নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলবি না , তোর সমাজ পাগল

তৌফিক চাকমা

পাগল ছাড়া দুনিয়া চলে না ... পুরোই লিবার‍্যাল

তৌফিক চাকমা › বিস্তারিত পোস্টঃ

যেখানে আলো যেতে লজ্জা পায়

২২ শে মার্চ, ২০১৫ রাত ১:০৭

সমাজের সাধারণ কিছু সমস্যা নিয়ে প্রায়সময়ই ভাবি । যদিও অলাভজনক বলেন অনেকে ।
কিছুদিন ধরেই দেশের যৌনকর্মীদের জীবনযাত্রা এবং অধিকার নিয়ে কয়েকটি লিংকে পড়াশুনা করলাম ।
ঢাকা মহানগরে যেসকল পতিতালয় রয়েছে সেখানে সাধারণত নিম্নমধ্যবিত্ত হতাশাগ্রস্ত পড়াশোনা ছেড়ে দেওয়া কম রোজগারের
অথবা কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীরাও যৌনব্যবসা করছেন।
শহরের যৌনকর্মীরা সাধারণত পুলিশ আর দালালদের কাছেই হেয় হয়ে থাকেন ।
কিন্তু দেশের সবথেকে বড় লাইসেন্সড পতিতালয় ঢাকার কিছুটা বাইরে ।
অন্যসকল দেশে যেমন পতিতাদের অধিকার নিশ্চিত করার জন্য নানান আইন
এবং সংগঠন গড়ে উঠেছে , আমাদের এখানেও টা প্রতিয়মান । কিন্তু পার্থক্য এখানেই
যে বাকি অধিকাংশ দেশে এই কর্মীদের অধিকার নিশ্চিতও হচ্ছে একইসাথে (কিছু ইন্সিডেন্ট যদিও থেকে যায়) ,
কিন্তু আমাদের দেশে যৌনকর্মীদের অধিকার নিয়ে লড়ছেন খুবই কম মানুষ । এমনকি ব্যাপারটি যেন
একেবারেই অগন্য থেকে যায় প্রায়শই । এমনটা হচ্ছে , সেক্সুয়াল ওয়ার্কারদের জন্য শুধুমাত্র সেক্সুয়াল ওয়ার্কাররাই
লড়ছেন এখানে । যা খুবই হতাশাজনক ।
টাঙ্গাইল এবং দৌলতদিয়ার পতিতা কলোনি ঘুরে কিছু প্রামাণ্যচিত্র বানানো হয়েছিল , যেখানে
আমি মানবেতর জীবনযাপন করা কিছু পরিবার দেখলাম ।
হ্যাঁ , বুঝলাম খুব সহজেই আমরা এদের আপন করে নিতে পারবো না এবং এই না পারার কারণও
খুব হাস্যকর । কিন্তু কি দোষ একজন যৌনকর্মীর উপার্জিত স্বল্প টাকায় লালিত-পুষ্ট শিশুদের
অথবা জীর্ণ-রোগা বাবা-মায়েদের ?
পাঁচটি প্রধান এবং আবশ্যক অধিকার আদায়ের তাগিদেই তো এরা বেছে নিয়েছিলেন এইপথ ।
তবুও কি সমাজের নীতিনির্ধারকেরা অথবা সুজনেরা তাদের সকল অধিকার প্রতিষ্ঠা করে গিয়েছেন ?
শুধুমাত্র খাদ্য,বস্ত্র আর বাসস্থান দিয়েই আমরা হাওয়া । অনেক করে ফেলেছি বেচারিদের জন্য ।
একটা ভিডিওতে দেখলাম , একজন যৌনকর্মী সারাদিনের উপার্জিত টাকা দেখিয়ে বলেই ফেললেন ,
"আইজকা ৯০০ টাকা পাইছি সারাদিনে । কিন্তু এই টাকা দিলে কি এই দেশ আমার অধিকার দেবে? কত টাকা দিলে আমরা অধিকার
কিনতে পারুম ? "
প্রাতিষ্ঠানিক কোনপ্রকার শিক্ষা ছাড়া অধিকার আদায়ের এরকম ভাষা,
বুকের ভেতরের সকল কান্না চাপিয়ে সকপটে এরকম সমাজের প্রতি ঘেন্না
প্রকাশ আমি কখনোই দেখিনি ।
হ্যাঁ , আমি পাক হানাদারদের দ্বারা ধর্ষিত হতে কাউকে দেখিনি ।
কিন্তু আমি সমাজের দামি মানুষের দ্বারা লাঞ্ছিত, বর্জিত হতে দেখছি
আমারই পূর্বপুরুষের ঘরে জন্মানো মায়েদের, বোনদের ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২৫

