নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

কবিতার মানে

১৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৫



কবিতার মানে
সাইয়িদ রফিকুল হক

তোমরা সবাই কবিতাকে আজ ভাবছো খুবই সস্তা!
দিনেরাতে তাই আজেবাজে লিখে নিমিষে ভরছো বস্তা।
কবিতার কথা মনভাবনায় ভাবতে হয় যে ধ্যানে,
সাধক-প্রাণের ভাবুক-মনই বোঝে কবিতার মানে।
কবিতা নয়কো বিলাসী কারও খেয়ালখুশির বন্যা,
কবিতারা হলো হৃদভাবনার কৃষ্ট শব্দের কন্যা।
উৎকর্ষতা যখন কারও মনের গভীরে আসে,
হৃদয়খাতায় দেখবে তখন কবিতা তোমার ভাসে।
হৃদয়বেদনা খুব ভালোবেসে রক্তআখরে লেখো,
হৃদয়ের কাছে প্রতিদিন তুমি কবিতা-লেখাই শেখো।

ছন্দ তোমার মনের ভিতরে আজও বাঁধেনি বাসা,
কেমন করিয়া বন্ধু হে তুমি কবিতা লিখবে খাসা?
সবার আগে যে ছন্দসাগরে ডুব দিবে তুমি শুধু,
তারই সঙ্গে পান করবে হে ভাবসাধনার মধু।
দেখবে তখন কেমন হাসিয়া কবিতা তোমার আসে,
ছন্দজ্ঞানের হৃদ-ভালোবাসা কবিতা ফোটাবে খাসে।
কবিতাস্বর্গে ঢুকতে চাইলে কবিতা বুঝবে আগে,
মগজে তখন কবিতা আসবে রঙিন ফুলের রাগে।
ভালোবাসি আজ কবিতাবন্ধু, কবিতা বাসায় ভালো,
পৃথিবীটা আরো সুন্দর হবে, কবিরা জ্বালাবে আলো।


সাইয়িদ রফিকুল হক
১৮/০৮/২০২১

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৩

ফয়সাল রকি বলেছেন: মনের কথা বলেছেন। বোম মারলেও কবিতা বের হয় না আমার ভেতর থেকে! চেষ্টাও করি না।

১৯ শে আগস্ট, ২০২১ রাত ১০:২৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা আর শুভকামনা নিরন্তর।

২| ১৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:



সস্তা ভাবনার কবিতা আসলে খুবই সস্তা ও বিরক্তিকর; যারা বাংলা বাক্য সঠিকভাবে লিখতে পারেন না, ষেই রকম অনেকেই সামুতে কবিতা পোষ্ট করছেন। কবিকে পাঠকের কন্ঠ হতে হয়, সেটাও সামুর কবিতায় নেই বললেই চলে। কবিদেরকে সমাজ ও জীবনদর্শনে প্রাজ্ঞ হতে হয়, সেটাও নেই সামুর বেশীরভাগ কবির বেলায় নেই; অনেকই থালি-বাসন, খাবার টেবিলের ছবি দেয়ার পর, হঠাৎ করে কবি হয়ে যাচ্ছেন।

১৯ শে আগস্ট, ২০২১ রাত ৮:৩৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আসলে তাই,
কবিতা আরাধনার বিষয়। অনেকেরই এবিষয়ে ধ্যানজ্ঞন নেই। কয়েকটি লাইক পেলে তারা মনে করে যে সে কবি হয়ে গিয়েছে।
আপনাকে অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।

৩| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। ভালো লাগলো। আশা করি ভালো আছেন। করোনা থেকে সাবধান থাকবেন।

২০ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে দেখে আমারও খুব ভালো লাগছে। পাশে থাকায় কৃতজ্ঞ।
আপনিও বাইরে বেশি যাবেন না। পরী-মাকেও বাইরে নিবেন না।
ভালো থাকবেন। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.