![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একের পর এক অঘটনের জন্ম দিয়েই যাচ্ছেন পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান উমর আকমল। এবার নিজের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে পালিয়ে বাঁচলেন তিনি। ২৩ বছর বয়সী মেজ আকমলের বিয়ে ঠিক হয়েছে পাকিস্তানের কিংবদন্তি লেগ-স্পিনার আবদুল কাদিরের কন্যা নুর আমিনার সঙ্গে। মঙ্গলবার রাতে ছিল তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। লাহোরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে আইন ভঙ্গ করে পালাতে বাধ্য হয়েছেন উমর। পাঞ্জাবের নিয়ম অনুযায়ী শহরে রাত ১০টার পর কোন অনুষ্ঠান চলতে পারবে না। আর অতিথিদেরকে এক পদের বেশি খাবার পরিবেশন করতে পারবে না। নিয়ম ভঙ্গ করায় অনুষ্ঠানে হানা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে তখন দুর্ব্যবহার শুরু করেন উমর ও তার পরিবার। পুলিশ এক পর্যায়ে উত্তেজিত উমর আকমলকে গ্রেপ্তার করতে উদ্যত হয়। স্থানীয় একটি টেলিভিশনের ভিডিও ফুটেজে এ সময় আকমলকে পিছিয়ে যেতে দেখা যায়। পরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে থাকেন তার দুই ক্রিকেটার ভাই কামরান আকমল ও আদনান আকমল। এই ফাঁকে জরুরি বহির্গমন রাস্তা দিয়ে কনে নিয়ে পালিয়ে যান উমর। পুলিশ তাকে আটক করতে না পারলেও চারজনকে গ্রেপ্তার করেছে। আর আকমল পরিবারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
©somewhere in net ltd.