![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাব্লিক বাসে কিংবা পাব্লিক প্লেসে
কিংবা চায়নিজ রেস্টুরেন্টে
কিংবা অন্য যে কোন জায়গায়
যখন আপনি লক্ষ্য করবেন কোন যুবতির উপস্থিতি
তখন দেখবেন তার চারপাশে শকুনের রাজ।
আমি নিশ্চিন্তে বলতে পারি, সেখানে পাবেন
পশুর পাল,
মানুষরূপী কিছু বন্য পশুর পাল।
যাদের দৃষ্টিতে,
মুখের ভাষায়,
শারীরের ভঙ্গিমায়,
আকার ইঙ্গিত সব কিছু থেকেই
ধেয়ে আসে শকুনের হুংকার।
___________________________
মানুষের মধ্যে পশু চরিত্রের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কেউ তার সংখ্যা বলেছেন দশটি কেউ বা বলেছেন তার চেয়ে বেশি। কিন্তু প্রত্যেকেই এ বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রবৃত্তিকে সব চেয়ে ভয়ংকর দোষ বলে স্বীকার করেছেন। প্রায় সবাই এই প্রবৃত্তিকে নিয়ে অসংখ্য কথা বলে গেছেন। যার সারকথা এরকম, যারা প্রবৃত্তির পূজারি তারা কখনো মানুষের সজ্ঞায় পরে না, এদেরকে মানব রূপী পশু ছাড়া অন্য কিছু জ্ঞান করা যাবে না। এই প্রবৃত্তি নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যম রয়েছে। সব চেয়ে উত্তম ঔষধ বলা হয়ে থাকে ধর্ম পালনকে। প্রত্যেক ব্যক্তি যদি সঠিকভাবে তার ধর্ম পালনে ব্রতী হয় তবে প্রবৃত্তির পূজা কমে যাবে। বলা হয়ে থাকে, যে যত জ্ঞানী সে তার নিজেকে ততই নিয়ন্ত্রণের ক্ষমতাধর, আর যে যত মুর্খ সে ততই প্রবৃত্তির পূজারী। আর তাই বলি, যদি সঠিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা নিজে ও নিজের পরিবারকে প্রবৃত্তির লালসা থেকে দূরে রাখে তাহলে এই পরিস্থিতি থেকে উঠে আসা সম্ভব। সম্ভব একটি শান্ত সমাজ প্রতিষ্ঠা। সম্ভব নারীর অধিকার রক্ষা।
তেইশ-দুই-আঠারো
রাত, দশটা
অবস্থান, পাব্লিক বাস
ছবি, ইন্টারনেট
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
সৈয়দ ইসলাম বলেছেন:
মানুষ প্রকৃতিগতভাবে বিপরিত লিংগের প্রতি আকৃষ্ট হয়, এটা প্রভৃত্তি পূজা নয়। যখন তা পশুর সাদৃশ্য হয় তখন তা প্রবৃত্তি পূজা হয়।
আশাকরি বুঝতে পেরেছেন!
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
ওমেরা বলেছেন: উচিত কথায় বিড়াল বেজার নাকি, এই রকম একটা কথা আছে মনে পড়ছে না। সত্য কথা অনেকেরই ভাল লাগবেনা । ধন্যবাদ আপনাকে ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
সৈয়দ ইসলাম বলেছেন: আপু,
আমি সেটা বলতে পারছি না। কিন্তু এই রকম একটা কথা আছে জানি। আমারও ঠিক মনে পড়ছে না।
আশাকরি, আমাদের মধ্যকার কোন ব্লগারের চরিত্রে এটা নেই। আর যদি থেকেই থাকে, তবে তা সংশোধন হওয়ার পথে।
নিরন্তর শুভেচ্ছা থাকলো আপনার জন্য।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
তারেক_মাহমুদ বলেছেন: মানুষ সৃষ্টির সেরা জীব এই বিষয়ে যেমন সন্দেহ নেই। তেমনি মানুষ পশুর চেয়েও হিংস্র এটাও প্রমাণিত সত্য। সমাজ মানুষকে নিয়ম কানুন,আইন এর বেড়াজালে বন্দী করে তার পশুপ্রবৃত্তি থেকে দূরে রাখে। একটা পশুকেও যথাযথ প্রশিক্ষণ দিয়ে তার পশু প্রবৃত্তিকে দমিয়ে রাখা যায়। মনোচিকিৎসক সিগমন্ড ফ্রয়েড এর মতে মানুষের ব্যক্তিত্ব তিনটি উপাদান দিয়ে গঠিত Id(পশু প্রবৃত্তি) Ego (বাস্তবতা ) Super ego ( নৈতিকতা) ফ্রয়েডের মতে মানুষ পশু প্রবৃত্তি(id) দ্বারা পরিচালিত হয়, বিবেক(ego) পশু প্রবৃত্তিকে দমন করে রাখে আর Super ego ভাল মন্দের পার্থক্য নির্ণয় করতে শেখায়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২০
সৈয়দ ইসলাম বলেছেন: তারেক সাহেব ওরফে হুজুরে আ'লা,
আপনি যে কথাগুলো বলেছেন তা আসলেই ঠিক।
যার মধ্যে যখন সুপার ইগো চলে আসে তখন সে সর্বোত্তম মানব হওয়া শুরু হয়, যার মধ্যে ইগো চলে আসে, সে ধীরেধীরে সুপার ইগোর দিকে ধাবিত হয়। কিন্তু প্রবৃত্তি পূজারী পশু সমতুল হওয়ায় সে মানুষরূপী পশু হয়ে থাকে। প্রবৃত্তি পূজারী ছাড়া সবার সাথে চলা যায়।
ধন্যবাদ আপনাকে ভাই।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
চাঁদগাজী বলেছেন:
পুরুষকে অকারণে দোষ দেয়া পাগলামি, নারীর প্রতি পুরুষের টান, পুরুষের প্রতি নারীর টান, এটাই নিয়ম; আপনারা কেন অকারণ ব্লা ব্লা শুরু করেন কে জানে?
