নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ়কথা,

আমি কেমন

তাকীব

I AM SO LAZY

তাকীব › বিস্তারিত পোস্টঃ

নববর্ষেও যৌন হয়রানি করল জাবি ছাত্রলীগ

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

নববর্ষের প্রথমদিনে মাষ্টার্সের দুই ছাত্রীকে শাড়ি টেনে যৌন হয়রানি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।



রবিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান চত্বরে এ ঘটনা ঘটে।





প্রত্যক্ষদর্মীরা জানান, বিশ্ববিদ্যালয়ের আফম কামাল উদ্দিন হলের নববর্ষের আনন্দ শোভাযাত্রার সময় মাষ্টার্সের দুই ছাত্রীকে রং দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।





এসময় তারা প্রতিবাদ করলে তাদেরকে চড়-থাপ্পর ও শাড়ি টেনে যৌন হয়রানি করে ওই হলের ছাত্রলীগ নেতা ও ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র সুবল দেবনাথ (আকাশ)।





এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বিষয়টিকে নিবৃত করতে গেলে তার সঙ্গেও অশোভন আচরণ করে ওই ছাত্রলীগ নেতা ও তার সহকর্মীরা।





এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, দু’ছাত্রীর সঙ্গে কয়েকজন ছাত্রের ঝামেলা হয়। বিষয়টি আমি সমাধান করতে গেলে তারা আমার সঙ্গে অশোভন আচরণ করে।’





বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হলে তাৎক্ষনিক সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক এম এ মতিন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও প্রক্টর ড. সোহেল আহমেদ।





পরে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, এ ঘটনার বিচার করা হবে। তবে ওই অভিযুক্ত ছাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা তা আমার সন্দেহ আছে।





প্রক্টর ড. সোহেল আহমেদ বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি এখন মীমাংসার জন্য চেষ্টা করছি।

Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

দুষ্টু ছোড়া বলেছেন: উত্তেজিত হওয়ার কি আছে? ধর্ষন তো আর করে নাই।
ছাত্রলীগ বলে কথা! শাড়ী টেনেছে, ব্লাউজে তো হাত দেয় নাই। কত ভদ্র আর সভ্য তারা ভেবে দেখুন।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫১

তাকীব বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.