![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাগত মাহে রমযান। পবিত্র রমযান হচ্ছে আত্মসংযম ও আত্মশুদ্ধির মাস। ধর্মপ্রাণ মুসলমানরা এমাসে রোজা পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করেন। আজকের ব্লগে রোজা ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সহজে বলতে গেলে, আমাদের দেহের পাঁচটি পথ অর্থাৎ মুখ, কান, নাক, মল ও মূত্র ত্যাগের রাস্তা দিয়ে যদি কোন কিছু অতিক্রম করে তাহলে রোজা ভেঙ্গে যাবে। তবে শর্ত হচ্ছে, সেটা অনিচ্ছাসত্ত্বে হতে হবে। নিম্নে এমন কিছু মাস'আলা তুলে ধরা হল,
মাসআলাঃ অনেকে মনে করেন, রোজাবস্থায় চোখে ড্রপ ব্যবহারে রোজা ভঙ্গ হয়ে যায় মূলত মাস'আলা বলছে, রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙ্গবে না। এমনকি এর তিক্ততা মুখে বা গলায় অনুভব হলেও রোজা ভাঙ্গবে না। এ মাসয়ালাটি সাধারণ কিয়াসের বহির্ভুত সরাসরি আসার দ্বারা প্রমাণিত। -ফাতাওয়া তাতারখানিয়া: ৩/৩৭৯; বাদায়েউস সানায়ে ২/২৪৪
মাসআলাঃ স্যালাইন বা ইঞ্জেকশন নিলে রোজা ভাঙ্গে না। তেমনিভাবে অসুস্থতার কারণে গ্লুকোজ স্যালাইন নিলেও রোজার ক্ষতি হবে না। তবে অসুস্থতা ছাড়া গ্লুকোজ স্যালাইন নেওয়া নাজায়েয। -সূত্র : আলাতে জাদিদা কে শরয়ি আহকাম: ১৫৩
মাসআলাঃ রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে রোজা ভাঙ্গে না। তদ্রুপ সিরিঞ্জ দ্বারা বের করা হলেও রোজা ভাঙ্গে না। তবে বিশেষ ওযর ছাড়া শরীর থেকে ইচ্ছাকৃত এ পরিমাণ রক্ত বের করা মাকরূহ, যার কারণে ওই দিন রোজা পূর্ণ করার শক্তি হারিয়ে যাওয়ার আশঙ্কা হয়। -সূত্র : সহিহ বোখারি, হাদিস ১৯৩৮, ১৯৪০; ফিকহুন নাওয়াযিল- ২/৩০০
মাসআলাঃ রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করা মাকরূহ। আর পেস্ট বা মাজন গলার ভেতর চলে গেলে রোজাই নষ্ট হয়ে যাবে। তাই রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন ব্যবহার করা যাবে না। টুথপেস্ট বা মাজন দিয়ে ব্রাশ করতে হলে সাহরির সময় শেষ হওয়ার আগেই করে নিতে হবে। সূত্র : ইমদাদুল ফাতাওয়া: ২/১৪১; জাওয়াহিরুল ফিকহ: ৩/৫১৮
মাসআলাঃ রোজা অবস্থায় অনিচ্ছাকৃত বমি হলে (যদি তা বেশিও হয়) রোজা ভাঙ্গে না। অবশ্য কেউ ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে রোজা ভেঙ্গে যাবে। হাদিসে আছে, হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, রোজা অবস্থায় (অনিচ্ছাকৃত) বমি হলে তা কাজা করতে হবে না। কিন্তু ইচ্ছাকৃত বমি করলে সে যেন তা কাজা করে নেয়। -সূত্র : তিরমিজি, হাদিস ৭২০; আল মুহিতুল বুরহানি: ৩/৩২৬
১৯ শে মে, ২০১৮ দুপুর ১:২১
সৈয়দ ইসলাম বলেছেন: তারেক ভাই যে, কেমন আছেন আপনি?
যখন দেখলাম আমাকে ব্যান করা হয়েছে তখন নিজ কাজে একটু বেশি মনোযোগী হলাম। তাই এদিকে আসতে পারিনি, ইনশাআল্লাহ এখন থেকে আপনাদের সাথে আগেরমত জমে ঊ
উঠবে জমজমাট আড্ডা।
২| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১:২৬
তারেক_মাহমুদ বলেছেন: সত্যি ভাল লাগছে আপনি আবারো সেফ হয়েছেন জেনে। আমাদের সবাইকেই নিজের কাজতো করতেই হবে, মাঝেমাঝে অফটাইমে একটু না আসলে ভাল লাগে না। আপনার পোষ্টি পড়েছি ভাল লেগেছে।
১৯ শে মে, ২০১৮ দুপুর ১:৪৫
সৈয়দ ইসলাম বলেছেন: তারেক ভাই,
আপনার কাছে ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম। আশাকরি এটা অনেকের উপকারে আসবে।
অসংখ্য ধন্যবাদ ভাই।
৩| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১:৩৮
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ, অনেক উপকারে লাগবে।
১৯ শে মে, ২০১৮ দুপুর ১:৪৬
সৈয়দ ইসলাম বলেছেন: আপনাকে আমার ব্লগবাড়িতে সস্বাগতম।
শুনে খুশি হলাম। এই আশা নিয়েই লেখা প্রকাশ
৪| ১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৫৪
অনুতপ্ত হৃদয় বলেছেন: জাজাকাল্লাহ খাইর।
২০ শে মে, ২০১৮ রাত ৩:৩৩
সৈয়দ ইসলাম বলেছেন: আপনাকে ধন্যবাদ প্রিয়।
৫| ২০ শে মে, ২০১৮ রাত ৩:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়?