আপনি চাচ্ছেন যে, মেয়েরা মেয়েদের বিয়ে করুক? মানুষজনকে পশুমশু ডেকে নিজে নবী রসুল হচ্ছেন?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
সৈয়দ ইসলাম বলেছেন: চাঁদগাজী ভাই,
রেগে যাচ্ছেন মনে হয়, নেন মিষ্টিমুখ করেন, আর মিষ্টিমিষ্টি কথা বলেন
আর হ্যা, নবী রসুল হওয়ার টার্গেট আপাতত নেই। তাই আপনার কথায় তেমন কোন রহস্য ফাঁস হচ্ছে না
আপনি বলেছেন, পুরুষকে অকারণে দোষ দেয়া পাগলামি, নারীর প্রতি পুরুষের টান, পুরুষের প্রতি নারীর টান, এটাই নিয়ম। আমি সেটা অস্বীকার করছি না পুরোপুরি। আমি বলছি, টান থাকা স্বাভাবিক। তবে এই টানের প্রকাশ যদি সীমালঙ্ঘন করে পশু সমতুল হয়ে যায় তবে তা আর মানুষের বৈশিষ্ট্যবলীতে পড়ে না।
ধন্যবাদ, ভালো থাকবেন। বুঝ না আসলে আবারো মন্তব্য করেন।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রচলিত ঘটনাগুলো নিয়ে লেখার পাশাপাশি তার বিরুদ্ধে শক্ত অবস্থানের কথাও লেখা উচিৎ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২
সৈয়দ ইসলাম বলেছেন: দিশেহারা রাজপুত্র,
আপনিও লেখেন আমরাও লেখি, চলুন। কলম যুদ্ধ পারে অনেক অপকর্ম রোধ করতে। তা ইতিহাস সাক্ষী; আমাদের সামু ব্লগ তার আরো নিকটবর্তী সাক্ষী।
আপনাকে ধন্যবাদ ভাই।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২
চাঁদগাজী বলেছেন:
একটা সমাধান হতে পারে, পুরুষের জন্য নামাজের সংখ্যা বাড়িয়ে দেয়া হোক; কাজের পরে, বেশীর ভাগ সময় পুরুষ যদি মসজিদে কাটায়, সমস্যা কমে যেতে পারে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
সৈয়দ ইসলাম বলেছেন: হ্যা, ধর্মাশ্রমে তাদের ডুকানোই যায়, যদি এতে তাদের মধ্যেথাকা পশু বৈশিষ্ট্যগুলো দূর হয়। পরে না হয় বের করা যাবে। তারপরও মানুষ হয়ে বাঁচুক।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
চাঁদগাজী বলেছেন:
ওয়াজে হুজুরেরা সাধারণত মেয়েদের দোষ দেয়, ব্লগে কেহ কেহ পুরুষদের দোষ দেয়; মনে হয়, এসব ম্যাঁওপ্যাঁও মাত্র।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
সৈয়দ ইসলাম বলেছেন: চাঁদগাজী ভাই,
এখানে দোষ দেয়া হয়নি। বাস্তব দৃশ্য তুলে ধরা হয়েছে কেবল।
ভালবাসা জানবেন
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৫
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " চাঁদগাজী ভাই, এখানে দোষ দেয়া হয়নি। বাস্তব দৃশ্য তুলে ধরা হয়েছে কেবল। "
-অশিক্ষা ও কিছু সামজিক সমস্যা আমাদের আছে; তাই বলে, নারীর প্রতি পুরুষের টান ও দায়িত্ব কোভাবে ব্যাহত হচ্ছে না, এবং সেটা স্বাভাবিক
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৮
সৈয়দ ইসলাম বলেছেন:
যে টান থেকে দায়িত্বের সৃষ্টি, সে দায়িত্ব কখনো কুভাবে ব্যবহার হয় না, সেটা শতভাগ নিশ্চিত।
আপনি যদি টান বলতেই দায়িত্ব বুঝাতে চান, তবে সেতায় কিছুটা ঘাপলা আছে। কিছু টান থাকে এককেন্দ্রিক স্বার্থ নিয়ে। যা পারিপার্শ্বিক অবস্থার ধ্বংসের জন্য বিরাট হুমকি।
আবারো ধন্যবাদ।
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৩
নূর-ই-হাফসা বলেছেন: বিপরীত লিঙ্গের আকর্ষণ অন্যায় নয় । তাকিয়ে থাকাও অন্যায় নয় ।
তবে কিছু ছেলে সত্যিই আছে যাদের দৃষ্টি অতিমাত্রায় খারাপ ,কিংবা মেয়ে দেখলে খারাপ মন্তব্য করে। কিংবা কখনো পশুর মতো হিংস্র হয়ে উঠে । তাদের উদ্দেশ্যে আপনার লেখা ঠিক আছে ।
