নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

২০০৬-২০১৬

আলী

© ALI 2006, ALL Rights Reserved

আলী › বিস্তারিত পোস্টঃ

আমাকে কেউ সিলেটি ভাষা শিখাবে?

০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:০৭

মিনিমাম কথাবার্তা চালানোর উপযোগী সিলেটীভাষা শিখতে চাই। জরুরী ভিক্তিতে যোগাযোগ করুন। সম্মানী দেয়া হবে।

মন্তব্য ৩৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:০৯

ডেসপ্যারাডো বলেছেন: ইটা খিটা হয়?

২| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:১০

আরিফ জেবতিক বলেছেন: কেনে?ছিলটি বিয়া করতায় নি রে বো?হাছা হিকতায় নি?বাক্কা কটিন আছে।

হাছা হিখলে আমারে কইও।দেখি কিতা করতাম পারি।

৩| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:১০

ম. রহমান বলেছেন: প্যাচ পোনদা সিলোডী ভাষা...

৪| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:১৩

ম. রহমান বলেছেন: সিলেটি ভাষা শিখতে হতে আরিফ ভাইয়ের লগে মাতো...

৫| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:১৬

নজমুল আলবাব বলেছেন: ও বাই সিলেট ওইল দুনিয়ার বাদ জাগা। ই মাত হিকিয়া কিতা ওইত?

৬| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:৩০

অ্যালন বলেছেন: এইডা খোন খতা অইলোনি....

৭| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:৩৩

নজমুল আলবাব বলেছেন: কোনটা কোন খতা ওইলনি @ অ্যালন

৮| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:৩৭

চোর বলেছেন: লন্ডনে সিলেটি রেস্টুরেন্টে কাজ করতে সিলেটি ভাষা জানা লাগে। হালকা পাতলা পারি। কিন্তু আপনের কেন লাগবে?

৯| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:৩৮

অ্যালন বলেছেন: কেউ মাইন্ড কইরেন না..
আমি সিলেটের ভাষার মোটামুটি এতটুকুই পারি..
তাই বল্লাম..
ব্যঙ্গ করার জন্য বলি নাই.. :)

১০| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:৪৮

নজমুল আলবাব বলেছেন: এই পোস্ট মজার পোস্ট অ্যালন, কে মাইন্ড খাইব?

১১| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:৫০

ম. রহমান বলেছেন: প্যাচ পোনদা মানে টা কি ?

১২| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ২:০৩

নজমুল আলবাব বলেছেন: ওই মিয়া ম. প্যাচ পোন্দা না 'ফেছকোন্দা' প্যাঁচা চিনেন? ওইটারে বলে।

১৩| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ২:০৬

ম. রহমান বলেছেন: আপনী সিলেটি না (ও খানে থাকলেও অরজিনাল না, মেইড ইন সামওয়্যার এলস)...@আলবাব

১৪| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ২:১৩

চানাচুর বলেছেন: সব পাগল

১৫| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ২:১৬

নজমুল আলবাব বলেছেন: ওই মিয়া কিতা খও? খাইলিমুনু মিয়া@ম.রহমান।

ম. তাইলে মনে হয় প্যাচ ফোন্দাটা আমি আগে শুনিনাই। ঝাইড়া কাশেন একটু। কি মিয়া অরজিনালিটি নিয়া প্রশ্ন তুললেন। জলদি কাশেন।

১৬| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ২:২৫

চানাচুর বলেছেন: ৭৫৮ নং

১৭| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ২:৩৩

আলী বলেছেন: কেউ একজন বলছে "আমারে নাকি ভালা পায়" এটার মানে কি?

১৮| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ২:৪২

ম. রহমান বলেছেন: ছেলেরা লুংগি পড়ে যদি সামনের অংশ টা দুই পায়ের ভিতর দিয়া পিছনে গুজে দেওয়া কে প্যাচ পোনদা বলে...কি ঠিক কই লাম না

১৯| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ২:৪২

ফ্রুলিংক্স বলেছেন: এই কথাও বুঝতে পারো নাই। তোমাকে দিয়ে কোন কালেই সিলেটি ভাষা শেখা হবে না।তাই তুমি ঐ একজনকে উত্তর দিয়ে আসো " আমি তোমাকে বালা পাই না"। কাম খতম।

২০| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ২:৪৪

গোপাল ভাঁড় বলেছেন: কিতারাবা..

