নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

আজ হেসে ওঠো পৃথিবী

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯


আজ হেসে ওঠো পৃথিবী
সাইয়িদ রফিকুল হক

বাসন্তী-শাড়ি পরেছো কুমারী
খুব খুশি হয়েছি
আর চেয়ে আছি মুগ্ধচোখে,
কিন্তু হারিয়ে যেও না।
বাসন্তী-শাড়ি পরেছো কুমারী
তোমাকে দেখতে লাগছে খুব ভালো,
কিন্তু তোমার ভালোবাসার মানুষকে
কখনও ভুলে যেও না।
বাসন্তী-শাড়ি পরেছো কুমারী
খুব সুন্দর হয়েছে আমাদের প্রকৃতি
কিন্তু আজ আবার নতুন করে
কারও প্রেমে পোড়ো না।

বাসন্তী-শাড়ি পরেছো কুমারী
পথে যেতে-যেতে
থমকে দাঁড়াবে যখন
একটু হেসো
বেশি হেসো না কিন্তু!
আশেপাশে আছে কত বিষাক্ত-ধুতুরাফুল,
তোমার হাসিতে মাতাল-মুগ্ধ হয়ে
বিষাক্ত-ধুতুরাফুলের দল
নিতে পারে তোমার পিছু!
বাসন্তী-শাড়ি পরেছো কুমারী
পথ ভুলে যেও না—
দাঁড়িয়ে থেকো সরলপথে,
তাই দেখে সদ্যোফোটা একটা পবিত্র গোলাপ
তুলে দিবে তোমার হাতে—
যে তোমাকে এই পৃথিবীতে
সবচেয়ে বেশি ভালোবাসে।

বাসন্তী-শাড়ি পরেছো কুমারী
আজ মনে হচ্ছে: তুমি বাসন্তীফুল,
দাঁড়িয়ে থেকো হাসিমুখে
সত্যবৃক্ষের ছায়ায়,
আর মনের অজান্তে কোরো না কোনো ভুল!
বাসন্তী-শাড়ি পরেছো কুমারী
আজ তাই হেসেছে প্রকৃতি,
কুমারীর ছোঁয়ায় ফুটেছে ফুল!
গাইছে পাখিরা গান,
বাসন্তী-শাড়িতে হলুদ-রঙে
জেগে উঠলো আমাদের পৃথিবীতে
ভালোবাসার এক-রঙিন-স্বপ্নজাল!

আজ পৃথিবীতে শিমুল-পলাশ ফুটেছে কিনা
আমি জানি না, আমি তা দেখি না,
আর কখনও তা জানতে চাই না,
আর নেই না কারও খোঁজ!
চেয়ে দেখি শুধু কুমারীর দল
পরেছে কিনা বাসন্তী-শাড়ি,
তোমরা না পড়লে হলুদ-গাঁদা
হাসবে না এই পৃথিবী,
আর পৃথিবীতে বইবে না
ঝির-ঝিরে মুক্ত বাতাস,
তোমাদের ছোঁয়ায় জেগে উঠবে
লজ্জাবতী কুমারীফুল!
তোমাদের বাসন্তীরঙে হলুদশাড়িতে
পৃথিবীতে ফুটবে আজ কত রঙিন-ফুল!
আর এই পৃথিবীর সেরাফুল
আমার দেশের বাসন্তীশাড়ি-পরা
নিষ্পাপ-কুমারীর দল।

আজ হেসে ওঠো পৃথিবী
এলো আজ বসন্ত আর বসন্ত,
হাসো, হাসো, আর শুধু হাসো
আমাদের স্বপ্নের এই শান্তপ্রকৃতি,
আর চেয়ে দ্যাখো:
বাঙালি পুণ্যশীলা কুমারীর দল
কত সুন্দর করে পরেছে বাসন্তী-শাড়ি,
তাদের রঙে মোহিত হয়ে
তোমরা এবার হেসে ওঠো
আর হেসে ওঠো চারদিকে,
বৃক্ষরাজি তোমরা এবার জেগে ওঠো
আর আজকে ভরে দাও আমাদের পৃথিবী
নতুন এক সুন্দর স্বপ্নে,
আর ফুলে-ফুলে ভরে দাও আমাদের সবকিছু,
আর শুধু ভরে দাও আমাদের বাসন্তীরঙে!

যাচ্ছো কোথায় কুমারী?
এমন সুন্দর বাসন্তী-শাড়ি পরে!
যাচ্ছো বুঝি শিমুল-পলাশ-তমালের ছায়ায়?
খুব সুন্দর লাগছে আজ তোমাকে
হাঁটো সুন্দর করে
ঠিক মরালভঙ্গিতে!
আর পথে যেতে-যেতে
দাঁড়ায়ো না বেশি থমকে,
পথপাশে আছে বিষাক্ত-ফুলের পাঁপড়ি,
আরও আছে কত ধুতুরাফুল!
চিনে নিও ফুলগুলো
আর বেছে নিও—
তোমার খোঁপায় জড়ানো
নিষ্পাপ হলুদ-গাঁদার মতো একটা পবিত্র-ফুল।

বাসন্তী-শাড়ি পরো কুমারী
আর হেসো খুব সুন্দর করে,
আর দাঁড়িয়ে থেকো সত্যবৃক্ষের তলে,
আর্যবংশের রূপকুমারের ফুল উঠে আসবে
শুধু তোমার সোনালি হাতে,
ভালো থেকো কুমারী
আর থেকো খুব পবিত্রা,
তোমাদের ছোঁয়ায় বর্ষে-বর্ষে
বসন্তরঙে ভরে উঠুক
আমাদের এই স্বপ্নের পৃথিবী।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.