নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রায়হান চৌঃ

ইতিবাচক ভাবনায় বিশ্বাসী,মিথ্যাকে, প্রচন্ড ঘৃনা করি, Network Support (IT Department)Aramco Gulf OperationsAl KhafjiSaudi Arabia

রায়হান চৌঃ › বিস্তারিত পোস্টঃ

কি আর বলব.... রাজনীতিবিদরা আমাদের মতো ১৭ কোটি ছাগলের নাকে আজও সর্ষের তেল মাখিয়ে দিলেন...... তাই আমরা নাক চাটি........।

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১২

ছাগলের নাকে কয়েক ফোটা সর্ষের তেল মাখিয়ে দিলে দিনভর ছাগল সেই তেল চাটতে থাকে। পাতাও খায় না, জায়গা ছেড়ে নড়েও না, ভ্যাবায় না।
গত ৪২ বছর ধরে আমাদের নাকে এই রকম তেল মাখিয়ে রাখা হয়েছে। কখনো মুক্তিযুদ্ধের নতুন নতুন ইতিহাস তৈরি করে, কখনো বাঙালি-বাংলাদেশী বিতর্ক তুলে, কখনো গাজা-ফিলিস্তিন ইস্যু হেডলাইনে রেখে, কখনো সংখ্যালঘু ইস্যু জিইয়ে রেখে, কখনো মুসলমানিত্বের জিগির তুলে, কখনো যুদ্ধাপরাধীদের বিচারের ধুয়া তুলে, কখনো অমিত সম্ভাবনার দেশ বলে মুখে ফেনা তুলে তুলে, কখনো ক্রিকেটের একটা জেতা ম্যাচ নিয়ে মাসের পর পর মাস কচকচ করে মিডিয়া এবং রাজনীতিবিদরা আমাদের মতো ১৬ কোটি ছাগলের নাকে তেল মাখিয়ে দেন।
আমরা নাক চাটি আর নাক চাটি। এই ফাঁকে বিক্রি হয়ে যায় আমাদের তেল-গ্যাসের ব্লক, টেন্ডারে ওঠে কয়লাখনি, কোনো বিনিময় ছাড়াই তিতাস ভরাট করে চালু হয়ে যায় ভারতের করিডোর, সুন্দরবন ধ্বংসের প্রকল্প পাস হয়ে যায়, সংসদে পাস হয়ে যায় দেশবিরোধী বিভিন্ন চুক্তি। দেশে ঢুকে পড়ে বিটি বেগুন। চাষীর হাত থেকে বীজ চলে যায় বহুজাতিকের হাতে। ৩ শতাংশের শাসন-শোষণ পাকাপোক্ত হয় ৯৭ শতাংশের ওপর। এই নাই নাই দেশ থেকে সম্পদ পাচার হয়ে যায় সিঙ্গাপুরে-সুইজারল্যান্ডে।
আমরা নাক চাটি।


(collected)

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৯

কিবর বলেছেন: চাটতে থাকেন।

২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৫

রায়হান চৌঃ বলেছেন: জি ভাই আপনি আর বাঁকি থাকবেন কেন... ? আপনি ও চাটতে থাকেন..... :)

২| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০০

কলিমদ্দি বলেছেন: শ্যষ পরিনতি কি হয় সেটা দেখার জন্যই হয়ত আমরা আজও চাটিতে আছি.

২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৫

রায়হান চৌঃ বলেছেন: :(

৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৫

ভূতের কেচ্ছা বলেছেন: আমরা নাক চাটি আর নাক চাটি। এই ফাঁকে বিক্রি হয়ে যায় আমাদের তেল-গ্যাসের ব্লক, টেন্ডারে ওঠে কয়লাখনি, কোনো বিনিময় ছাড়াই তিতাস ভরাট করে চালু হয়ে যায় ভারতের করিডোর, সুন্দরবন ধ্বংসের প্রকল্প পাস হয়ে যায়, সংসদে পাস হয়ে যায় দেশবিরোধী বিভিন্ন চুক্তি। দেশে ঢুকে পড়ে বিটি বেগুন।

২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৭

রায়হান চৌঃ বলেছেন: :(

৪| ১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিতদের দায়িত্ব মানুষকে সঠিক পথে নেয়া।

২১ শে মে, ২০১৫ দুপুর ২:৫২

রায়হান চৌঃ বলেছেন: শুধু শিক্ষিত রা দায়িত্ব নেয়ার যোগ্যতা রাখেনা..... চাই সু-শিক্ষায় শিক্ষিত :) ধন্যবাদ আপনাকে :)
আপনার নামে আমার গ্রামে একটা বাজার আছে... :)

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

আনু মোল্লাহ বলেছেন: দেশে শিক্ষিত মানুষের অভাব। যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে তারা হয়েগেছে কুশিক্ষিত।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

রায়হান চৌঃ বলেছেন: ভালো কথা বলেছেন ভাই, ধন্যবাদ আপনাকে।
শু-শিক্ষা !! সেটা আমরা পাব কোথায় ভাই ? আমরা বড় হচ্ছি- আমাদের শরীরে রক্ত বাড়ছে- চোরাকারবারী, দুর্নীতি বাজ, ঘুষখোর এর পয়সা খেয়ে, তাই আমরা বরাবরই এদের সাপোর্ট করি।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

রাবার বলেছেন: সহমত

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

রায়হান চৌঃ বলেছেন: ধন্যবাদ

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

নতুন বলেছেন: politicians always knows how to keep monkey busy... :)

জনগনকে বিভিন্ন টপিকসে ব্যস্ত রাখতে পারলে আর টাকার বিনিময়ে কিছু মিডিয়া/বুদ্ধিজিবি কিনে রাখতে পারলে জনগনকে বোকা বানাতে সমস্যা হয় না তাদের।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

রায়হান চৌঃ বলেছেন: আপনার সাথে একমত...... তবে মিডিয়া আর বুদ্ধিজীবি নামের বেইমান গুলো ই আমাদের সবচেয়ে বেশী ক্ষতি করছে........ সত্যি বলতে কি ইদানিং মনে হচ্ছে বাংলাদেশের জন্ম টা ই বেইমানির মাধ্যে দিয়ে :(

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২

নতুন বলেছেন: সেইটা বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন স্বাধিনতার পরে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.