![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেলিভিশনে বাংলা চ্যানেলের মাধ্যমে কিংবা নেট থেকে ডাউনলোড করে বা বন্ধু-বান্ধবের কাছ থেকে বাংলা সিনেমা এনে ভাইজান ও আপুরা যারা বাংলাদেশি সিনেমা (Dhallywood movie) দেখে থাকেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন শতকরা ৯৯% সিনেমায় ধর্ষনের দৃশ্য থাকে।দৃশ্যটা ঠিক এরকম ভিলেন নায়িকাকে জোর করে ধর্ষন করার চেষ্টা করে।আর নায়িকাদের পোষাকের কথা না হয় না ই বললাম।
টাইট জিন্স,টপ বা অর্ধনগ্ন দেহ নিয়ে নায়িকা দৌড়াতে দৌড়াতে একপর্যায়ে উক্ত সিনেমার নায়কের সাথে ধাক্কা খায়।
এরপর নায়কের কয়েক মিনিট নায়িকার দিকে চেয়ে থাকা এবং নায়িকার কয়েক মিনিট নায়কের দিকে চেয়ে থাকা।
এরপর টিসুম টুসুম এবং প্রত্যেকটা টিসুম টুসুম খাওয়ার পর ভিলেনদের ফলের দোকানের উপর বা অন্য কোন দোকানের উপর বা যানবাহনের উপর পড়ার দৃশ্য।যেটা না বললেই নয়
প্রত্যেকটা টিসুম টুসুমে যে কিরকম শব্দ হয় সেটা নিশ্চয়ই জানেন।অত:পর নায়কের নায়িকাকে বাসায় পৌছে দেওয়া ইত্যাদি ইত্যাদি।অত:পর শুরু হয় প্রেম এবং নায়ক কর্তৃক নায়িকাকে হালাল তরিকায় ধর্ষন করা।এককথায় ভিলেন ও নায়কের মধ্যে তফাৎ হচ্ছে,ভিলেন জোর করে ধর্ষন করে ,আর নায়ক ভালোবাসার দোহাই দিয়ে বৈধ এবং হালালভাবে ধর্ষন করে।দু:খজনক হলেও সত্য যে,অসহায় নায়িকা চিরকালই ধর্ষিত।আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে তফাৎ একটাই।একদল দেশকে জোর করে ধর্ষন করে।আর আরেক দল দেশকে ভালোবেসে ধর্ষন করে।
নায়ক-নায়িকার ক্ষেত্রে নায়িকা এবং রাজনৈতিক দল ও জনগনের ক্ষেত্রে জনগন ধর্ষিত হয়।অসহায় বাংলাদেশের
জনগন চিরকালই
ক্ষমতার লোভী নির্লজ্জ,বেহায়ারাজনৈতিক দলের নেতাদের হাতে ধর্ষিত।
©somewhere in net ltd.