![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমমম...
ঘুম এসেছে।
দরোজা খুলে ভেতরে বসাই।
- চা খাবে ??
- না না...ও জিনিস সয় না একেবারেই।
হালকা লিকার একটু আধটু...
- হমমম। কতক্ষণ আছো ?
- তাড়া আছে আমার।
- সকাল হবে কি... ?
- চাইছো ??
- যদি আপত্তি না হয়.....
তবে...
- ঘড়িটা ফেলে এসেছি,
অ্যালার্ম টা দিয়ে রেখো...
- সেটা তোমার স্বভাবেই সেট করা । ওরকম অ্যালার্ম আর একটিও দেখিনা কোথাও
- তাড়া থাকে বড্ড বেশি!
- সে আর অজানা নয় আমার....
কথা চলতেই থাকে রাত ভর....
অ্যালার্ম না দিলেও সে তার সময় গুণে ঠিক চলে যাবে!
জানি আমি ....
©somewhere in net ltd.