নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rahul

রাউল।।

রাউল।। › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের গত ১০০ বছরের ভূমিকম্প

০৫ ই মে, ২০১৫ দুপুর ১:২৯

পশ্চিম বাংলার দার্জিলিং ঝুঁকিপূর্ণ ভূমিকম্পে উৎস হিসেবে

নেপাল-আসাম হলো দুই বাংলার ভূমিকম্পের প্রধান উৎস,এদের খবর একটু মনোযোগ দিয়ে শুনতে হবে,পাহাড়ী এলাকায় ভূমিকম্প বেশি

**************************************

১৯৫০সালে আসামের অতি শক্তিশালী ভূকম্পনে,কলকাতায় যেই কম্পন হয় তাঁর মাত্রা ছিলো ৬।সেই ভূমিকম্পের সময় প্রায় হাজার মাইল দূরেও জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়,ব্রহ্মপুত্র নদীতে ৫মিটার উচূ জলোচ্ছাস হয়,প্রায় সূনামীর মতোবাংলাদেশে কেন্দ্র ছিলো ৬ এবং বেশী মাত্রার ভূমিকম্প গত ১০০ বছরে

**************************************************

১৯১৮ সালে বাংলাদেশে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিলো,৯৭ বছর আগে।তখন বিল্ডিং কম ছিলো,জনসংখ্যাও কম ছিলো,বন জংগল বেশী ছিলো। ১৯২৩সালে সালে বাংলাদেশে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিলো,৯২ বছর আগে।১ম টা কিশোরগণ্জের,২য় টা নেত্রকোনার কাছে কেন্দ্রস্হল ছিলো,১ম টা হওয়ার ৫ বছর ২ মাস পর ২য় টা হয়েছিলো। ১৯৫৫ সালে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়,বাংলাদশ-বার্মা সীমান্তে দূর্গম পার্বত্য অঞ্চলে এর কেন্দ্রস্হল ছিলো। ১৯৮৪ সালে ৬ মাত্রার ভূমিকম্প হয়,বাংলাদশ-ভারত সীমান্তে এর কেন্দ্রস্হল ছিলো। ১৯৯৭ সালে ৬ মাত্রার ভূমিকম্প হয়,বাংলাদশ-ভারত সীমান্তে এর কেন্দ্রস্হল ছিলো। ১৯৯৭ সালে ৬.১ মাত্রার ভূমিকম্প হয়,বাংলাদশ-ভারত সীমান্তে এর কেন্দ্রস্হল ছিলো

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.