২১| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ২:৪৯

নজমুল আলবাব বলেছেন: ধুরু মিয়া ম. কিসেরে কি বলেন। ওইটা হল পেচকোন্দা। পোন্দা খইতে কুনুদিন হুনছিনারে বাই।

ফ্রু: ইতা কিতারে বাই। মানুষরে উল্টা খও খেনে? পিরিত বালোবাসার লগে শত্রুতামি খরা ঠিক নায়।

২২| ০৩ রা জুন, ২০০৭ দুপুর ২:৫৬

ফ্রুলিংক্স বলেছেন: নজমুল ভাই, খিতা করতাম। অই আবালটা এই খতা যদি না বুঝতো পারে হে পিরিত খরবো কিলা??এরলাগি আগে থাকি বালা ফত দেখাই দিছি :)

২৩| ০৩ রা জুন, ২০০৭ বিকাল ৩:০৪

অনন্তমৈথুন বলেছেন: কেউ একজন বলছে "আমারে নাকি ভালা পায়" এটার মানে কি?

কুন পোয়ার এতবড় সাহস!! তুমারে ভালা পায়..

২৪| ০৩ রা জুন, ২০০৭ বিকাল ৩:১৫

নজমুল আলবাব বলেছেন: হা...হা...হা...@ ফ্রু। ঠিক আছে

২৫| ০৩ রা জুন, ২০০৭ বিকাল ৩:১৬

তারেক রহিম বলেছেন: সিলেটি আর চিটাইঙ্গা হইল দুইটা অতি মিষ্টি ভাষা। সিলডি বাইঅক্কল, অনেরারে সেলাম। ফোয়া ইবারে বালা হরি বাঁশা শিকাই দন। আলী বাই, সিটাইঙ্গা শিখিত চাইলে অনে আঁর লগে যোগাযোগ কইজ্জুন জ্যারে।

২৬| ০৩ রা জুন, ২০০৭ বিকাল ৩:৪৪

সৃজন বলেছেন: আমি পুরি খাব....... এইটা সিলটি ভাষায় কি হইব ?

২৭| ০৩ রা জুন, ২০০৭ বিকাল ৪:০৮

থার্ডআই বলেছেন: 'ফগা' কয় কি?

২৮| ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১২:৪৮

কলি্নস বলেছেন: কিতা রে বা ভালাছো নি?

২৯| ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১২:৫০

অলৌকিক হাসান বলেছেন: আমি হিখিলাইছি সিলেটি মাত।

৩০| ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১:০৮

আ স ম মাসুম বলেছেন: আল্লাগো ই পোয়ার বায়দি যে পোয়ায় ছউখ দিছে তারে হেদায়ত দেও...
হখলে খও আমিন...

৩১| ০৪ ঠা জুন, ২০০৭ রাত ১:০৯

আ স ম মাসুম বলেছেন: অপু ভাই ই ফুয়ায় মনে খয় চ্যানেল এস ও খাম তুকার...

৩২| ২৮ শে জুন, ২০০৭ রাত ১২:৫০

বইপাগল বলেছেন: আমি বলার চেষ্টা করছি সিলেটি ভাষা, দেখুন তো হলো কিনা?

"আই গেছে নয়া বাইচ্চা, তারে ছাড়ি দিতে অইবো জাগা;
জীর্ণ দুনিয়াত্‌ ব্যর্ত, মরা আর দংসস্তুপ পিটে
যাইতাগি অইবো আমরার।
যাইতামগি- তার বাদেও আইজ যতসম শরীলে আছে প্রাণ
প্রাণপণে দুনিয়ার হরাইতাম বাদা,
ই দুনিয়ারে ই বাইচ্চার তাখার লাগি বানাইয়া যাইতাম আমি-
নয়া বাইচ্চাইনতোর খান্দাত ই আমার দিঢ় অঙ্গীখার।"

৩৩| ২৮ শে জুন, ২০০৭ রাত ১২:৫২

বইপাগল বলেছেন: :-)))

৩৪| ২৮ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:২১

আলী বলেছেন: কুল

৩৫| ২৯ শে জুন, ২০০৭ রাত ১:৫৫

বইপাগল বলেছেন: আলী, আপনার ভালো লেগেছে বুঝে নিজেও খুব আনন্দ পাচ্ছি। আল্লাহ আপনার উপর সহায় থাকুন সবসময় এই কামনা।

৩৬| ০৭ ই জুলাই, ২০০৭ রাত ৯:৫৭

কমল বলেছেন: সিলেটি ভাষায় কতা হয়না,য়কতা হয়
ভাষা যদি মারা যায়,এই আমার ভ্য়।

৩৭| ০৭ ই জুলাই, ২০০৭ রাত ১০:১৩

অলৌকিক হাসান বলেছেন: হিখিলাইবা থোরা দিন বাদে...
মনে তাকত আনো..
আখতা কুন্তা অয় না
প্র্যাকটিস খরা লাগব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.