engrumi বলেছেন: যে খানে সকলে কাজ করে খায় সেখানে এই পেশা কেন ?

২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫১

তৌফিক চাকমা বলেছেন: দারুণ প্রশ্ন । কিন্তু , এই পেশাকে তারা কেন বেঁছে নিয়েছেন , অন্য পেশা নয় কেন ?
এই প্রশ্নটা আগে করা উচিত নয়কি ?

২| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৭

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: পতিতালয় বাদে সভ্য সমাজ সভ্য হয়না, কিন্তু তাদেরকে মানুষ বলে গুণতে কেউ রাজী নেই- সুতরাং অধিকারের প্রশ্ন কেউ তোলেনা!!!

আপনার শেষ লাইনটুকু আসলেই গিয়ে বুকে লাগে ।।। ধন্যবাদ আপনাকে পোস্টটির জন্য। আরো বিস্তারিত ও তথ্যবহুল পোস্ট আশা করছি এসব বিষয় নিয়ে।

২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

তৌফিক চাকমা বলেছেন: সমস্যা আসলে কি জানেন ?
এখানে পেশাকেও আমরা ভিন্ন ভিন্ন উপসর্গ যোগ করে দেখতে এবং জানতে শিখেছি ।
একজন মেথরের সন্তানকেও কিন্তু আমাদের সাথে মেশার জন্য যোগ্যতার প্রমাণ দিতে হয় । অই যে , অঞ্জন দত্ত গেয়েছেন , "নিজের ঘরেও অনেক মানুষ পর" ।
ধন্যবাদ আপনাকে @আফসানা যাহিন চৌধুরী । আর অবশ্যই শেষের লাইনটা মাথায় থাকল । :)

৩| ২২ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৪

অলওয়েজ ড্রিম বলেছেন: মানবিক কিংবা মৌলিক অধিকার প্রত্যেকের থাকতে হবে। কেউ ভুল পথে হাঁটলে তাকে ফেরানোর মানবিক দায়ীত্বও কিন্তু আমাদের।

২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:০১

তৌফিক চাকমা বলেছেন: পথটাকে যেহেতু আবার রাষ্ট্রই সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে সেহেতু যথাযথ সম্মান এবং অধিকারও তো রাষ্ট্রের এবং সমাজের নিশ্চিত করা উচিত । তাই নয় কি ?
ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন ।

৪| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০৯

অলওয়েজ ড্রিম বলেছেন: ঝামেলা তো এখানেই। আইন স্ববিরোধিতায় ভরা। চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সজাগ থাকতে বলবে। আবার চোর ধরা পড়লে তাকে শাস্তিও দেবে।

যেমন, "ক" যদি কোনো কারণে বৌকে রেখে পতীতার কাছে যায় তাহলে ধরা পড়লে "ক"-কে অ্যাডাল্টারি কেসে ফেঁসে যেতে হবে।

পতীতাবৃত্তি অবৈধ নয় কিন্তু তার কাছে যাওয়াটা অবৈধ!!! কী বিচিত্র আইন!!!

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৪১

তৌফিক চাকমা বলেছেন: আইনের বিচিত্রতা তো জানেনই ভাই ।
আইন সকলের উপরে , শুনেন নি ?
মাথার অনেক উপরে । :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.