নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I love Bangladesh

টিপু০০৭

পাগলের সুখ মনে মনে টাকা বুইঝা পাতা গোনে

টিপু০০৭ › বিস্তারিত পোস্টঃ

•►•►•►আমার ছোট বেলার সাথী•►•►•►

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬



•►•►•►আমার ছোট বেলার সাথী•►•►•►

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥



‌আমার শৈশব জীবনের গল্প

আমার লেখা প্রথম গল্পের গল্পটা বলি।

কাস তিনয়ে পড়ি। স্কুল ছুটি হয়ে গেল। আম-কাঁঠালের ছুটি। কিন্তু রোজ এক পৃষ্ঠা করে হাতের লেখা লিখতে হবে। স্যার এক গাঁধা বাড়ীর কাজ দিল। আমি বই দেখে দেখে লিখছি । আমার বন্ধু আমার সাথে পরে ,বললেন, শোনো, হাতের লেখার খাতায় যে বই দেখে দেখেই লিখতে হবে, তার কোনো মানে নাই। তুমি ইচ্ছা করলে বানিয়ে বানিয়েও লিখতে পারো।

আমার হাতের লেখা খারাপ ছিল তখন আমার বাবার কথা মনে পরে গেল । আমার বাবা আদর্শবান শিক্ষক ছিলেন " বাবা বলতেন যে , লিখতে লিখতেই একদিন হাতের লেখা সুন্দর হবে । তখন আমি ঠিক করলাম, একটা গল্প লিখব।আমি লিখলাম, এক যে ছিল বন্ধু। সে ছিল খুব গরীব। আম-কাঠালের ছুটিতে আমরা দেশের বাড়ীতে বেড়াতে ট্রেনে করে যাচ্ছি , ট্রেন থেকে নেমে নৌকা করে যাওয়ার সময় দেখি আমার বন্ধু বিলে শাপলা ,শালুক আর ঝিনুক কুড়াচ্ছেন ।এমন সময় বন্ধুকে নৌকাতে তুলে নিলাম । তখন দেশে খুবই অভাব ছিল । বন্ধুকে বললাম কি-রে বন্ধু পড়ালেখা ছেড়ে বিলে শাপলা ,শালুক আর ঝিনুক কুড়াচ্ছিস ? বন্ধু বললো যে.... বন্ধু কি করবো ? ঘরে কয়দিন ধইরা ভাত নাই তাই বিলে শাপলা ,শালুক আর ঝিনুক কুড়াইয়া খাইতে হয় । আমার চোখে পানি চলে আসলো ।

একদিন সে বিলে শাপলা,শালুক আর ঝিনুক কুড়াতে গেল । অনেক শাপলা ,শালুক আর ঝিনুক পেল । আমি ঘর থেকে উঠানে এসে দেখতে পাই , বন্ধু " দা " দিয়ে ঝিনুকগুলি কেটে মাংসগুলি একদিকে রাখে আর ঝিনুক থেকে মুক্তা বাহির করে ছোট পেয়ালাতে রাখতেছে । বন্ধু তখন খুশিতে মাত্তয়ারা । বন্ধুকে জিঙ্গাসা করলাম যে বন্ধু এতো খুশী কেন ? বন্ধু আমাকে বলল্লো দেখ দেখ বন্ধু আমি আজ অনেকগুলি মুক্তা পেয়েছি । আমাকে একটা মুক্তা উপহার দিল । সেই মুক্তা বিক্রি করে সে বড়লোক হয়ে গেল। আর তার কোনো অভাব থাকল না। আমি বুঝলাম, গল্পে একটা তবে থাকতে হয়। আমার বাবা গল্পটা দেখে বললেন, ভালো হয়েছে,খুব সুন্দর হয়েছে । তুমি যদি ভাল করে লেখাপড়া কর তবেই দেখবে তুমিও একদিন বড় হয়ে যাবে । তবে.....বাবা একটা কথা মনে রাখবে , "গরীবদেরকে কখনো অবহেলা করবে না বন্ধু বন্ধুই..... ভাই...... ভাইই । যার যার তুলনায় সবাইকে শ্রদ্ধা করবে , সালম দিবে । আল্লাহ কখন কাকে কি করে বুঝা বড় মুস্কিল । তাই পাচঁ ওয়াক্ত নামাজ পরবে সব সময় । তবেই আল্লাহই হেফাজতে রাখবেন ।। বাবার কথাগুলি এখনো আমাকে কাঁদায় । এখন আমার বাবা নেই তবে বাণীগুলি চিরজীবন থেকেই যাবে ।।



"লেখক "

সৈয়দ বদরুদ্দোজা " টিপু "

দশ / নয় / দুই হাজার তের

_____________________ইং ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.