![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
গণতন্ত্র মানে কী?
সাইয়িদ রফিকুল হক
গণতন্ত্র আছে বলেই দিচ্ছো তুমি গালি,
সন্ত্রাসীদের কথা শুনে আবার দিচ্ছো তালি!
যখন-তখন নিজের মতো ভাবছো তুমি দেশে,
অপরাধী হয়েও তুমি চলছো বীরের বেশে!
মিটিং-মিছিল করার নামে দিচ্ছো আগুন ঘরে,
আবার তুমি বলছো হেসে, ‘করছে এসব পরে!’
গণতন্ত্র আছে বলেই তুমি এখন নেতা,
নষ্টজাতের আবার কিছু আছে তোমার ক্রেতা!
মিথ্যা বলার সুযোগ কত! বলছো দিনে-রাতে,
আরও কত মিথ্যা বলার এজেন্ডা যে হাতে!
তবুও বলো, ‘গণতন্ত্র নাই যে এখন দেশে!’
নতুন কিছু আনবে বুঝি তোমরা পাপীর বেশে?
মনের সুখে মিথ্যা বলে দিচ্ছো বিবেক তালা,
মিটে নাতো তবুও দেখি তোমার মনের জ্বালা!
এত বেশি অধিকারেও মনটা তোমার ভগ্ন,
আগুনখেলায় হবে নাকি আবার তুমি মগ্ন?
গণতন্ত্রের সুযোগ নিয়ে দেশকে দিচ্ছো গালি!
হিংসাভরা পেটে তোমার মনটা ভীষণ খালি!
গণতন্ত্র আছে বলেই তোমরা এখন রাজা,
তোমার বিরাট অধিকারে হচ্ছে মানুষ ভাজা!
নিজের স্বার্থে রাজাকারকে বলছো ডেকে ভাই,
তোমার এমন অধিকারে বিধিনিষেধ নাই!
এত সুযোগ পাওয়ার পরও গণতন্ত্র খোঁজো!
গণতন্ত্র মানেটা কী? আসলে তার মানে বোঝো?
গণতন্ত্র আছে বলেই কথা বলার সুযোগ,
আরও কত সুবিধা যে করছো তুমি ভোগ!
মিথ্যাকথার প্রলেপ দিয়ে দিচ্ছো দেশে ঝাঁটা,
গণতন্ত্র মানে কি ভাই উলঙ্গ হয়ে হাঁটা?
সাইয়িদ রফিকুল হক
২১/১১/২০১৮
২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: বাংলাদেশে সকলের সমান ভোটাধিকার রয়েছে।
সবাই এখন ভোট দিতে পারে।
কেউ যদি নির্বাচনে পরাজয়ের ভয়ে ভোট না দেয় সেটা অধিকার হরণ নয়। বরং এটি তার বোকামি। আর এটি তার অপরাধও বটে।
দেশে জাতীয় পরিচয়পত্র তৈরি হয়েছে। এখন সবাই নিজ-নিজ ভোট দিতে পারে।
আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা।
২| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ সাইয়িদ রফিকুল হক - জনাব,
গণতন্ত্র মানে আমার ভোট অন্য জনে দিয়ে দেওয়া ।
গণতন্ত্র মানে একশ চুয়ান্ন আসনে বিনা ভোটে নির্বাচিত হওয়া ।
গণতন্ত্র মানে সাফাই গেয়ে কবিতা লিখা ।
২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: জনাব,
১. জাতীয় পরিচয়পত্র তৈরির পর কেউ কারও ভোট দেয় না।
এসব গুজব, অসত্য ও অপপ্রচার।
এখন সবাই নিজ-নিজ ভোট দিতে পারে।
২. গণতন্ত্র মানে কী ২১-এ আগস্টের গ্রেনেড হামলা?
৩. গণতন্ত্র মানে কী একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের চক্রান্ত?
৪. গণতন্ত্র মানে কী যাত্রীবাহী-বাসে আগুন দেওয়া?
৫. গণতন্ত্র মানে কী রাজাকারদের বুকে টেনে ভাই-ভাই বলে কোলাকুলি করা?
৬. গণতন্ত্র মানে কী নির্বাচনের দিন ৫০০টি স্কুলে আগুন দেওয়া?
৭. গণতন্ত্র মানে কী মিথ্যা বলা?...
এটি সাফাই নয়। এটি সত্য। আর সত্য কখনও সাফাই হয় না।
তবে সত্য সবার ভালো লাগে না।
ধন্যবাদ আপনাকে।
৩| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০
রাজীব নুর বলেছেন: এই পৃথিবীর মধ্যাকর্ষন শক্তির কারনে আমরা আকাশকে উঁচু হিসাবে দেখি। দৃশ্যত সকল উচু নীচুই আপেক্ষিক। অর্থাৎ এই মহাজগতে কেউ কার উপরে বা নীচে নয়। উঁচু একটি মানবিক জ্ঞান, মহত্ব, শান্তি ও ক্ষমার বিষয়। প্রানীর প্রানের বিষয় নয়, বিষয়টি সম্পূর্ণ আত্মিক। এক কথায় তৌহীদ।
০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
মাহমুদুর রহমান বলেছেন: গণতন্ত্র বলতে কোনও জাতিরাষ্ট্রের এমন একটি শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে নীতিনির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক বা সদস্যের সমান ভোটাধিকার থাকে।