নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্পের মতো একটি কবিতা: তোমার মুখের হাসি দেখতে-দেখতে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬


তোমার মুখের হাসি দেখতে-দেখতে
সাইয়িদ রফিকুল হক

তোমার মুখের হাসি দেখতে-দেখতে
আমাদের পাড়ার খোকাবাবু
রোজ-রোজ ছুটে যেতো
তোমাদের শান-বাঁধানো পুকুর-ঘাটে,
আর যখন-তখন সে ঘোরাফেরা করতো
তোমাদের সুরম্য-অট্টালিকাসম বাড়ির সামনে,
আর মৌমিতা, তুমি কী বলেছিলে তাকে
আমরা এতো ভালোকিছু জানি নাতো আজ,
কিছু-কিছু কথা আমাদের মনে আছে শুধু।

তোমার মুখের হাসি দেখতে-দেখতে
আমাদের পাড়ার রূপকুমার খোকাবাবু
খুব ঘন-ঘন ফুলের দোকানে যেতে লাগলো,
আর সে প্রতিদিন বেছে-বেছে
তোমার জন্য বাজারের সেরা দশটি গোলাপ কিনতো,
আর সে-সব নিশ্চয় তোমার হাতেই যেতো!
কারণ, আমাদের খোকাবাবু তো তোমাকে ছাড়া
আর-কোনো মেয়ের সঙ্গে কখনও কথা বলতো না,
আর আমরা সবাই এতোকাল তাইতো দেখেছি।

তোমার মুখের হাসি দেখতে-দেখতে
আমাদের পাড়ার লাজুক-ছেলেটি
হঠাৎ খুব সাহসী হয়ে উঠলো,
আর সে তোমার জন্য রাশি-রাশি
গোলাপ কিনতে-কিনতে
শেষমেশ সে একটা বুদ্ধি করে
তোমার জন্য গোলাপ-বাগানই করে ফেললো!
আর দেখতে-দেখতে
ওদের বাড়ির পিছন-দিকটায়
আট-দশ-রকমের গোলাপফুলে ভরে গেল,
ছেলেটি শুধু বই পড়তো,
আর তাদের একতলা ভবনের সামনে
গাঢ়-ঘন ছায়ায় বসে-বসে শুধু বই পড়তো,
ছেলেটিকে আমাদের পাড়ার অনেকেই ভালোবেসে
উত্তম কুমার বলে ডাকতো,
কী সুন্দর চেহারা তার!
তাকে দেখে যে-কারও মনে হতো
সে বুঝি ফিল্মের নায়ক,
সে ছিলো খুব শান্তশিষ্ট
আর খুব ভদ্র,
তাকে কেউ কখনও দেখেনি
কোনো মেয়ের দিকে তাকাতে,
আর সেই ছেলেটি কিনা
শুধু তোমাকে দেখার জন্য
রোজ-রোজ ছুটে যেতো
তোমাদের বাড়ির সামনে!
জানি না, তুমি কী বলেছিলে তাকে,
আর সে কী বুঝেছিলো!
তবে এটা সত্য, তুমি তাকে দিনরাত
খুব-খানিকটা প্রশ্রয় দিয়েছিলে।

তোমার মুখের হাসি দেখতে-দেখতে
আমাদের পাড়ার খোকাবাবু তোমাকে
খুব ভালোবেসে ফেলেছিলো,
আর সে তোমাকে মনে করেছিলো
যুগজনমের সাথী!
কিন্তু তোমার মনটি বুঝি
তোমাদের বাড়ির ইটালিয়ান-টাইলসের মতো
খুব শক্ত, আর খুব মসৃণ!
তাইতে হয়তো আমাদের খোকাবাবু
হঠাৎ পা-পিছলে পড়ে গেল!
তুমিই তাকে একদিন কাছে ডেকেছিলে,
আর তাকে একটু হলেও তো ভালোবেসেছিলে!
তবুও তোমার মনের মতিগতি
আমরা কেউই বুঝতে পারিনি,
তুমি ইটালিয়ান-টাইলস,
তাই মাটির মানুষের মূল্য বুঝতে পারোনি।

তোমার মুখের হাসি দেখতে-দেখতে
আমাদের পাড়ার খোকাবাবু
এখন দুইবেলা মদ খায়!
আর মৌমিতা, তুমি তাকে খুব ভালোবেসেছিলে,
আমাদের খোকাবাবু তাই বুঝি তোমার কথা ভাবে,
আর সে রোজ-রোজ মদ খায়!
তুমি খুব ভালো আছো আমেরিকা-প্রবাসে,
আর ডুবে আছো নিত্যনতুন ডলারে,
আর দৈনন্দিন-জাগতিক মহাসুখে!
আমাদের খোকাবাবু কষ্ট ভুলতে মদ খায়,
মদ খুব খারাপ জিনিস!
তবে তোমার চেয়ে ভালো
আর তোমার চেয়ে পবিত্র,
আর মদ কখনও তোমাদের মতো
কারও পবিত্র-ভালোবাসা নিয়ে
বিশ্বাসঘাতকতা করতে জানে না।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।









মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮

বিজন রয় বলেছেন: ভাল লেখা। ভাল লাগল।
+++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

মুসাফির নামা বলেছেন: ভাই,চমৎকার লিখেছেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধন্যবাদ বন্ধু। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমীন। আর সঙ্গে রইলো শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.