![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদাফ দাদুবাড়িতে এসেছে ।
বাবা-মা এবার ঈদের ছুটিতে পুরোটা সময় গ্রামে কাটাবেন । এখানে নাকি কুয়াশা চাদর মুড়িয়ে দেয় বিশাল ধানক্ষেতে । শিশির ভেদ করে
নাকি ঘাস পাকাতে নাকি সূর্যের একটু বেশিই বেগ পোহাতে হয় । আর ভিটেমাটির নাকি অন্যরকম গন্ধ ।
পুরো পথজুড়ে বাবার মুখে এসব কথা শুনতে শুনতে অজান্তেই সাদাফ আঁকিবুঁকি করছিল , ভিটেমাটি কেমন হয় ।
শহরে সে অনেকরকমের মাটি দেখেছে । লাল লাল মাটি , রাস্তার পাশের হলুদ মাটি , আবর্জনামাখা কালো মাটি ।
দাদুবাড়ি আসার পরে ভিটেমাটির কথা ভুলে গিয়েছে সাদাফ ।
বাড়িতে ঢোকার পথে সরু কাচারাস্তার দুপাশে বড় দুটি তালগাছ দেখে সে তো ভারী অবাক ।
ধানমন্ডি লেকের থেকেও বড় একটা লেক একপাশে আবার ।
বাবা শুধু বলে যাচ্ছেন , "জানিস , আগে অনেক মাছ ছিল , আমি আর তোর কাকা মিলে অনেক মাছ ধরতাম । আর বর্ষাকালে এই খালে বঁড়শি পেতে বোয়াল ধরতাম , একবার তো তোর কাকা
একটা বোয়াল ধরল , ইয়া বড় গোঁফ ।.................. কি সুখের দিন ছিলরে , জানিস ?"
সাদাফ দূরে উড়ে যাওয়া পানকৌড়ির দিকে তাকিয়ে থাকে শুধু ।
বাড়ি থেকে কিছুদূরেই একটা ব্রিজ ।এখানে নাকি একটা বাঁশের সাঁকো ছিল । বাবা নাকি ওই সাঁকো পার হয়ে স্কুলে যেতেন ।
দাদুর মুখ থেকে আবার শুনেছিল বাবা নাকি ছোটবেলায় খুব আম চুরি করতেন গ্রামের অধিকাংশ গাছ থেকে ।
হা হা ...... সাদাফ নিজেকে কোনভাবেই বাবার চরিত্রে কল্পনা করতে পারে না ।
কিন্তু বাবা বড্ড তৃপ্তি নিয়ে কথা বলে যাচ্ছেন ।
আবার দাদুর কথায় মাঝে মাঝেই লজ্জা পাচ্ছেন । সাদাফ অনেককিছু পুরোপুরি না বুঝেও হেসে ফেলে ।
সপ্তাহখানেক কেটে যায় ।
রাতের ট্রেনে করে আবার ঢাকা ফিরতে হবে ।
দাদু কিছু কাচাআম , আঁচার আর মুড়ি দিয়ে দিয়েছেন । এগুলো শহরেও পাওয়া যায় ।
কি জানি ! বাবা বলেন , "বাড়ির খাবার । ভেজালহীন ।"
সাদাফ একটা কাচের ছোট বাক্স খুঁজে পেল কোথায় যেন ।
গতকাল রাতে সে বাগানে জোনাকি দেখেছিল ।
আজ হঠাৎ তার মনে পড়লো জোনাকির কথা । একটা জোনাকির সাথে খুব জমেছিল তার ।
বাবা-মা বিদায় নিয়েছেন ।
সাদাফ হঠাৎ কোত্থেকে একটা জোনাকি কাচের বাক্সে ভরে নিয়ে আসলো । বলল , শহরে নিয়ে যাবে ।
কিন্তু কিছুতেই একটা ব্যাপার পরিষ্কার হচ্ছে না তার কাছে , এই জোনাকিটা বারবার
কাচের দেয়ালের কাছে এসে কিযেন বোঝাতে চাচ্ছে ।
আসল জোনাকিটা ধরেছিল কিনা ঠিক বুঝে উঠতে পারছে না ।
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১৭
তৌফিক চাকমা বলেছেন: ভালো লাগাটা ভালো লাগায় রইল ।
ভালো থাকবেন ভালোর মাঝে ।
২| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৯
ব্লগার মাসুদ বলেছেন: ভাল লাগা থাকলো ।
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১৭
তৌফিক চাকমা বলেছেন: ধন্যবাদ ।
সুখীসমৃদ্ধ থাকুন ।
৩| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৩
বৃতি বলেছেন: ভালো লাগলো গল্পটা।
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১৯
তৌফিক চাকমা বলেছেন: ঘুড়ির মতোই নাটাই ছেড়ার নেশায় থাকবেন ।
ধন্যবাদ ।
৪| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৪
রোদেলা বলেছেন: খুব সুন্দর লাগলো কথা আর ছবি।
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩২
তৌফিক চাকমা বলেছেন: ধন্যবাদ আপনাকে । ছবিটা যার তাকেও ধন্যবাদ ।
৫| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: শহুরে কাঠিন্যতার দৈন্য ফুটে ওঠে গ্রামের মেঠোপথে। গল্পে ভালো লাগা জানবেন।
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩৩
তৌফিক চাকমা বলেছেন: সেটাই । নরম কাদামাটিগুলো এখন তপ্ত ইট হয়ে যাচ্ছে ।
৬| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৯
লাবিব ফয়সাল বলেছেন: অসাধারণ,,,,
৭| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১২
মানুষ বলেছেন: পছন্দ হয়েছে
৮| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৩
সুমন কর বলেছেন: ভালো লাগল।
৯| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১২
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: দারুণ এবং
দারুণই...
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩৭
তৌফিক চাকমা বলেছেন: ধন্যবাদ আফসানা যাহিন চৌধুরী ।
এতো শীঘ্রই আপনাদের মতো মানুষদের ভালোলাগায় কবিতা জায়গা পেল বলে ।
ভালো থাকবেন । রৌদ্রোজ্জ্বল পাতার মতো ।
১০| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৬
কলমের কালি শেষ বলেছেন: মৌহনীয় লেখা । ভাল লেগেছে ।
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩১
তৌফিক চাকমা বলেছেন: ভালো লাগলো শুনে ভালো লাগলো ।
ভালো থাকবেন সদা ।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০১
***মহারাজ*** বলেছেন: ভালো লাগলো পড়ে ।