নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

ধামাধরে থেকো

১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:১৯



ধামাধরে থেকো
সাইয়িদ রফিকুল হক

ধামাধরে আছো ধামাধরেই থাকো
ঘুরে যাবে তোমার ভাগ্যের চাকা!
ক’জন পারে বিবেক পদদলিত করে
তোমার মতো এমন ভাগ্যবান হতে?
গতকাল রাত বারোটার পরে তোমার হাতে নাকি
এসেছে সেই মীরজাফরের গোপন এক চিঠি!
বুকপকেটে রেখো নাকো অমন চিঠি,
খুব সাবধানে রেখো, কেউ দেখে ফেলবে যে!
খুব আড়ালে কিংবা লুকিয়ে রাখো আরও সযত্নে,
তোমার সৌভাগ্যের সদর দরজা খুলে যাচ্ছে এবার।

মধ্যরাতে তুমি নাকি শুনেছো এক গায়েবি আওয়াজ!
সলিমপুরের পীরসাহেব কেবলা নাকি তোমাকে কাল সকালে
দিয়ে দিবে সীলমোহরযুক্ত দরবারের খিলাফত!
তুমি মদ খেয়েছো, মানুষ খুন করেছো, ধর্ষণ করেছো...
তাই এমন কী হয়েছে এই মাটির পৃথিবীতে?
এখানে কে কার গোনাহ’র কথা এত বেশি মনে রাখে?
এবার তোমার গোনাহরাশি মুছে যাবে সলিমপুরের বদৌলতে,
তুমি শুধু ১০০ বস্তা চাল, দশটা গোরু আর ৫০টা খাসি দিয়ো
বেহেশতের নিকটবর্তী বরকতপূর্ণ সলিমপুরের দরবারের নামে।

তুমি ধামাধরে আছো আর ধামাধরেই থেকো,
আস্তে-আস্তে তুমি একদিন হাসিমুখে পৌঁছে যাবে
নয়নজুড়ানো হুর-গেলমানদের রঙিন দরবারে।
তোমার কোনো দুর্ভাবনা নাই, ভয়ও নাই, চিন্তাও নাই,
তুমি হলে রাজকীয় দরবারের খাস মেহমান,
রাজনীতিতে তোমার নাম সবার উপরে থাকার দরকার নাই,
তুমি থেকো উপরের অধীনে আর তার একটুখানি নিচে,
দু’হাতে সব বাগিয়ে নাও, অর্ধেক খেয়ো তুমি
আর অর্ধেক দিয়ো তোমার প্রিয় নায়েবে রসুলের নামে
পৃথিবীর সব গোনাহ তিনি মাফ করিয়ে দিবেন এক শুক্রবারে!
তুমি শুধু ধামাধরে থেকো আর ধামা-বাগিয়ে সব ভরে নিয়ো।
তোমাদের জন্য আজ এই পৃথিবীতে সবকিছু একেবারে হালাল!



সাইয়িদ রফিকুল হক
১২/০১/২০২১

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


কোন উদ্দেশ্য আদর্শ?

১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: উদ্দেশ্য-আদর্শ একটাই:
ভণ্ডামির স্বরূপ উন্মোচন।

আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা।

২| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১০

চাঁদগাজী বলেছেন:



ভন্ডামীর বাইরেও যে জীবন আছে, বাংগালীদের পক্ষে সেটা জানা সম্ভব হয়নি।

১৩ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আছে। অনেকে তা জানারও চেষ্টা করছেন।
তবে বাঙালির জীবনে ভণ্ডামির চিত্র প্রকট।
এটাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়।

আপনাকে অশেষ ধন্যবাদ।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ধর্ম এবং রাজনীতি দুজনকেই একহাত (এক হাতের বেশি)নিলেন।মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে সেটারও ইঙ্গিত দেয়া দরকার।

১৩ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সমাজের একটুখানি খণ্ডচিত্র। কলমের খোঁচায় হঠাৎ উঠে আসে।

আপনাকে অশেষ ধন্যবাদ। শুভেচ্ছা আর শুভকামনা।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: দীর্ঘদিন মানুষ এক রকম থাকতে পারে না।

১৩ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: মানবস্বভাবের পরিবর্তন খুব একটা হয় না। বাংলাদেশে এটি আরও বেশি। এখানে, বদ্ধমানুষের সংখ্যা আরও বেশি।
আপনাকে অশেষ ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.