এদের জন্য আজকাল মেয়েরা ঘর থেকে বের হতে ভয় পায় ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩০
সৈয়দ ইসলাম বলেছেন: হু সেটাই,
ঐসব নরকের কীটদের উদ্দেশ্যেই এই লেখা।
ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯
নোমান আহমেদ প্রবাহ বলেছেন: নারীরা যদি নিজেদের ঢেকে রাখে এবং পুরুষরা যদি নিজেদের কর্মব্যাস্ত রাখে তবেই এটার সমাধান সম্ভব ৷
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১২
সৈয়দ ইসলাম বলেছেন:
হু, বলা যায়। উভয়ের সহযোগীতাই সকল সমস্যার সমাধানে বিশাল ভূমিকা রেখেছে সেই প্রথম থেকেই এবং রাখবেও; ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা বলাই যায়।
ধন্যবাদ ও শুভেচ্ছা প্রথমাগমনে
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আজকাল রাস্তায় অসভ্য পোলাপানের সংখ্যা বেড়ে গেছে। ছুটির দিনগুলোতে এদের জ্বালায় রাস্তায় হাটা যায় না। আমার ইচ্ছা করে গ্রেনেড লঞ্চার নিয়ে এদের জটলা পাকানো জায়গা গুলোতে হিট করতে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৯
সৈয়দ ইসলাম বলেছেন: ওরা এখন তরুন বয়সে আছে। এটার ফল কতদূর তা তারা বুঝে না; এই বিষয় বুঝানোর দায়িত্ব তার পিতা মাতার, শিক্ষক শিক্ষিকার। পিতা মাতার অবহেলায় তারা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। যা কেবল তাদের নিজেদের জন্যও না, সমাজের জন্যও মারাত্মক খারাপ প্রভাব সৃষ্টিকারক। মাতা পিতা, শিক্ষক শিক্ষিকার যথেষ্ট সতর্কতা ওদেরকে ও সমাজকে রক্ষা করতে পারে।
ধন্যবাদ আপনাকে, সেই সাথে প্রথমাগমনে এতো সুন্দর মন্তব্য করার জন্য চিরন্তন শুভকামনা।
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩
আহমেদ জী এস বলেছেন: সৈয়দ ইসলাম ,
প্রবৃত্তি মাত্রই হচ্ছে প্রাকৃতিক ।
মানুষ একশ্রেনীর পশু বা প্রানী হলেও শুধুমাত্র প্রজ্ঞা ও ধীশক্তিতে "মনুষ্যত্ব" অর্জন করে, অন্য কোনও উপায়ে নয় ।
মনে-মগজে-মননে-মনীষায় মানুষ সর্বসংস্কারমুক্ত হবে, এ তার প্রজ্ঞা । পশু প্রবৃত্তির কাছে সে নত হবেনা - এ তার কৌলিন্য ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৩৭
সৈয়দ ইসলাম বলেছেন:
সেটাই,
আপনার প্রথমাগমনে স্বাগতম ও নিরন্তর শুভেচ্ছা।
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি কিছু খারাপ মানুষের কু-কর্মকে গড়ে সবার উপর চাপিয়ে দিলেন!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৩৯
সৈয়দ ইসলাম বলেছেন:
না ভাই,
ঠিক সেরকমটা করতে যাইনি।
ধন্যবাদ আপনাকে, ভালবাসা জানবেন।
১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:২৪
মলাসইলমুইনা বলেছেন: ওয়ান সাইজ ফিটস অল কোনো সমাধান হয়তো এব্যাপারে নেই কিন্তু অনেক দিন বাইরে থেকে এম রমনা হয়েছে ধর্ম একটা বিরাট ফ্যাক্টর নৈতিকতা এনসিয়োর করার ক্ষেত্রে |
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৭
সৈয়দ ইসলাম বলেছেন: হু, নৈতিকতা আমাদের আজ খুব প্রয়োজন; পরিবার ও সমাজে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে।
আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রবৃত্তির গোলামী থেকে মুক্ত থাকার একমাত্র উপায় হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে চলা। এক্ষেত্রে নারী-পুরুষ দু’জনকেই ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।
