নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

আপনি নাস্তিক হবেন কোন সাহসে? আপনার লজ্জা করে না?

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

আপনি নাস্তিক হবেন কোন সাহসে? আপনার লজ্জা করে না?
সাইয়িদ রফিকুল হক

আপনি, আমি ও অন্যেরা এক সামান্য মানুষ। আমরা এক মহান স্রষ্টার সৃষ্টি।
আপনি নাস্তিক হবেন কোন সাহসে? আপনার লজ্জা করবে না?
তার আগে বলুন আপনি মানুষ কিনা?
আচ্ছা আপনি মানুষ। আর আমিও মানুষ।
আপনি কীভাবে এলেন পৃথিবীতে?
আপনার জন্ম হয়েছে আকস্মিকভাবে। আর আপনার মৃত্যুও হবে আরও আকস্মিকভাবে।
আপনি আপনার মৃত্যু ঠেকাবেন কীভাবে? পরিকল্পনা করেছেন কিছু?
আপনার কোনো পরিকল্পনাই কাজে আসবে না। নাকি পারবেন আপনার মৃত্যু ঠেকাতে?
এখন চুপ করে আছেন কেন? নাকি বলবেন এটি প্রাকৃতিক-নিয়ম!
আর এই প্রকৃতি কে বানিয়েছে? একবার ভাবুন। তারপরে নাস্তিক হওয়ার সিদ্ধান্ত নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার। তবে ভুল করবেন না।

কতো আর নিজেকে ঠকাবেন? আর কতো মিথ্যা বলে-বলে আপনি এই পৃথিবীর
সাধারণ মানুষদের ঠকাবেন?
কে আপনাকে এই দায়িত্ব দিয়েছে? আপনি অহেতুক কেন নিজেকে “নাস্তিক-নাস্তিক” বলে তারস্বরে এতো চিৎকার ও চেঁচামেচি করছেন কেন? আপনি কি নিজের ইচ্ছায় পৃথিবীতে জন্মেছেন? আপনার মৃত্যুও কি আপনার নিজের ইচ্ছায় হবে?
জানি, আপনার কাছে এর কোনো জবাব নাই।
কোথায় ছিলেন আর কোথায় যাবেন আপনি, তা-ই জানেন না। আর আপনি হবেন নাস্তিক!
বাঃ বাঃ বাঃ আপনার শখ দেখ আর বাঁচি না।
আচ্ছা, আপনি নিজেকে কী ভাবেন? আপনি কতো বড় হয়েছেন? আপনার শক্তিই বা কতো?
সব শেষ হবে একটা আঘাতে। আপনার প্রাণপাখি বেরিয়ে যাবে যেকোনো-সময়ে।
আর আপনি একবার পৃথিবী ছেড়ে চলে গেলে আর কি ফিরে আসতে পারবেন?
আপনি আপনার মৃত্যু ঠেকাতে পারেন না। আপনি আপনার মৃত্যু ঠেকাতে পারবেন না।
আর এইব্যাপারে আপনার কোনো ক্ষমতা নাই। আর এক্ষেত্রে আপনি একজন অসহায় শিশু মাত্র।
আর আপনি হয়েছেন নাস্তিক! আপনার শখ কতো! আপনি কীসের নাস্তিক?
আর কীসের এতো দম্ভ আপনার? আপনার এতো ক্ষমতা থাকে আপনি আপনার মৃত্যুকে রোধ করুন। তারপর দেখবো আপনি কতো বড় নাস্তিক! গল্পের আর জায়গা পান না।

গায়ের জোরে আর কতো মিথ্যা বলবেন?
আপনি আপনার ভবিষ্যৎ জানেন না। আপনি আপনার অতীত বলতে পারেন না।
আপনি আপনার বর্তমানের খবর রাখেন না। আর আপনি হবেন নাস্তিক!
আপনি সারাদিন “নাস্তিক-নাস্তিক” বলে কেন এতো চেঁচামেচি করছেন? কীসের এতো অহংকার আপনার?
আপনার চেয়ে অনেক-অনেক গুন বড় ছিলেন বিশ্ববরেণ্য-বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তাঁকে বলা হয় বিজ্ঞানীকুলতিলক। কই তিনি তো নাস্তিক হননি। বরং তিনি ছিলেন মহান ঈশ্বরের আস্থাভাজন বান্দা। আর তিনি ছিলেন সবসময় আস্তিক। আর তিনি একজন আস্তিক হয়েই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন।

