নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশটা থাকবে বাংলা

১৪ ই মে, ২০২২ বিকাল ৫:০৯



বাংলাদেশটা থাকবে বাংলা
সাইয়িদ রফিকুল হক

সোনার বাংলা লংকা হবে
ভাবিস তোরা কেমনে?
একাত্তরে পাকিস্তানের
স্বপ্ন দেখতিস যেমনে?

বাংলাদেশের ভালো দেখে
কলজে তোদের জ্বলে,
দেশের ক্ষতি করিস তোরা
ভদ্রবেশীর ছলে।

বুকের ভিতর আগুন তোদের
ফাঁসি হইছে বাপের,
আরও কত ফাঁসি হবে
দেশবিরোধী সাপের।

বাপের শোধটা তুলতে তোরা
দেশকে বানাস লংকা!
আর কতকাল বাজাবি রে
মিথ্যা-পাপের ডঙ্কা?

চাপার জোরে অনেকেই যে
হচ্ছে এখন বক্তা,
জনরোষের শিকার হলে
হয়ে যাবি তক্তা।

নিজের পাপের গুদাম ঢাকতে
দেশকে ভাবছো লংকা!
রাজাকারদের ফাঁসি হবেই
কাটবে জাতির শঙ্কা।

বাংলাদেশটা থাকবে বাংলা
হবে খাঁটি সোনার,
এই আশাতেই সময় নাইরে
পাতিশিয়াল গোনার।


সাইয়িদ রফিকুল হক
১৪/০৫/২০২২

মন্তব্য ১২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২২ বিকাল ৫:২৮

গেঁয়ো ভূত বলেছেন:


আপনি এইসব কি কন? কত জনে অপেক্ষা করতাছে আলু পোড়া খাওয়ার জন্য।

১৪ ই মে, ২০২২ রাত ৮:৪৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আলুপোড়া খাওয়ার জন্য এরা সেই কবে থেকে বসে রয়েছে।
মহান আল্লাহ যেন এদের কুআশা কোনোদিনও পূর্ণ না-করেন। আমীন।

অশেষ ধন্যবাদসহ শুভকামনা রইলো আপনার জন্য।

২| ১৪ ই মে, ২০২২ বিকাল ৫:৪২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সে ট্যাগিং। পোস্টে আলোচনার সুযোগ কি আছে ? নাকি ট্যাগ মারবেন ? ট্যাগ প্যাক মারলে মন্তব্যটি ডিলেট দিবেন।

লোকজন ধারণা করতেই পারে। তাই বলে তাদের পাকি বানাইয়া দিলেন পূর্বের ন্যায়। বাংলাদেশে কি শ্রীলংকার মতো গোষ্টীতন্ত্র নেই?
তথ্যাভিজ্ঞরা মনে করছেন শ্রীলংকার উদাহরণ থেকে এখন থেকে বাংলাদেশকে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে। সঠিক পরিকল্পনা না করে বৃহৎ প্রকল্পের খরচাপাতি, রাজনৈতিক অপশাসন, রেমিটেন্স কমে যাওয়ার উপর ভিত্তি করে যে কেউ ধারণা ভীত হতেই পারে। তাই বলে তাদের রাজাকার পুত্র বানিয়ে দিলেন ? বাংলাদেশ কি ঋণগ্রস্ত নয়? ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশকে ১৯১ কোটি ডলার ঋণ শোধ করা লাগবে। বাংলাদেশ যদি স্বল্পোন্নত দেশ এর তালিকা থেকে একবার বাদ পড়ে গেলে বাংলাদেশ কি কম সুদে আর ঋণ পাবে? বৈদেশিক মুদ্রার রিজার্ভ কি পরিমাণ কমছে হিসেব আছে?


প্রথম আলোর মামুন রশিদ এর কলাম পড়ে জেনেছি তথ্য গুলো। তিনিও কি রাজাকার ?

