নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোলাগে সকালের ঝলমলে রোদ আর বিকেলের মিলিয়ে যাওয়া আলো।

স্বস্তি২০১৩

I am a simple girl.

স্বস্তি২০১৩ › বিস্তারিত পোস্টঃ

চুল পড়া প্রতিরোধের প্রাকৃতিক উপায়

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

চুল নিয়ে চিন্তা!



নিচের পরামর্শ অনুসরন করে দেখুন না,কত সহজে চুল পড়া কমে যেতে পারে-







১) গরম তেলের ট্রিটমেন্ট-



ক্যানোলা,জলপাই বা নারিকেল তেলের মতো প্রাকৃতিক তেল নিন,এবার উষ্ণ গরম করুন। গরম হওয়ার পর হালকাভাবে চুলের গোড়ায় ম্যাসেজ করুন,ঘন্টা খানেক অপেক্ষা করুন। এবার শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন।







২) প্রাকৃতিক রস-



রসুন,আঁদা বা পেঁয়াজের রস চুলের গোড়ায় ঘষতে পারেন। রাতে ঘুমুতে যাওয়ার আগে মাথায় দিলে সকালে তা ধুয়ে ফেলুন।







৩) মাথা মালিশ করান-



দৈনিক মাথা মালিশ করতে পারেন,এতে মাথার চামড়ায় রক্ত সঞ্চালন প্রক্রিয়া উৎদীপ্ত থাকবে এবং চুলের রসস্রাবী গ্রন্থিগুলো সক্রিয় হবে যা চুল পড়া বন্ধ করতে খুবই সহায়ক।







৪) অ্যান্টি-অক্সিডেন্টস-



এক কাপ উষ্ণ-গরম পানিতে সবুজ চা মেশান। ঘণ্টা খানেক অপেক্ষার পর মাথার তালুতে আলতোভাবে মালিশ করুন। সবুজ চায়ে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চুল পড়া রোধ করে চুল লম্বা হতে সাহায্য করে।







৫) মেডিটেশন করুন-



বিশ্বাস করুন আর নাই করুন,চুল পড়ার মুল কারণ হলো মানসিক চাপ ও টেনশন। তাই কোনোভাবেই টেনশনকে কাছে ভিড়তে দেওয়া যাবে না। জানি, এটা বলা যত সহজ করাটা ততো নয়। এ ক্ষেত্রে আপনি মেডিটেশনের সাহায্য নিতে পারেন। মেডিটেশন চাপ ও টেনশন কমাতে সাহায্য করে।নিচের পরামর্শ অনুসরন করে দেখুন না,কত সহজে চুল পড়া কমে যেতে পারে-







সংগৃহীত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পোষ্ট দুইবার এসেছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

স্বস্তি২০১৩ বলেছেন: দুঃখিত। ঠিক করে দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.