![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জমি রেজিষ্টেশন আইনঃ
১৯০৮ সালের রেজিষ্ট্রেশন আইন ২০০৪ সালের ডিসেম্বর মাসে সংশোধন করা হয়েছে৷ আইনটি ১ জুলাই ২০০৫ ইং থেকে কার্যকর হয়েছে ৷
নতুন আইন অনুযায়ী জমি রেজিষ্ট্রেশনের সময় ক্রেতা ও বিক্রেতার করণীয় বিষয়গুলো হলোঃ
(১) ক্রেতা ও বিক্রেতা উভয়ের নিজের স্বাক্ষর/টিপ সহি যুক্ত ছবি দিবে ৷
(২) সম্পত্তির বিবরণসহ মানচিত্র আঁকিয়ে দিতে হবে ৷
(৩) সম্পত্তির মালিকানা রয়েছে মর্মে ক্রেতাকে হলফনামা দিতে হবে ৷
(৪) শেষ ২৫ বছর জমিটি কার কার মালিকানায় ছিল তা দাখিল করতে হবে ৷
(৫) জমির মূল্য ৫ লাখ টাকার কম হলে রেজিষ্ট্রেশন ফি হবে ৫০০ টাকা, ৫ লাখ হতে ৫০ লাখ টাকা হলে রেজিষ্ট্রেশন ফি ১০০০ টাকা, জমির মূল্য ৫০ লাখ টাকার বেশি হলে রেজিষ্ট্রেশন ফি ২০০০ টাকা ৷
(৬) উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির মূল্য যাই হোক রেজিষ্ট্রেশন ফি ১০০ টাকা দিতে হবে ৷
(৭) জমি হস্তান্তরের সকল চুক্তি লিখিত হতে হবে এবং রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক ৷
(৮) বর্তমানে জমি ক্রয়ের চুক্তি,চুক্তি সম্পাদনের তারিখ হতে ১ বছর পর্যন্ত কার্যকর থাকবে ৷
(৯) সম্পত্তি বিক্রির বাযনা চুক্তিও রেজিষ্ট্র্রেশন করতে হবে, যে বায়না চুক্তিগুলি এখনও রেজিষ্ট্রি করা হয়নি সেগুলি এই আইন বলবত্ হওয়ার পর ৬ মাসের মধ্যে রেজিষ্ট্রি করতে হবে ৷
(১০) বন্ধকী জমির ক্ষেত্রে বন্ধক দাতার লিখিত সম্মতি ছাড়া অন্য কারো নিকট বন্ধক রাখা বা বিক্রি করা
যাবে না ৷
২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩
সৈয়দ মাহিন বলেছেন: ধন্যবাদ আপনাকেও
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ।
আরও বিস্তারিতভাবে দিলে ভাল হত। চেষ্টা করেন বিস্তারিত ভাবে দেয়া যায় কিনা।
ভাল থাকবেন।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩
সৈয়দ মাহিন বলেছেন: সামনে আরও বিস্তারিত ভাবে তুলে ধরবো আপনাদের জন্য
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪
মুগলী নন্টে বলেছেন: ধন্যবাদ
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭
ঢাকাবাসী বলেছেন: ভাল দরকারী পোস্ট, তবে আরো বিস্তারিত হলে ভাল হতো।
০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮
সৈয়দ মাহিন বলেছেন: সামনে আরও বিস্তারিত ভাবে তুলে ধরবো আপনাদের জন্য
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪০
আবু শাকিল বলেছেন: কাজের পোষ্ট ।

ধন্যবাদ