পোস্টের জন্য ধন্যবাদ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৩
সৈয়দ ইসলাম বলেছেন: সম্রাট,
আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য। আপনি সঠিকটাই বলেছেন। প্রথমাগমনে নিরন্তর শুভেচ্ছা।
১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: কিছু মানুষ মানুষ হয়ে ওঠেনা এটাই বড় দুঃখ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫১
সৈয়দ ইসলাম বলেছেন: মাইদুল সরকার,
আসলেই এটা চরম দুঃখের কথা। সে হওয়ার কথা চছিল পৃথিবীর শান্তিরক্ষক, বিপরীতে সে হচ্ছে শান্তির ভক্ষক।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমন্তব্যের জন্য।
১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬
মোস্তফা সোহেল বলেছেন: নিজের কুপ্রবৃত্তিকে যে চেপে রাখতে পারে সেই মানুষ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১০
সৈয়দ ইসলাম বলেছেন:
হুম, সেটাই।
এতে আমরা নিজেরা যেমন বাঁচবো তেমনি বাঁচবে আমাদের পরিবার ও সমাজ।
ধন্যবাদ আপনাকে, উৎসাহক মন্তব্যের জন্য।
১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭
সামিয়া বলেছেন: বেশ ভালো লিখেছেন ভাইয়া।
ভালো উপলব্ধি ।।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৬
সৈয়দ ইসলাম বলেছেন:
প্রথমে ভাল বলেতো মনে তো হয়নি, কিন্তু এখন সহব্লগারদের সুমন্তব্যে মনে হচ্ছে, এই বিষয়ে সকলের ভূমিকা রাখা উচিত; সর্বক্ষেত্রে।
সুমন্তব্যের জন্য ধন্যবাদ।
১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৭
বিলিয়ার রহমান বলেছেন: আকার আকৃতি কিংবা নাম ধাম কারো নিজস্বতা নয়!
আর একারনেই অনেকে মানুষের আকৃতি এবং নামধারী হয়েও আসলে রয়ে যায় একটা কুকুর কিংবা শুয়োর!!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২
সৈয়দ ইসলাম বলেছেন:
বিল্কুল একটি সত্য কথা বলেছেন।
আপনি এতো সুন্দর সাজিয়ে বললেন যে, পুস্ট প্রকাশ এখন সার্থক মনে হচ্ছে।
শুভকামনা থাকলো আপনার জন্য।
২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নৈতিকতার স্ফলনের দরুণ মানুষ নিকৃষ্ট হয়ে যাচ্ছে। ধর্মীয় নিয়মকানুন সবসময় মানুষের প্রবৃত্তিকে দমন করতে পারে না।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
সৈয়দ ইসলাম বলেছেন:
ভারতবর্ষে নৈতিকতার শিক্ষা নিয়ে এসেছিল ধর্ম। কিন্তু সময়ের সাথে পাল্লা দিতে না পারায় অনেক ধর্মই নিজ অবস্থান থেকে সরে গেছে। আর তাই ভারতবাসীর মুখ থেকে পারমানবিক অস্ত্রের হুংকার আসে, বিপরীত দিকে পশ্চিমা শক্তিশালী দেশের মানুষেরা পারমানবিক অস্ত্র দিয়ে কথা বলে।
ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।
২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৭
বিলিয়ার রহমান বলেছেন: আপনার পোস্ট স্বার্থক করার উপকরন জুগিয়ে আমি তো দেখছি সোয়াবের কাজ করে ফেললাম মেয়াবাই!!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
সৈয়দ ইসলাম বলেছেন:
সোয়াবের কাজ করা যেই সেই কথা না মেয়াভাই
আপনার সোয়াব বৃদ্ধি হোক।
মন্তব্যে খুশি হলাম। শুভকামনা থাকলো আবারো।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
চাঁদগাজী বলেছেন:
আপনারা নিজকে ভাবেন বিশ্বের সেরা পুরুষ, আর বাকীরা পশু মশু দশু; এগুলো ভুল ধারণা। মানুষ প্রকৃতিগতভাবে বিপরিত লিংগের প্রতি আকৃষ্ট হয়, এটা স্বাভাবিক।