আপনার প্রতিভা আছে বলেই আপনি নিজেকে নাস্তিক ভাববেন না। আপনার এই প্রতিভাকে আপনি দেশ, মানুষ, আর মানবতার কাজে লাগান। তবেই আপনার মঙ্গল ও মুক্তি মিলবে। এই দেশে এখন কতোরকম জ্বালাতন। দেশবিরোধীচক্র নানারকম শয়তানী করে আমাদের বারবার পিছনে টেনে নিয়ে যেতে চায়। আর আপনি সবকিছু নিজের চোখে দেখতে পেয়েও পাগলের মতো বলে যাচ্ছেন: আপনি নাস্তিক-নাস্তিক-নাস্তিক।
পাগলামি ছেড়ে দিন। আর এখনই ভালো হয়ে যান। আপনার শক্তি-সাহস ও মেধাকে দেশের ও দেশের মানুষের কাজে লাগান। এখনও সময় আছে।
আপনি নিজেকে আর নাস্তিক ভাববেন না।
আপনার নাস্তিক হওয়ার কোনো যোগ্যতা নাই। কারণ, আপনি আপনার মৃত্যুকে প্রতিরোধ করতে পারবেন না। মহান ঈশ্বরের ইচ্ছায় আপনার মৃত্যু হবে। আপনার বাঁচার কোনো পথ নাই। আর মহান ঈশ্বরের কাছে আপনি, আমি বড় অসহায়। আপনি যতো যাই করেন না কেন, আর যতোকিছুই বলেন না কেন, আপনি মহান ঈশ্বরের অধীনস্ত মাত্র।

আপনি নাস্তিক না। তাই, আপনি ধর্মের বিরুদ্ধে আর-কিছু লিখবেন না। বলবেন না।
আপনি মহান আল্লাহর মনোনীত নবী-রাসুলদের বিরুদ্ধে কখনও আজেবাজে কিছু লিখবেন না। বলবেন না।
আপনি কোনো ধর্মগ্রন্থ কিংবা কুরআনের বিরুদ্ধে কিছু লিখবেন না। বলবেন না।
আল-কুরআন আল্লাহর বাণী।
আপনি আর কখনও মহান আল্লাহর বিরুদ্ধে একটি কথাও বলবেন না। লিখবেন না।
কারণ, আপনি এখনও তাঁর মৃত্যুকে অস্বীকার করতে পারেননি।

আপনি কোন সাহসে মহান ঈশ্বরকে অবজ্ঞা করছেন?
মহান ঈশ্বর তো আপনাকে ভালোবাসেন। তাইতো আপনি এখনও এই পৃথিবীত বেঁচে আছেন।
আপনি শান্ত হন। আপনি ধৈর্যশীল হন। আপনি মহান ঈশ্বরের অনুগত হন। আর আপনি সবসময় ভাবতে থাকুন: আপনি নাস্তিক না। আপনি নাস্তিক না। আপনি নাস্তিক না।

আসলে, কেউ নাস্তিক নয়। শুধু-শুধু এরা নাস্তিক হওয়ার ভান করে
(সংক্ষেপিত)

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

চলেপথিক বলেছেন: যারা ঈশ্বর বিশ্বাস তারা নাস্তিক এটি ঠিক আছে কিন্তু যারা ধর্মের সমালোচনা করে তারা নাস্তিক এ কথা আপনাকে কে বলেছে ?

১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভাই, আমি তো আপনার ‘যারা ধর্মের সমালোচনা করে তারা নাস্তিক’---এ কথা বলিনি। আপনি আবার দেখুন। আমি বলেছি: “আপনি নাস্তিক না। তাই, আপনি ধর্মের বিরুদ্ধে আর-কিছু লিখবেন না। বলবেন না।” মানে, আপনি যেহেতু নাস্তিক হয়ে লাভবান হতে পারবেন না, তাই ধর্মের বিরুদ্ধে লিখবেন না। আর ধর্মও তো মহান ঈশ্বরের মনোনীত।
ধন্যবাদ আপনাকে।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

আরণ্যক রাখাল বলেছেন: আস্তিক নাস্তিক ত্যানা আর ভাল্লাগে না| ভাল কিছু লিখুন| এটা কী লিখেছেন! ফালতু

১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আসলে এটা লিখেছি, কিছু মানুষ শুধু নাস্তিক-ভাব দেখায়! আসলে সে নাস্তিক হতে পারে না।
ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: নাস্তিকরা আকাশ থেকে পড়ে না । ধর্মের বাণী ও উদ্দেশ্যের সঙ্গে যখন বাস্তবতার মিল হয় না, বিজ্ঞানের সাথে সংঘাত বাঁধে, দর্শনের সঙ্গে বাঁধে দ্বন্দ্ব, প্রশ্ন করেও যখন মানুষ তার জবাব পায় না, মানুষ যখন দেখে কারণ ব্যতীত কার্য হয় না, নিজের ভাগ্য নিজের হাতে, আমার ভালো মন্দ অন্যের হাতে নয়- তখন মানুষ নাস্তিক হয়ে যায় । এ ছাড়া উপায়ই বা কী? হয় বিশ্বাস, নয় অবিশ্বাস । পৃথিবীতে এই দুই মতেরই লোক আছে, থাকবে ।

বার্ট্রান্ড রাসেল ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার শেষের কথাটি সম্পূর্ণ সত্য। আমার মতো একজন মানুষ এসব লিখলেও যে নাস্তিক হওয়ার সে ঠিকই হবে। তবুও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এই প্রয়াস। তবে আমাদের মনে রাখতে হবে। বিজ্ঞান মানুষের, আর ধর্ম ঈশ্বরের, তাই এটি খুবই স্পর্শকাতর বিষয়। আর মনকে সবসময় শান্ত রাখতে হবে। উত্তেজনার সীমাঅতিক্রম করে লাভ কী? আর নাস্তিক হয়েই বা লাভ কী?
আপনার মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আর সঙ্গে শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.