![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেঁচে থাকাটা যে এতোটাই যন্ত্রনা দায়ক হতে পারে কখনো কল্পনাতেও ছিলোনা।
স্বপ্ন গুলো সাজিয়ে রেখেছিলাম
মনের গহীন কোনে।
ভঙ্গ হবে এ ভয়ে কখনো প্রকাশ করিনিও।
কিন্তু কোত্থেকে এক ঝড়ো হওয়া এসে সব উলট পালট করে দিলো।
কেড়ে নিলো আমার বেঁচে থাকার শেষ অবলম্বনটিও।
এখন তো আমি মৃতপ্রায় জীবন্ত লাশ।
কি অপরাধ ছিলো তা জানতেও পারিনি।
তাও তো সামান্যতম শান্তনা হলেও পেতাম।
ইয়া মাবূদ আমি তো দূর্বল ঈমানের অধিকারী।
এতোবড় শাস্তি দিওনা আমায় ।
তুমি তো রহমান
পরম করুণাময়।
রহম করো মাবূদ ।
©somewhere in net ltd.