![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন গুলো কেড়ে নিয়ে
করলে আমায় নিঃস্ব
ভাবছ বুঝি এতেই তুমি
জয় করেছ বিশ্ব।
আসবে এদিন ঘুরে দেখো
তোমার জীবন জুড়ে
যন্ত্রণারা পুড়বে আরও
খাবে হৃদয় কুড়ে।
যন্ত্রণাকে নিয়ে বাঁচা
বুঝবে কতো কষ্ট
ভাববে তখন করছ কেন
পরের জীবন নষ্ট।
ভাবনাতে কি শোধ হবে আর
দূর হবে কি ক্ষত?
এই ভাবনায় জ্বলবে তুমি
নিত্য অবিরত।
০১ লা মার্চ, ২০২০ দুপুর ১:৩৭
টি ইউ রিয়াদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০২০ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।