![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতি বিজ্ঞানে স্নাতকোত্তর। সমাজ পরিবরতনে প্রত্যয়ী, দিকভ্রান্ত বাম রাজনীতির বেড়াজাল থেকে বেড়িয়ে, প্রতিবেশ ও পরিবেশ নিয়ে কাজ করছি। মুনাফা নয় জীবন আগে, পরিবেশ বাচঁলে জীবন বাচঁবে। জীবন কে অর্থবহ করে তুলতে কাজ করে যাচ্ছি।
আদিবাসী ও ক্ষুদ্র-জাতি গোষ্ঠী কে বা কারা ? তার আগে জানা উচিৎ এ প্রশ্নটি কারা করছেন ,কেন করছেন ?
আদিবাসী মানে ভূমিপুত্র( son of soil )
ক্ষুদ্র জাতি গোষ্ঠী মানে tribe নয় এটি উপনিবেশিক শব্দ এবং ethnic বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বলা ভালো।
এখন খুব সহজ প্রশ্নের ভেতর দিয়ে তার উত্তর আসতে পারে। আমাদের পার্বত্য অঞ্চলে যারা বসবাস করেন তাদের বসতি স্থাপন সম্পর্কে আমাদের ইতিহাস জানা আছে কিনা। আর যদি জানা না থাকে তাহলে তারা ভূমিপুত্র বা আদিবাসী নন।
একথা সত্য তারা বৃহৎ জনগোষ্ঠীর সাথে থেকেও নিজস্ব ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখে। আর এটাই নৃ গোষ্ঠীর বৈশিষ্ট্য।
তাহলে আদিবাসী শব্দ নিয়ে রাজনীতি কেন ? জাতিসংঘের মোড়ল রাষ্ট্ররা যেমন আমেরিকা,ব্রিটিশ,ফ্রান্স,স্প্যানিশরা মূলত বহু নৃ-জাতিকে উপনিবেশিকতার কারণে নির্মূল করে দিয়েছে। এখন মায়া কান্না বা কুমিরের কান্না জাতিসংঘ কে দিয়ে করাচ্ছে।
পাশাপাশি আমাদের নৃ-গোষ্ঠীরা রাষ্ট্র কর্তৃক নির্যাতিত হওয়ার কারণে তারা আন্তর্জাতিক সুবিধা পাওয়ার জন্য আদিবাসী বিষয়কে রাজনীতি হিসাবে নিয়েছে।
সুতরাং দ্বন্দ্ব হচ্ছে শোষণ বঞ্চনার ও অধিকার পাওয়া আর না দেয়ার দ্বন্দ্ব ।
এই দ্বন্দ্ব চুকে গেলে আদিবাসী বিতর্কের অবসান হবে।
©somewhere in net ltd.