![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছরটা শুরু হয়েছিল বাজে ভাবে। শেষ ও হলো তেমনিই।
আবার এর ফাঁকে কিছু মানুষের নিকৃষ্টতা দেখার দূর্ভাগ্য ও হলো।
মানুষ এতোটা নিকৃষ্ট হতে পারে জানা ছিলো না। যাই হোক আল্লাহ কারো মঙ্গল চাইলে তাকে পরীক্ষায় ফেলেন। তাই বিচারের ভারটাও তার উপরই ছেড়ে দিলাম। তারই নিকট্ উত্তম প্রতিদান প্রত্যাশি। তিনি অবশ্যই ন্যায় বিচার ই করবেন এবং উত্তম প্রতিদানই দেবেন।
নতুন বছর টা কেমন যাবে আল্লাহই জানে।
আল্লাহ যেন ভালো ভাবেই পার করেন।
আমীন।
©somewhere in net ltd.