![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(সংগৃহীত লেখাটি ব্যতিক্রম হওয়ায় শেয়ার করলাম)
'ভিজিট ৪০০ টাকা,
কষ্ট হলে না দিলেও চলবে'
- প্রফেসর ডা: মতিয়ার রহমান
আলো'র মানুষ
আলো'র পৃথিবী
শিরোনাম দেখে চমকে ওঠলেন হয়ত! যারা মনে করেন ডাক্তার দেখালেই হাজার টাকার মামলা, তাঁদের এই ভ্রান্ত ধারণা ভেঙে দেবে প্রফেসর ডা. মো. মতিয়ার রহমান চেম্বারের একটি টেবিল বোর্ড।
ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান ডা. মো. মতিয়ার রহমান। রাজধানীর ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তিনি ল্যাপারোসকপিক যন্ত্রের দ্বারা পিত্তথলি পাথর অপারেশনের অভিজ্ঞ সার্জন।
ডা. মতিয়ার রহমান খুলনা জেলার ডুমুরিয়া থানার আরজি-ডুমুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ ও ১৯৭০ সালে যথাক্রমে ডুমুরিয়া হাই স্কুল ও খুলনাস্থ দৌলতপুর সরকারি বিএম কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। এরপর ১৯৭৭ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
সরকারি চাকরিতে যোগদানের পর ১৯৭৯ সালে ইরাক চলে যান তিনি এবং ইরাকের জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগে চার বছর চাকরি করেন। এরপর তিনি উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে ইংল্যান্ডে যান এবং ১৯৮৬ সালে গ্লাসগো রয়েল কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস থেকে সার্জারিতে এফআরসিএস ডিগ্রি অর্জন করেন। ইংল্যান্ডে রেসিডেন্ট পারমিট থাকলেও ১৯৮৭ সালে দেশে ফিরে আসেন তিনি। ১৯৮৮ সালে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনিস্টিটিউট হাসপাতালে সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে যোগদান করেন।
_________________________
হে স্যার,
আমরা গরিব'রা বড়ই অসহায়! কসাই ব্যবসার বিপরীতে আপনার এ উদ্যোগ আলো ছড়াক সমাজ থেকে সমাজে। মানুষ থেকে মানুষে.....
আপনার প্রতি অকৃতিম শ্রদ্ধা আর ভালবাসা রইল।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮
সৈয়দ ইসলাম বলেছেন: ধন্যবাদ আপু, প্রেরণাদায়ক মন্তব্যে শুভকামনা জানবেন।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৮
সোহানী বলেছেন: আপনি কি জানেন মতিন স্যারের সিরিয়াল নিতে কতরাতে লাইনে দাঁড়াতে হয়? উনি কিন্তু একজন কিংবদন্তি চিকিৎসক।
অনেকের মাঝে অবশ্যই উদাহরন তিনি। এরকম উদাহরন যেনো ছড়িয়ে পড়ে সারা দেশে।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩
সৈয়দ ইসলাম বলেছেন: এসব মহান ব্যক্তিদের আজ খুব প্রয়োজন। চিরন্তন ভালবাসা থাকলো।
সুমন্তব্যে আপনাকে ধন্যবাদ
শীতে কাজ দিবে।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০২
শামচুল হক বলেছেন: এরকম মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে পোষ্টটি দেয়ার জন্য।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৬
সৈয়দ ইসলাম বলেছেন: যদিও কমে যাচ্ছে, কিন্তু আমাদের চেষ্টায় আমাদের গৃহে এমন মানুষ তৈরি সম্ভব।
আপনাকে সুস্বাগতম। শুভকামনা জানবেন।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩
আরাফআহনাফ বলেছেন: একজন আলোকিত পথিকৃতকে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
কেন পারিনা আমরা এমন আলোকবর্তিকাদের অনুসরন/অনুকরন করতে??
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৭
সৈয়দ ইসলাম বলেছেন: কারণ আমরা নিজেদের খারাপ রূপ জনসম্মুখ থেকে লুকিয়ে জনগণের রক্ত পানে শান্তি পাই। একসময় দেখা যায়, আমরা চলে যাই, কিন্তু আমাদের প্রজন্ম আমাদেরকে ঘৃণাপূর্ণ লাতি দেয়।
ডাঃমতিউর ভাইয়ের মত এমন মহানদের আজ খুবই প্রয়োজন। চিরন্তন ভালবাসা ও শুভকামনা এমন মহানদের জন্য।
আপনাকে ধন্যবাদ, সুমন্তব্য প্রদানে।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন: অন্যরা ওনার থেকে শিক্ষা নিক।
বিনম্র শ্রদ্ধা ।
পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
সৈয়দ ইসলাম বলেছেন: সরকারে বাংগাল, ধন্যবাদ আপনাকেও।
আপনার উপস্থিতি আমার অনুপ্রেরণা।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৬
মাআইপা বলেছেন: কিছুই বলার নেই শুধু আপনার কথাই তুলে দিলাম
“হে স্যার,
আমরা গরিব'রা বড়ই অসহায়! কসাই ব্যবসার বিপরীতে আপনার এ উদ্যোগ আলো ছড়াক সমাজ থেকে সমাজে। মানুষ থেকে মানুষে.....
আপনার প্রতি অকৃতিম শ্রদ্ধা আর ভালবাসা রইল।”
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০২
সৈয়দ ইসলাম বলেছেন:
স্যারের দীর্ঘায়ু কামনা করি, সাথে আপনার, আমার, আমাদের সবার। ধন্যবাদ আপনাকে।
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭
আবু তালেব শেখ বলেছেন: গরীবের বন্ধু
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৩
সৈয়দ ইসলাম বলেছেন:
শুভকামনা আপনার জন্যও। ভালবাসাও জানবেন।
৮| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৬
খায়রুল আহসান বলেছেন: একজন দয়ালু, আলোকিত এ মানুষটির জন্য অপরিসীম শ্রদ্ধা জানাচ্ছি। ওনাকে আমি সামনা সামনি দেখেছি। চেহারাতেও একটা আল আছে।
ডাক্তারী ছাড়াও, ঊনি পবিত্র ক্বুর'আন শরীফের ত্রিশ পারা একেকটি পারা করে শব্দার্থ করে পরে বাক্যানুবাদ করেছেন। ওনার এ অনুবাদগুলো পড়লে পাঠকেরা অতি সহজেই অনেক আরবী শব্দের অর্থের সাথে পরিচিত হতে পারে।
পোস্টে প্লাস + +
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৮
মনিরা সুলতানা বলেছেন: একজন আলোকিত মানুষের জন্য শ্রদ্ধা !
চমৎকার শেয়ার ।