![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**************************************************
ওরা কোন মা যাদের জন্য 'বিশ্ব মা দিবস'?
ওরা হচ্ছে সেই মা, যে তার সন্তানকে নিজের কোলে না ঘুম পাড়িয়ে আলাদা খাটে ঘুম পাড়িয়েছে।
ওরা হচ্ছে সেই মা, যে তার সন্তানকে ডাইপার পরিয়ে তার পেশাব পায়খানার মধ্যেই তাকে রেখেছে। নিজে শুকনোতে শুয়ে সন্তানকে আর্দ্রতায় রেখেছে।
ওরা হচ্ছে সেই মা, যে কুকুরকে কোলেতে আর সন্তানকে ট্রলিতে করে চলে।
ওরা হচ্ছে সেই মা, যে সন্তানকে নিজের মমতায় না রেখে 'ডে কেয়ারে' রেখেছে।
ওরা সেই মা নয়, যে সন্তানের জন্য রাতের পর রাত না ঘুমিয়ে কাটায়।
ওরা সেই মা নয়, যে নিজে সন্তানের পেশাবের উপর ঘুমায়, কিন্তু সন্তানকে শুকনো রাখে।
ওরা সেই মা নয়, যে মা সন্তানকে পায়ের মধ্যে বালিশ পেতে আরাম করিয়ে ঘুম পাড়ায়।
ওরা সেই মা, যে সন্তানকে ভালবাসা দেয়নি, তাই বছরে একদিন ওরা সন্তানের ভালবাসা ভিক্ষা করে।
ওরা সেই মা, যারা সন্তানের 'ডে কেয়ার' এর বদলে এখন 'ওল্ড হোমে'।
ওরা সেই দেশী বাঙালি মা নয়, যার প্রতিদিনই 'বিশ্ব মা দিবস'।
২| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৩:১৮
ক্রান্তী সৌরভ বলেছেন: আপনার পোষ্টি যদি কারও মানুষিক জাগ্রত করে, সেটা হবে আপনার সার্থকতা।
@টি এম মাজাহারকে বলব, সবাই যে কাজের জন্য করে তা না, কেউ ভাবেও করে, কেউ আবার নিজের বাচ্চাকে বুকের দুধ পর্যন্ত খেতে দেয় না। তাতে নাকি ওটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।
বাচ্চাকে না খাইয়ে অন্য পুরুষকে ঠিক খাওয়াচ্ছে। এই হচ্ছে আমাদের নব্য উঠতি সমাজ।
৩| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৪:১৫
আহলান বলেছেন: সব কথা তো আসলে পরিবেশের উপরে নির্ভর করে রে ভাই ....!
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৫ দুপুর ২:৫৯
টি এম মাজাহর বলেছেন: কী সব কনসেপ্ট! বাচ্চাকে নিজের ঘরে রাখা, ডায়াপার পড়ানো, আর ডে কেয়ারে রাখলে মায়ের ভালোবাসা নকল হয়ে গেলো??
আপনি কি জানেন, কোন পরিস্থিতিতে একজন মা বাচ্চাকে ডে কেয়ারে রাখতে বাধ্য হয়? বাচ্চাকে নিজের রুম উপহার দেয়াটা অন্যায়? আর ডায়াপার পড়ালে মহাপাপ হয়ে গেলো? বাচ্চার কাথা ধোয়ার লোক কি আমি আপনি পাঠাবো?
মুখস্ত কথা বাদ দেন, মা আর বাচ্চার সম্পর্ক কোনদিন ছিন্ন করার নয়, তা সে আপনি আমি যে চাপাবাজিই করি না কেন।
ভিন্ন সংস্কৃতিতে ভিন্নভাবে বাচ্চা লালন পালন করা হয়, তাই বলে " আমি যা জানি, ওইটা অনুযায়ী না করলে " মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, তা ঠিক নয়।
ধন্যবাদ আপনাকে একটি বিষয়ে আমাকে কমেন্ট করতে সুযোগ দেয়ায়।