![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন মানে
টি ইউ রিয়াদ|
জীবন মানে এগিয়ে চলা
পিছু হটা নয়তো
আসবে বাধা চলার পথে
মৃত্যু ভয় ও হয়তো।
সকল বাধা ছিন্ন করে
যেতে হবে সম্মুখ
অকুতোভয় থাকতে হবে
হয়ে লক্ষে উন্মুখ।
পিছলে যদি পড় তবে
হারাবেনা আস্থা
এগিয়ে যাবে দৃঢ়পায়ে
পেয়ে যাবে রাস্তা।
লক্ষ্য যদি থাকে অটুট
হবেই তুমি সফল
আত্মবিশ্বাস হারাও যদি
হতে পারো বিফল।
২০-০৮-২০১৪
১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪০
টি ইউ রিয়াদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।