![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
বারো মাস বাংলা চাই
সাইয়িদ রফিকুল হক
বারো মাসই বাংলা চাই রে
বারো মাসেই বাংলা,
অন্য মাসে ইংলিশ বলে
কেন হইবি হ্যাংলা?
ভাষার মাসে আদিখ্যেতা
দেখি কত রোজই,
বাংলা মা যে কাঁদছে কত
নিই না কোনো খোঁজই!
আমরা এমন অধম জাতি
করছি নিজের ক্ষতি,
দেশবিরোধী সকল কাজে
উৎসাহ যে অতি!
বাংলা হলো আসল ভাষা
দিচ্ছি তাকে ছেড়ে,
পরের ভাষা মিষ্টি ভেবে
খাচ্ছি কেমন কেড়ে!
বাংলা এমন মধুর ভাষা
পড়তে ভালো লাগে,
স্বপ্ন জাগায় নিত্যনতুন
তাইতে অনুরাগে।
কত দিবস কত নিশি
বাংলা পড়ি প্রেমে,
মন ফেরাতে পারে নাকো
মণি-মুক্তা-হেমে!
বাংলাভাষার গল্পগুলো
মধুখনি যেন!
একটুখানি পরখ করতে
বাংলা বই-ই কেন।
একটি মাসে বাংলা হয় না
চাই যে বারো মাস,
কৃত্রিমতা ভুলে গিয়ে
বাংলায় করো বাস।
বাংলা নিয়ে হ্যাংলামি আর
চলবে কত দেশে?
রক্তে কেনা বাংলাভাষা
থাকবে মলিন বেশে?
রফিক-বরকত, সালাম-জব্বার
আছে ভীষণ দুঃখে,
রক্তস্নাত মায়ের ভাষা
ঠাঁই পায় না সব মুখে।
পরের ভাষা চাটতে ভালো
খাইতে ভীষণ টক্ রে,
এখনও যে আছে সময়
আয় না ফিরে ওরে।
ভাষার মাসে লোকদেখানো
বন্ধ করো নাটক,
বারো মাসেই বাংলা চায় না—
তাদের করো আটক।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: কবিতা নিজের মতো করে ভাষার গাঁথুনি তৈরি করে নিয়েছে।
প্রথমে কাগজে লিখেছি। তারপর নিজের হাতে কম্পোজ করে আবার এডিট করেছি।
আমি আমার মতো। আমার লেখা আমার মতো।
আপনাকে অশেষ ধন্যবাদসহ শুভেচ্ছা অফুরান।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২১
এম ডি মুসা বলেছেন: ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?
বরকতের রক্ত।
হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে !
প্রভাতফেরীর মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।
চিনতে না কি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে ?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে ?
পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিল যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নী।
প্রভাতফেরী, প্রভাতফেরী
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।। আল মাহমুদ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: এখানে, শেষ স্তবকের তৃতীয় লাইনে ছন্দপতন ঘটেছে।
বাংলা আমার/ বচন,/ আমি/
কমার পরের শব্দের সঙ্গে পর্ব-বিভাজন দৃষ্টিকটু।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০০
সেলিম আনোয়ার বলেছেন: বারো মাস বাংলা চাই।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: গণদাবি হোক।
আপনাকে অশেষ ধন্যবাদ। শুভেচ্ছা আর শুভকামনা।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পাশে থাকায় কৃতজ্ঞ ভাই।
অফুরান ধন্যবাদ ও শুভেচ্ছা আপনার জন্য।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর!
২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা আর শুভকামনা নিরন্তর।
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৭
Subaita বলেছেন: বাহ বেশ
২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: কবিতা পড়ায় কৃতজ্ঞ।
অশেষ ধন্যবাদসহ আপনাকে শুভেচ্ছা নিরন্তর।
শুভকামনা।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৭
রানার ব্লগ বলেছেন: শুদ্ধ বাংলা চাই।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: বারো মাস শুদ্ধ বাংলা চাই।
অশেষ ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: কবিতা পড়ায় আনন্দিত।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪০
এম ডি মুসা বলেছেন: শেষ স্তবকের তৃতীয় লাইনে ছন্দপতন ঘটেছে।
বাংলা আমার/ বচন,/ আমি/
কমার পরের শব্দের সঙ্গে পর্ব-বিভাজন দৃষ্টিকটু।
এখানে কোথাও ছন্দ পতন হয়নি........। বাংলা আমার চার মাত্রা বচন বচন আমি দুই চার মোটা স্বরবৃত্ত যথাযথ ঠিক আছে। আপনি কিভাবে বলছেন সেটা ছন্দ পতন হলো আমার ছন্দ আইনে বা ছন্দ নিয়মে জানা নাই,,,
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪১
এম ডি মুসা বলেছেন: বাংলা আমার/৪ বচন আমি/ ৪ স্বরবৃত্ত ছন্দ সবকিছু ঠিক আছে সেটা কিভাবে ছন্দ পতন হলো এটা আল মাহমুদের কবিতা।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২১
এম ডি মুসা বলেছেন: চমৎকার লিখেছেন। শব্দ ব্যবহার একটু আরো ভালো করে গাঁথুনি দিলে ভালো হতো....