নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলের পাগ্লামি

সাধারণেই আমি অসাধারণ

কাহিনীবাজ

অগম যত গন্তব্য সবি আমার জানা

কাহিনীবাজ › বিস্তারিত পোস্টঃ

ঈদ আনন্দ আর কুরবানি সমাচার

০৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

খুব সম্ভবত কলেজের শেষ এর দিক পর্যন্ত ছোটবেলার যেইসব ঈদ ছিল, ঈদের পরিপূর্ণ অর্থ আনন্দ ছিল সেইটা কমা শুরু করে। তারপরও কোরবানীর ঈদ এর আলাদা একটা মজা ছিল। এই ঈদ এ সেইটাও নস্ট হয়ে গেসে মনে হচ্ছে। :|

আমরা প্রতিবার গরু কিনি। সাথে খাসিও দেই। ছোট থাকতে খাসী নিয়া অনেক আগ্রহ মজা আনন্দ ছিল কারণ খাসির দায়িত্ব আমার উপর থাকতো। আমি পাশের বাসার টিনশেড এর "নানা" দের গাছ থেকে কাঁঠাল পাতা, আম পাতা পাইরা নিয়া আসতাম আর ছাগলরে খাওয়াইতাম। বিকালে ছাগল নিয়া এলাকা ট্যুর দিতাম। তখন গরু নিয়া হাটার সাহস তেমন হয় নাই। আর এখন খাসির দায়িত্ব ইফাজ এর। :((
ক্লাস ২ এর পর মনে হয় রেগুলার হাটে যাইতাম প্রতি ঈদ এ। ঈদ এর চেয়ে এই হাটে যাওয়াতে এক্সাইটমেন্ট বেশী কাজ করত। আমি খুব কমি হাইটা আসছি হাট থেকে, কারণ ভাইয়ারা ছিল। কলেজের পর থেকে মনে হয় রেগুলার হাইটা গাবতলির হাট থেইকা গরু আনতাম। গতবার আমি(কেউ হাইসো না কথা সত্যি :D ) লিড কইরা গরু নিয়া আসছিলাম। কানে মেটাল চলে আর আমার গরু দৌড়ায়, সেই একটা ফিলিংস। B-)
ছোট থাকতে কোরবানীর গরু ছাগলের প্রতি একটা মায়া জন্মাইতো। যেদিন জবাই দিত আমি জবাই এর অনেক পরে যাইতাম। কস্ট লাগে। হয়ত এইটাই কোরবানীর ত্যাগ। আমি মাঝে মাঝে আব্বুরে গরু/খাসিরে কোরবান না দিতেও অনুরোধ করতাম, বলতাম যাতে নেক্সট ইয়ার দেয় এই বছর না দেয়। বাপে শয়তানি হাসি দেয় >:O

ক্যামেরার চার্জার হারাইয়া যাওয়াতে বসুন্ধরা গেসিলাম কিনতে ওইখানে না পাইয়া স্টেডিয়াম মার্কেট গিয়া পাইলাম। বাসায় আইসা ইফাজ এ কয় চাচ্চু গরু কিন্না ফালাইসে। আকাশ থেকে পড়লাম। পরে জানলাম পাশের এলাকার হাট থেকে পাইয়া গেসে তাই কিনে ফেলসে। গাবতলি আর যাইতে হয় নাই। কস্টে আমি এখনো ঠিক কইরা গরুর কাছেও যাই নাই। মনে হইতেসে এই কোরবানীর ঈদ(ঈদের আনন্দ) ও লাইফ থেকে কোরবান হইয়া গেল :(

ডিজিটাল যুগে এলাকায় এলাকায় হাট বসাইসে। আগে চিন্তা করতাম হুদাই কেন এত কস্ট কইরা হাটায় আনতে হয় একটা পিকআপ এ কইরা আনলেই তো পারে। আজিব লাগে, আমার ওই কল্পনা বিলাস বাস্তব কইরা এইবার সবচেয়ে বেশী পিকআপ এ কইরা গরু নিয়া যাইতে দেখসি। বিক্রয়.কম এও গরু বেচা শুরু হইসে। কয়েকদিন পর সবাই এইসব সাইট থেকে ইঞ্জেকশন ওয়ালা গরু কিনবে। ঈদও হইয়া যাবে ডিজিটাল। কোরবানী এপ বাইর হইবো। গরু মোটাতাজা করণ এপ। আরো কত হাবিজাবি। নাহ গরু ছাগলের গন্ধ আসলেই বাইরা গেসে। X((

WALL•E মুভির মানুষ হইতে কত দেরী পাঞ্জেরী.........:-/............???

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: ঈদ মুবারক ভ্রাতা !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.