আপনাকে সত্যি মিস করেছি?
কিন্তু একটু অভিমান ছিল, তাই মন্তব্য করি নি।
ব্লগে নিয়মিত আছেন তো??
আজকেরটা সুন্দর একটা টপিক?
আপনার "বল ইসলাম শান্তির ধর্ম" ছবিটা পছন্দ হয় নি!!
২০ শে মে, ২০১৮ দুপুর ১:৫৩
সৈয়দ ইসলাম বলেছেন: প্রিয় নিজাম ভাই, ইনশাআল্লাহ এখন থেকে সক্রিয় থাকতে চেষ্টা করবো।
আমাকে মিস করেছেন জেনে খুশি হলাম, সাথে দুঃখ প্রকাশ করছি।
টপিক ভাল লাগায় সার্থক মনে হল।
শেষের প্রশ্ন বুঝি নাই!
৬| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:১৩
আকিব হাসান জাভেদ বলেছেন: এ ব্যাপার গুলো আগে জানলে ও আবার মনে করে দেওয়াতে সুবিদা হলো । বিশেষ করে মেডিসিন নেওয়ার ক্ষেত্রে । ধন্যবাদ ।
২০ শে মে, ২০১৮ দুপুর ১:৫৫
সৈয়দ ইসলাম বলেছেন: আপনার সুবিধা সার্থকতা প্রিয়।
রমযানের সকল ফজিলত অর্জন হোক।
৭| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৫৯
রাজীব নুর বলেছেন: প্রয়োজনীয় পোষ্ট।
২০ শে মে, ২০১৮ দুপুর ১:৫৭
সৈয়দ ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
রমজানের ফজিলত অর্জন হোক।
সকলে ধন্য হোক।
৮| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৫৭
হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।
২৭ শে মে, ২০১৮ রাত ৮:৫৪
সৈয়দ ইসলাম বলেছেন: হবা পাগলা,
আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম।
অবশ্যই, কী যে কন! এখনই যাচ্ছি।
আর হ্যা, ব্লগে নিয়মিত সক্রিয় থাকুন, মানসম্মত মন্তব্য ও লেখা প্রকাশ করুন। দেখবেন, দ্রুতই প্রথম পাথায় সুযোগ পেয়ে গেছেন।
ধন্যবাদ।
৯| ২৭ শে মে, ২০১৮ রাত ৩:৪০
চাঁদগাজী বলেছেন:
রোযার মাসে গড়ে, প্রতিটি মুসলমান বেশী খেয়ে থাকেন, ব্যবসায়ীরা বেশী মুনাফা করে, খাবারে ভেজাল দেয়।
২৭ শে মে, ২০১৮ রাত ৮:৫৭
সৈয়দ ইসলাম বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই,
ও হ্যা, অনেক মুসলমান এ মাসকে রাত্রিকালীন ভক্ষণের মাস মনে করে। আরব আমিরাতে তো এ মাসে সবচেয়ে বেশি অপচয় করা হয়।
আফসোস মুসলিমদের জন্য।
১০| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০২
শাহরিয়ার কবীর বলেছেন: শেয়ার কারার জন্য ধন্যবাদ।।
২৯ শে মে, ২০১৮ দুপুর ২:০৭
সৈয়দ ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই, থুক্কু প্রিয় কবি।
এগুলো আমাদের জানাটা খুবই সুন্দর।
১১| ২৯ শে মে, ২০১৮ দুপুর ২:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এতদিন কোথায় ছিলেন
ও আমার সৈয়দ ভাই............।
রোজার জন্য সুন্দর পোস্ট।
+++++
২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:১৮
সৈয়দ ইসলাম বলেছেন: মাইদুল ভাই যে!
ছিলাম ভাই ছিলাম, অর্ধেকের চেয়ে কম একটু ব্যস্ত ছিলাম।
তা যাই হোক, আপনি কেমন আছেন?
১২| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:২১
বিজন রয় বলেছেন: রমজানুল মোবারক!
৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৫০
সৈয়দ ইসলাম বলেছেন: রমজানের শুভেচ্ছা ভাই।
কেমন কাটছে দিনকাল?
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৮ দুপুর ১:১২
তারেক_মাহমুদ বলেছেন: আপনাকে আবারো পেয়ে ভাল লাগছে, কোথায় ছিলেন এতদিন?