তবে একথা আমি মানছি বাংলাদেশ শ্রীলংকা হওয়ার কোন সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে ধারণা অমূলক নয় । কি কি কারণ উপরে উল্লেখ করেছি।

১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে ট্যাগ মারবো কোন্ দুঃখে?
সামান্য সমালোচনা যদি সহ্য না-করতে পারি তাহলে লেখক হবো কীভাবে?
আপনি আরও সমালোচনা করতে পারেন। আমি সহ্য করতে পারবো।
কিন্তু ভাই, সমালোচনা বুঝেশুনে, জেনেশুনে করবেন। কারণ, আপনি যার রেফারেন্স দিয়েছে তা মোটেই সত্য নয়।
আজকের দৈনিক পত্রিকাগুলোর দিকে চোখ বুলান। দেখুন, সেখানে লেখা আছে: ১. বাংলাদেশ রেমিটেন্স আয়ের দিক থেকে বিশ্বে ৭ম স্থানে রয়েছে। এজন্য বিভিন্ন রাষ্ট্রসহ জাতিসংঘ বাংলাদেশের প্রশংসা করেছে। ২. বাংলাদেশের গার্মেন্টস-সেক্টর এখন দারুণ সুবিধাজনক অবস্থানে রয়েছে। ৩. বৈদেশিক সকল ঋণ বাংলাদেশের সময়মতো পরিশোধের সামর্থ্য ও সক্ষমতা রয়েছে।
বাংলাদেশের রিজার্ভ নিয়ে কোনো আতঙ্ক নেই। তা সন্তোষজনক, এবং তা দিনে-দিনে আরও বাড়ছে।

প্রথম আলো একটি ভিন্নচিন্তাধারার রাজনৈতিক গোষ্ঠী। তাদের একজন কর্মী মামুন রশিদ কী লিখলো আর না-লিখলো তাতে বাংলাদেশের কিছুই যায়-আসে না। বাংলাদেশে এখনও শক্তিশালী ভিতের উপরে দাঁড়িয়ে রয়েছে।
আমি কাউকে রাজাকার বলিনি। যারা বাংলাদেশকে যেকোনোভাবে শ্রীলংকা্ বানাতে চায় তাদের তিরস্কার করা হয়েছে। এরা আসলেই জাতির শত্রু।
ভালো থাকবেন। আরও সমালোচনা করবেন।
শুভেচ্ছা রইলো।

৩| ১৪ ই মে, ২০২২ বিকাল ৫:৫৮

মাস্টারদা বলেছেন: কবিতা ভালো হয়েছে। কিন্তু সেটা ঢাকা পড়েছে নিচু চিন্তার গন্ধে

১৪ ই মে, ২০২২ রাত ৮:০৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার মন্তব্য খারাপ হয়নি। আপনি একজন সম্মানিত ব্লগার ও পাঠক হিসাবে সমালোচনা করতেই পারেন।
কিন্তু নিচু চিন্তার গন্ধটা কী? যদি বলতেন।

আপনাকে অশেষ ধন্যবাদ। সঙ্গে শুভেচ্ছাও।

৪| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: মাস্টারদা বলেছেন: কবিতা ভালো হয়েছে। কিন্তু সেটা ঢাকা পড়েছে নিচু চিন্তার গন্ধে
আমিও তাই বলি

৫| ১৪ ই মে, ২০২২ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৫ ই মে, ২০২২ বিকাল ৫:২৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য।

৬| ১৪ ই মে, ২০২২ রাত ১১:১০

মাস্টারদা বলেছেন: নিচু চিন্তার গন্ধটা কী? যদি বলতেন।

দেখেন শ্রীলঙ্কার অবস্থার মতো হতে পারে যদি আমরা সচেতন না হই। কী কী হতে পারে আর কীভাবে হতে পারে, তার থেকে বাঁচার সমধান কী ___এসব তথ‍্য উপাত্ত দিয়ে ব‍্যাখ‍্যা করেছেন দেশের খ‍্যাতিমান পণ্ডিতেরা, অভিজ্ঞরা (সাবেক পররাষ্ট্রসচিব মো: তৌহিদ হোসেন, অর্থনীতিবিদ মইনুল ইসলাম, সিপিডির অধ‍্যাপক মুস্তাফিজ, মালয় বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক নিয়াজ আসাদুল্লাহ এমনি নামকরা লোকেরা)। তারা প্রত‍্যেকে তাদের নিজ নিজ জায়গায় নিজ নিজ কাজ দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। উনাদের কাজ কিন্তু এটাই। সম্ভাব‍্য বিপদের দিক নির্দেশনা দেয়া।
এখন এরা কী দেশোদ্রোহী? পাকিস্তানি? রাজাকার?
সবাইকে ঢালাওভাবে এভাবে খেতাব দেয়া কতটা ঠিক?

আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যেই ক্ষমতায় থাকুক, মনে করেন, কোথাও কোনো ভুল হচ্ছে না, কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু তা তো অসম্ভব। মানুষ মাত্রই ভুল হবে। আর যারা সেই ভুল দেখিয়ে দেয় তারা সবাই শত্রু হয়?
এমন ধারণা কী ঠিক?

১৫ ই মে, ২০২২ সকাল ৮:৩৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: দেখুন, দেশের সরকার এখন যথেষ্ট সচেতন। তারা দেশকে ভালোবাসে।
দেশের জন্য তাদের অতীত, বর্তমান ও ভবিষত্যের কমিটমেন্ট রয়েছে।
সরকার সচেতন বলেই বাংলাদেশে এখন রেমিটেন্স আয়ের দিক থেকে বিশ্বে ৭ম স্থানে রয়েছে।
বাংলাদেশের গার্মেন্টসশিল্পও এখন দারুণ সুবিধাজনকস্থানে রয়েছে। এরা সকল মন্দা কাটিয়ে উঠেছে।
আরও, অন্যান্য সেক্টরগুলোও এগিয়ে রয়েছে। এগিয়ে যাচ্ছে।
আপনি যেসব লোকের উদাহরণ দিয়েছেন:
খ‍্যাতিমান পণ্ডিতেরা, অভিজ্ঞরা (সাবেক পররাষ্ট্রসচিব মো: তৌহিদ হোসেন, অর্থনীতিবিদ মইনুল ইসলাম, সিপিডির অধ‍্যাপক মুস্তাফিজ, মালয় বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক নিয়াজ আসাদুল্লাহ এমনি নামকরা লোকেরা)।
এরা একটা গোষ্ঠীর পেইড-এজেন্ট। এরা অহেতুক বিতর্কসৃষ্টি করে আনন্দ পায়। টাকার বিনিময়ে এরা পত্রিকায় লেখালেখি করে থাকে। নিজেদের ব্যক্তিগত ধারণাসমূহ প্রকাশ করে মাত্র। এরা কেউই দার্শনিক কিংবা সত্যিকারের বুদ্ধিজীবী নয়। এরা কখনোই সরকারের ভুল ধরিয়ে দেয় না। এরা সরকারকে কথার মারপ্যাঁচে ল্যাং-মারার চেষ্টা করে থাকে। যারা সরকারের গঠনমূলক সমালোচনা করে তারা প্রকৃত বুদ্ধিজীবী। কিন্তু কোনো গোষ্ঠীর পেইড-এজেন্ট হয়ে যারা বাংলাদেশেকে শ্রীলংকা বানাতে চায় তারা উর্বরমস্তিষ্কের লোক। তাদের ধারণা ভ্রান্ত। কখনো সঠিক হবে না। বাংলাদেশ বাংলাদেশেই থাকবে। আর যারা অহেতুক দেশকে শ্রীলংকার রূপে দেখতে চায় তারা কখনোই ভালো লোক নয়। আর সে যেই হোক-না কেন।

আমি কাউকেই পাকিস্তানি কিংবা রাজাকার বলিনি। আমাদের আদিশত্রু রাজাকারদের তিরস্কার করেছি মাত্র।

প্রশ্নের উত্তর দেওয়ায় আপনাকে অশেষ ধন্যবাদ।

৭| ১৫ ই মে, ২০২২ সকাল ১১:২১

মাস্টারদা বলেছেন: আমিও জানি, মানি সরকার সচেতন। দেশের মঙ্গলে চেষ্টা করছে। তারা দেশকে ইচ্ছে করে ডুবাবে না__ কিন্তু তাদের সব পদক্ষেপ যেমন মন্দ নয়, তেমনি সব পদক্ষেপ ভালোও না। রাজনৈতিক বিচারেও কিছু কিছু পদক্ষেপ যেকোনো সরকারই নেয়। তবে দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে এটা কেউ বলবে বলে আমার মনে হয় না। বাংলাদেশ বাংলাদেশই থাকবে। ঝড় ঝামটা সব উতরে যাবে।

আমার কেন জানি আমার মনে হল আমি আপনাকে বুঝাতে পারিনি উনারা কী বলতে চেয়েছেন। আর ("এরা একটা গোষ্ঠীর পেইড-এজেন্ট";)___ বলার পরে কথা বাড়ানো সমীচীন মনে করছি না।

প্রশ্নের উত্তর দেওয়ায় আপনাকে অশেষ ধন্যবাদ। __স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.