক হল। নতুন ক্যামেরায় তোলা কিছু ছবি দিলাম।





বিল্লি





বোকেহ





বৃষ্টিস্নাত





Colors of the SKY





কসমস





জিনিয়া





শালিক





এই ফুলের নাম জানিনা





চড়ুই





Missing the Green





Towers!



আমার ফেসবুক পেজ



Flickr

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৫

খেয়া ঘাট বলেছেন: সুন্দর।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৩

কাহিনীবাজ বলেছেন: ধন্যবাদ :)

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৪

খাটাস বলেছেন: বৃষ্টিস্নাত বেশি সুন্দর।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০২

কাহিনীবাজ বলেছেন: ধন্যবাদ :)

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমতকার হয়েছে ছবিগুলো!!!!!!!!!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০০

কাহিনীবাজ বলেছেন: ধন্যবাদ :)

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছবি এবং বর্ননা চমৎকার লেগেছে। ১ম প্লাস।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

কাহিনীবাজ বলেছেন: ধন্যবাদ :)

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১৮

ভিটামিন সি বলেছেন: বিল্লি আপনাকে চিনতে পেরে মচৎকার পোজ দিছে হে হে হে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

কাহিনীবাজ বলেছেন: হেহে! সে আমাকে চিনার আগে অনেক পরীক্ষা নিয়েছে :)

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

আমিনুর রহমান বলেছেন:




অসাধারণ +++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

কাহিনীবাজ বলেছেন: ধন্যবাদ :)

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬

আদম_ বলেছেন: সুন্দর

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭

কাহিনীবাজ বলেছেন: ধন্যবাদ

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!
আপনার পোষ্ট দেখে আমারও একটা ছবি ব্লগ পোষ্ট করতে ইচ্ছে করছে। :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

কাহিনীবাজ বলেছেন: ধন্যবাদ
দিয়ে ফেলুন :)

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬

খাঁসাহেব বলেছেন: ভালো লাগছে :)

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ! বৃষ্টি আর পাখির ছবিগুলো জোস হইছে !

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৫

ড্রীমার বলেছেন: বৃষ্টিস্নাত, কালার অব দি স্কাই আর চড়ুই অসাআআআআআআআআআআধারণ হয়েছ................... ! বিমোহিত !!

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৩

অদ্বিতীয়া আমি বলেছেন: বৃষ্টিস্নাত , Colors of the SKY , Missing the Green

খুব ভালো লেগেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.