নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলবি না , তোর সমাজ পাগল

তৌফিক চাকমা

পাগল ছাড়া দুনিয়া চলে না ... পুরোই লিবার‍্যাল

তৌফিক চাকমা › বিস্তারিত পোস্টঃ

মামা কারা ?

২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১২

মায়ের ভাইদেরকে আমরা মামা বলি ।
ছোটবেলায় অনেকের মুখে শুনতাম দুইটা "মা" এর কাছে যেই আবদার করা যায় , তা এক মামার কাছেই করা যায় । তাহলে কথা দারাল, মামা খুবই কাছের । অনেক ছেলেমেয়ে মা-বাবা ছেড়ে মামার আদর্শে উজ্জীবিত হয় কিন্ত্ু । সুতরাং মামার অবস্থানটা ঠিক কোথায় , বুঝতেই পারছেন । মামা হাজারটা আবদার পূরণ করবে , করার চেষ্টা করবে , না পারলে কষ্ট পাবে । এরা হলেন মামা ।
আবার "শকুনি" টার্মটা আগে বসালে মামার চেহারাটাই ভিন্নরকম । মামার খানিকটা বিপরীত কোণে অবস্থান হয় যার ।
এখন কথা হল , শহরে আমার বয়সী অথবা এই জেনারেশনের যারা সুশীল পরিবার বিলং করে তাদের কিন্তু প্রতিগলিতেই মায়ের ভাই রয়েছে ।
এতো মামা আমাদের , চিন্তাও করা যাবে না ।
ছোটবেলায় হারিয়ে যাওয়া সব মামাগুলোকে একপলকেই আমরা চিনে ফেলি । তারপরে কত হাসিঠাট্টা , আবদার কে দেখে !!
কিছু মামা আদর করে শহর ঘুরাতে নেয় , শেষে আবার নিরাপদে ঘরেও পৌঁছে দেয় । কেউ বা চা বানিয়ে খাওয়ায় । কেউ আবার বড় হয়েছি কিনা না জিজ্ঞেস করেই সিগারেট ধরিয়ে দেয় । আরও কত খাবার , যা হতে পারে পদার্থের সকল অবস্থারই ।
এতো সুখের সাক্ষী হয় মামারা , আমরা কি মামাদের ভাগ্নের মতো জেনেছি বা বুঝেছি কখনও ? বা জানতে বা বুঝতে চেয়েছি ?

জানি সময়ের অভাবে হয়ে ওঠেনা অনেকসময় ।
কিন্তু সময় পেলে কেন মামাদের সাথেই দুর্ব্যবহার করছি ?
কংসু মামা হলে ভিন্ন কথা , তাও তো বুঝিয়ে বলা উচিত । কারণ অভাবে বেড়ে ওঠা তো , বলতে শিখেনি ভালভাবে অনেকেই ।

"পটঃ ---
বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয় পড়ুয়াই অনেককে প্রায়ই রিকশাওয়ালা মামাদের গায়ে হাত তুলতে দেখি । কতখানি নোংরা আমরা ! ছি ! শুধু প্রাতিষ্ঠানিক বড় হওয়াটাই হচ্ছে , মনস্তাত্ত্বিকভাবে না । "

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.