![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতি বিজ্ঞানে স্নাতকোত্তর। সমাজ পরিবরতনে প্রত্যয়ী, দিকভ্রান্ত বাম রাজনীতির বেড়াজাল থেকে বেড়িয়ে, প্রতিবেশ ও পরিবেশ নিয়ে কাজ করছি। মুনাফা নয় জীবন আগে, পরিবেশ বাচঁলে জীবন বাচঁবে। জীবন কে অর্থবহ করে তুলতে কাজ করে যাচ্ছি।
কি স্বপন? বস্তুবাদী ছিলে - এখন দেখি পুরাই ভাববাদী হয়ে গেলে। ভাব আগে না বস্তু আগে - মুরগী আগে না ডিম আগে - মন কি? শরীর কি? এই তর্ক কি ভুলে গেছো কি পাইলা তুমি লালনে এতো - তোমার মতো করে historical dialectics বুঝতো এই রকম ছেলে কমই দেখেছি। তোমাদের নেতারা তোমাদের কিছু দিতে পারলো না। মানুষ হতাশ হলে আসলে তাকে ভাবে পেয়ে বসে। তোমাদের অবস্থাও তাই। ভাগ্যিস মোল্লা হয়ে যাও নাই। তা তোমার লালন নিয়া লেখা আমি পড়ি। আবদেল মান্নানের মতো তরিকায় পড় নাই। এই টা ভালো। তুমি আবার লালনীয় সমাজ ব্যবস্থার রুপরেখা দিতে চাও। এইটা আমার কাছে ভালো মনে হইছে। কারন আজ থেকে দুইশো বছর আগে যৌথ জীবন ব্যবস্থার কথা লালন বলে গেছে। শুধু বলেই নাই করে দেখিয়েছে। আজকে পশ্চিমায় যে লিভটুগেদার চলছে। তোমার লালন কতো আগে যুগল জীবনের কথা বলেছে। এবং তত্ত্ব আর প্রোয়োগ করে দেখিয়েছে। যা কার্ল মাক্স নিজেও পারে নাই।
মনে আছে তোমার বাসদ ভাংগলো যৌথ জীবন ব্যবস্থায় রাজনৈতিক কর্মী। এই নিয়ে তোমাদের নেতারা এক ছাদের নীচে থাকা শুরু করলো। শিব দাস ঘোষ নামে ভারতীয় স্বাপ্নিক বিপ্লবী বিপ্লব আমদানী করে দিল। তোমারা ভাগ হয়ে গেলে। এখন তো বাসদ আরো দুই খান ভাগ হয়েছে। আমার কাছে তত্ত্ব নিয়ে মতাদর্শ এক, দুই, তিন এইসব সিরিয়াল বক্তব্য নিয়ে এসেছিল।
বললাম বহুত লেখাপড়া করাইছো, তোমাদের পরিক্ষায় পাস ও নাই চাকরী ও নাই। তোমরা মেস কইরা থাকো। আর মেস ম্যনেজারের চাকরীটা ভালো পারবা।
যাক, তোমার লালনে আসি। আমি তোমার লেখা পড়ে ভাবলাম একটা লালন পার্টি করা যায় কিনা। এটা কেমন খাবে বলে মনে হয় তোমার। কারন জমিদারদের বিপক্ষে কাংগাল হরিনাথ মজুমদারের জন্য লাঠি ধরেছে। লালন কে তো আমরা ভুমিপুত্রের নেতা বানাতে পারি। কি বলো?
আচ্ছা লালন আর বাউলের যে তুমি পার্থক্য টানলা। এটা তো খুব কনফিঊজিং। কারন লালন কে ঘিরে তো দেখি সবই বাউল। এখান থেকে কিভাবে বের করে আনবা। আচ্ছা বুঝলাম বের করে আনার দরকার নাই। ওরা করে খাচ্ছে খাক।
তুমি একটু বিষয় গুলো নিয়ে ভাবোতো।
আচ্ছা গাঁজা ব্যাপারটা লালনে ডুকলো কি করে। লালন তো ধুমপায়ী ছিলেন না। আর ধুমপায়ী হলে কি কেউ ১১৬ বছর বাঁচে নাকি। ও বুঝতে পেরেছি আসলে বাউল আর লালন কে তুমি এখানেই ডিফাইন করেছো।
আসলে ক্রিয়েটিভ মানুষ এতো বছর বাঁচা মানে সে অনেক কিছু রেখে গেছে। এই সম্পদ খুজে বের করতে হবে। তা তুমি কিছু বলো না।
আসলে ভাইয়া আপনি আমার চেয়েও অনেক বেশী জানেন। আমি আসলে আমাদের অঞ্চলে একজন কাণ্ডজ্ঞানের মানুষ খুজছিলাম। যে সক্রেটিস দের উত্তরসুরী। লালনের সাথে আমাদের পার্থক্য হচ্ছে।
লালন কতো কম জানতো তা সে ভালোভাবে জানতো। আর আমরা কি জানি তা আমরা ভালোভাবে জানি না।