![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের ডায়েরীতে অদৃশ্য কালিতে একটি সত্য আছে লেখা......."মানুষ বড় একা"
জনাব আনিসুল হক প্রথম আলো পত্রিকায় "নিউটনের চতুর্থ সূত্র" শিরোনামে চমৎকার এক লেখা উপহার দিয়েছেন ।
তিনি লিখেছেন, "নিউটনের চতুর্থ সূত্রটি অনেক আগেই আবিষ্কৃত ছিল, সম্প্রতি সেটি মান্য করা হচ্ছে। সূত্রটি হলো, একজন মানুষের জনপ্রিয়তা টেলিভিশনের মাইক্রোফোনের সামনে উচ্চারিত তাঁর কথামালার বিপরীত আনুপাতিক। অর্থাৎ যিনি যত বেশি কথা বলবেন, তাঁর জনপ্রিয়তা তত কমবে। এটা শত শত বছর আগেই আবিষ্কৃত হয়েছে। এ কারণেই লোকে বলে, নীরবতা হীরন্ময়। বলা হয়ে থাকে, তোমাকে দুটো কান আর একটা মাত্র মুখ দেওয়া হয়েছে। দু কান দিয়ে তুমি বেশি শুনবে, একটা মুখ দিয়ে তুমি খাবে, থুতু ফেলবে, হাসবে, কাঁদবে এবং মাঝেমধ্যে কথা বলবে। . . . . . .. . . .. . . .. . . . . .. . . . . ."
আমার যতটুকু জানা তা হলো টেলিভিশন আবিষ্কার হয়েছে বিজ্ঞানী নিউটন মারা যাবার অনেক অনেক পরে । তাই নিউটন এর সূত্র না বলাই ভাল ।
যেহেতু আইনস্টাইন এখনো অপ্রতিদ্বন্দ্বী বিজ্ঞানী, তাই এ সূত্র তারই হওয়া উচিত । তাতেই গ্রহণযোগ্যতা পাবে ।
লেখক বুয়েটের ছাত্র ছিলেন । তাই লেখকের নিকট হতে বিজ্ঞানীদের জীবনী সম্পর্কে সঠিক তথ্য আমরা কামনা করি ।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:৫২
উদাসী স্বপ্ন বলেছেন: কিন্তু এটা আইনস্টাইনের দ্বিতীয় সুত্র এটাই বাকি?
আইনস্টাইন আমার জানা মতে নিউটনের মতো কোনো সূত্র দেয়নি দিয়েছে পোস্টুলেট। যার দ্বিতীয়টা হলো আলো বেকে যায় যখন বিশাল ভরের পাশ দিয়ে যায় তার গ্রাভিটির কারনে।
স্পেশাল থিওরী অব রিলেটিভিটি যেটার উপর নির্ভর করে চতুর্থ মাত্রা হিসেবে স্পেস টাইম কার্ভেচার কোঅর্ডিনেটে হিসাব করতে বসি।
নাকি ভুল বললাম?