![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত শুক্রবারে মসজিদে জুমার নামাজ পড়ার সময়ের ঘটনা । বড় ভারাক্রান্ত হৃদয়ে নামাজ পড়ে মসজিদ থেকে ফিরলাম। লাথিটা বেশ জোরেশোরেই খেয়েছিলাম। খুতবার আগে চার রাকাত সুন্নত পড়ছিল অনেকেই। আমি চোখ বন্ধ করে জিকির করছিলাম, ডান কাঁধে তার পায়ের ধাক্কায় সামনের দিকে প্রায় উপুড় হয়ে পড়ে যাচ্ছিলাম। তিনি একবারও ফিরে তাকালেন না, সামনের কাতারে চলে গেলেন। মধ্যবয়সী প্যান্ট শার্ট পড়া একজন ভদ্রলোক।
সব বাবাদের প্রতি অনুরোধ। কি করে আদব কায়দার সাথে একজনকে ডিঙ্গিয়ে সামনে যেতে হয়, তা আগে নিজে শিখুন। তারপর আপনার সন্তানদের শেখান।
-বাবা তুমি বড় ভাগ্যবান
-কেন মা?
-শুধু লাথি মেরেছে, বোমা মারেনি!!
২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৭
টিপু০০৭ বলেছেন: মাফ করবো শিখিয়ে তবে পরিবার শিখায়নি দরকার ছিল ।
এ সংক্রান্ত ৩টি হাদীস
১। মুসুল্লীদের ফাঁক করে মসজিদে সামনের দিকে এগিয়ে না যাওয়া। (বুখারীঃ৯১০, ৮৮৩)
২। মুসুল্লীদের ঘাড় ডিঙ্গিয়ে সামনের কাতারে আগানোর চেষ্টা না করা। (আবু দাউদঃ ৩৪৩, ৩৪৭)
৩। কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা। (বুখারীঃ৯১১, মুসলিমঃ২১৭৭, ২১৭৮)
২| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৪৬
বিজন রয় বলেছেন: হায় হায়।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৯
আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: কারও মনে কষ্ট দিয়ে সামনে যাওয়া উচিৎ নয়। এমনকি মসজিদে এ কথা বলাও নিষেধ যে,, "একটু সরে বসুন" এতেও কেউ মন খারাপ করতে পারে। তাই এগুলো বিষয় একটু খেয়াল করে চলতে হবে। আর আপনি তাকে ক্ষমা দিবেন আশা করি। কারন সে হয়ত জানেনা এটা কত বড় পাপ।